Crush Queen彡

Crush Queen彡 - ভয় পেয়ো না আঁধারে 🖤
আলো আছে আড়ালে🎇

- অন্ধকার পালিয়ে যাবে✨
তুমি উঠে দাড়ালে☺️💪

03/09/2023

যদি করেন ভাই চালাকি,পরে বুঝবেন এর জ্বালা কী!

১. মিষ্টি বিক্রেতা মনে করে,
আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজাল করলে আমার কোন সমস্যা নাই।
২. বেকারির মালিক মনে করে,
আমিতো বিস্কুট খাই না। তাই পঁচা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।
৩. ফল বিক্রেতা মনে করে,
আমিতো ফল খাই না। তাই কেমিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।
৪.মাছ বিক্রেতা মনে করে,
আমিতো ফরমালিনযুক্ত মাছ খাই না। তাই ফরমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।

দিনের_শেষে-🙄
১. মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
২. বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
৩. ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
৪. মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

সবাই_মনে_মনে_নিজেকে_অনেক_চালাক_ভাবে.🤔;
অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।
আসলে তারা_যে_নিজেরাই_নিজেদের_ঠকাচ্ছে,
ক্ষতি করছে তা ভাবতেও পারেনা।...🤔

"পরের_অনিষ্ট_চিন্তা_করে_যেইজন,

নিজের_অনিষ্ট বীজ সে করে বপন......🥺🥺🥺

01/07/2023

হোটেলে গিয়ে দেখে একটা কাঁচা মরিচের দাম ২০ টাকা।
সাথে একটা শিঙাড়া আর আলুর চপ ফ্রি!

01/07/2023

ব্রাহ্মণবাড়িয়ায় "Eid" এর বাংলা বানাম "ইদ" নাকি "ঈদ" হবে এ নিয়ে জকড়া হয়েচে... লুঙ্গি সহ পাঞ্জাবী ছি! ড়েচে তিনজনের
আসলে তারা সটিক শব্দ জানেই না এটা কী হবে।।

আসলে সটিক শব্দ "য়ীদ" হবে 🙂......

01/07/2023

যাদের Babu khaico বলার মানুচ নাই,শুধু তারাই হাহা দিন।
ধন্যবাদ

01/07/2023

আইডির রিচ আর গালপেনের পমিচ চিরদিন থাকেনা

01/07/2023

- একটা বিশাল চাঁপা মারো..🙄😒

01/07/2023

এমন একটা মেয়ে দেখাও, যে হাতে মেহেদী লাগিয়ে স্টোরি দেয়নি!'🙂

20/06/2023

😆😄🫣

12/04/2023

জীবনে এমন একজন মানুষ আসুক ❣️
যে কিনা আমাকে পেয়ে আর কাউকে পাওয়ার আশা করবে না.!🖤

10/04/2023

বাঁচি না গরমে, খুলি না শরমে !

08/04/2023

- এই শহরের ক্ষনিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না.!🙂

- অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের.!🖤🥀

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Crush Queen彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crush Queen彡:

Share

Category