Karnish কার্নিশ

Karnish কার্নিশ সুন্দরের সাথে... কার্নিশ

ফেসবুকের নতুন আপডেট থেকে আয় বাড়ানোর কৌশল 🔥ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে, আর এবার তারা ফেসবুক স্টোরি...
10/05/2025

ফেসবুকের নতুন আপডেট থেকে আয় বাড়ানোর কৌশল

🔥ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে, আর এবার তারা ফেসবুক স্টোরি থেকেও আয় করার সুযোগ এনেছে। যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ, তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এই নতুন ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলী
যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে:

1. যোগ্যতা: 🙏
ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।
স্টোরিগুলো পাবলিক (Public) থাকতে হবে।
আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে।

2. মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম: 🖖
আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে (Professional Mode) থাকতে হবে।
যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে (ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয়)।

3. আয়ের ধরন: 🍉
ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেকস (Ad Breaks) বা ইন-স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে।
স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে।
ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ-বাই-স্টেপ গাইড

১. প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন💯
প্রথমে দেখে নিন, আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা। এটি চেক করতে:
Facebook Creator Studio বা Meta Business Suite এ যান।
Monetization সেকশনে গিয়ে Eligibility Status চেক করুন।

২. স্টোরি পাবলিক করুন 🎆
ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে “Public” অপশনে সেট করুন।
প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না।

৩. নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন 🎆
কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয়।
স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রোমোশনও করা যেতে পারে।

৪. ইন-স্টোরি অ্যাডস চালু করুন 🥰
Meta Business Suite বা Facebook Creator Studio থেকে In-Story Ads অপশন চালু করুন।
একবার চালু হয়ে গেলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে।

৫. ইনকাম ট্র্যাক করুন এবং উত্তোলন করুন 🐵
ফেসবুক পেমেন্ট সেটআপ করুন (PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট)।
আয়ের রিপোর্ট চেক করতে Meta Business Suite → Monetization Section এ যান।
নির্দিষ্ট থ্রেশহোল্ড (সাধারণত $100) অতিক্রম করলে টাকা তুলতে পারবে

ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণ প্রশ্ন

১. স্টোরির জন্য ইনকাম কেমন হয়? 🐴
ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায়।

২. নতুন পেজ বা প্রোফাইল কি মনিটাইজ হবে? 🍓
না, নতুন পেজ বা প্রোফাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ এনগেজমেন্ট এবং ফলোয়ার দরকার।

৩. স্টোরির মনিটাইজেশন কবে চালু হবে? 🎈

ফেসবুক এই ফিচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে, ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে।

৪. সব স্টোরি কি মনিটাইজড হবে? 🛷🏓

না, শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজড হবে এবং ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে।

শেষ কথা,🏛️
ফেসবুক স্টোরি মনিটাইজেশন নতুন এবং লাভজনক সুযোগ হতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যদি আপনি নিয়মিতভাবে উচ্চমানের, আকর্ষণীয় এবং ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সহজেই ফেসবুক থেকে উপার্জন করা সম্ভব।









10/05/2025

Good Morning

08/05/2025

শুভ সকাল

07/05/2025

আমি বৃষ্টির মধ্যে হাঁটতে ভালোবাসি। কারণ এতে চোখের জল দেখা যায় না।
চার্লি চ্যাপলিন

কেমন আছেন সবাই?
06/05/2025

কেমন আছেন সবাই?

Good morning PC:AI
06/05/2025

Good morning PC:AI

সিংহ কেন পশুর রাজা? কমেন্টে জানাতে পারেন।
15/04/2025

সিংহ কেন পশুর রাজা? কমেন্টে জানাতে পারেন।

14/02/2025

বিশ্বের ৫ জন শীর্ষ ধনী ব্যক্তি কে? তাঁদের সম্পদের পরিমাণ কত? কী তাঁদের ব্যবসা?






13/02/2025

জাপানের মানুষ দীর্ঘ দিন বেঁচে থাকেন। এর পেছনে রহস্য কি? তাঁদের জীবন যাপনের স্টাইল নিয়ে এই ভিডিয়ো।




゚viralfbreelsfypシ゚viral

06/02/2025

দৃষ্টি প্রতিবন্ধী নারী হয়েও ২য় বিশ্ব/যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছিলেন । কোন প্রতিবন্ধিতাই মানুষকে তাঁর লক্ষ্য থেকে আটকে রাখতে পারে না।
হেলেন কেলার কানে শুনতে পেতেন না, মুখে বলতে পারতেন না। এমন কী তিনি দেখতেও পেতেন না।



29/01/2025

এখনও স্টার পান নি কে কে?

29/01/2025

কে কোথা থেকে পোস্টটি দেখছেন?
কমেন্টে জানাবেন...

Address

Dhaka
Kushtia
1000

Alerts

Be the first to know and let us send you an email when Karnish কার্নিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karnish কার্নিশ:

Share