Islamar Kotha ইসলামের কথা

Islamar Kotha ইসলামের কথা Content Creator

02/05/2025

জুম্মার দিন ইসলামিক দৃষ্টিকোণ থেকে :

1. জুমার দিন: শুক্রবার মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনে জুমার নামাজ ফরজ, যা মুসলিম পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

2. কোরআনে উল্লেখ: সূরা আল-জুমাআ (সূরা ৬২) এ এই দিনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

3. দোয়া কবুলের সময়: হাদিসে এসেছে, এই দিনে এক বিশেষ মুহূর্ত থাকে যখন বান্দার দোয়া কবুল হয়।

4. সুন্নত আমল:

গোসল করা

উত্তম পোশাক পরা

আতর ব্যবহার করা

সূরা কাহাফ পাঠ করা

জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা।

সংগৃহীত পোস্ট।

29/04/2025

আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকটা দিন পরে পালিত হতে যাচ্ছে পবিত্র হজ্ব।

#হজ্ব #মক্কা

03/04/2025

শুভ রাত্রি।

01/04/2025
31/03/2025

ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

27/03/2025

দুনিয়া ও আখিরাতের ভাগ্য নির্ধারণের রাত:
লাইলাতুল কদর হলো তাকদীরের রাত, যখন আল্লাহ তাআলা এক বছরের জীবনের সমস্ত পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেন। আল্লাহ বলেন,
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
অর্থ:
এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়।
[সূরা আদ-দুখান: ৪]

কপি পোস্ট।

#কদর

26/03/2025

লাইলাতুল কদরের আরেকটি বৈশিষ্ট্য হলো, এ রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন।
আল্লাহ তাআলা বলেন,

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

অর্থ:
এই রাতে ফেরেশতারা এবং জিবরাইল (আ.) তাদের প্রভুর আদেশে অবতরণ করেন প্রতিটি বিষয়ে।
[সূরা আল-কদর: ৪]
এই ফেরেশতারা পৃথিবীতে রহমত, বরকত, এবং শান্তি নিয়ে আসেন এবং মুমিনদের জন্য বিশেষ দোয়া করেন।

Copy post.

আল্লাহ তায়ালা নিশ্চয়ই ক্ষমাশীল।
26/03/2025

আল্লাহ তায়ালা নিশ্চয়ই ক্ষমাশীল।

25/03/2025

আর মহান আল্লাহর বাণীঃ ‘‘নিশ্চয়ই আমি নাযিল করেছি এ কুরআন মহিমান্বিত রাত্রিতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কী? মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশত্রুমে অবতীর্ণ হয়। সেই রাত্রি শান্তিই শান্তি, ফজর হওয়া পর্যন্ত।’’ (আল-কদর [ক্বদর।

সংগৃহীত পোস্ট।

07/03/2025

#যাকাত

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَهْدِيٍّ - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ فِي حَبٍّ وَلاَ تَمْرٍ صَدَقَةٌ حَتَّى يَبْلُغَ خَمْسَةَ أَوْسُقٍ وَلاَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلاَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ‏"‏ ‏.

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) বর্ণিত নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : শস্য ও খেজুর পূর্ণ পাঁচ ওয়াসাক্ব না হলে তাতে কোন যাকাত নেই, উটের সংখ্যা পাঁচের কম হলে তাতে যাকাত নেই এবং পাঁচ উক্বিয়্যার (বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের) কমে কোন যাকাত নেই।

সংগৃহীত পোস্ট।

06/03/2025

#সিয়াম #রোজা #রমজান
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ صَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تُرِكَ وَكَانَ عَبْدُ اللهِ لاَ يَصُومُهُ إِلاَّ أَنْ يُوَافِقَ صَوْمَهُ

ইব্‌নু ‘উমার (রাঃ) বর্ণিত তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আশূরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমযানের সিয়াম ফরয হল তখন তা ছেড়ে দেওয়া হয়। ‘আবদুল্লাহ (রহঃ) এ সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণত সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন।

সংগৃহীত।

Address

Khualna
Kushtia
7032

Telephone

01735873298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamar Kotha ইসলামের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamar Kotha ইসলামের কথা:

Share