23/08/2025
প্রেম যখন দ্বিতীয়বার ডানা মেলে, তখন পুরোনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। পরকীয়া মানে শুধুই একটা নতুন মানুষ নয়, এটা আসলে দুটো অসমাপ্ত গল্পের অসমাপ্ত মিলন। এখানে ভালো কিছু নেই, আছে শুধু কিছু জটিল সমীকরণ আর গোপন কষ্ট।
সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, আর ভেঙে দেওয়া আরও কঠিন। পরকীয়া আসলে একটা কঠিন পথ, যেখানে সুখের সংজ্ঞাটা পাল্টে যায়।
পোস্ট:- সংগৃহীত।