Ety & Mortuja

Ety & Mortuja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ety & Mortuja, Digital creator, Kushtia.

04/02/2024

"একবার গোবরে পদ্মফুল ফুটলো; কিন্তু গোবরবাসী কিছুতেই মেনে নিতে পারছিলো না যে এটি পদ্মফুল। কেউ বললো— এ কাগজের ফুল। বৃষ্টি এলেই মিলিয়ে যাবে। কেউ বললো— এটি ছত্রাক। রূপ ধরেছে পদ্মফুলের। আগামী মাসেই মরে যাবে।

কিন্তু অনেক বৃষ্টিতেও যখন ফুলটি মিলিয়ে গেলো না, অনেক মাসেও যখন এর আয়ু ফুরোলো না, তখন গোবরবাসী বললো— এটি অশ্লীল ফুল। একে শেষ করে দিতে হবে। এটি গোবরের সৌন্দর্য নষ্ট করছে।

কয়েকটি পোকা গোবরবাসীর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানালো। তারা বললো— ফুলটি তো আমাদের কোনো ক্ষতি করছে না। বরং উপকারই করছে। তাকে দেখে আমরা আমাদের কদর্যগুলো সারাতে পারছি।

একটি বয়স্ক পোকা বললো— গোবরস্তানে ফুল ফোটার নিয়ম নেই। আমাদের প্রধান দেবতা ফুল পছন্দ করেন না। ফুল দেখলেই সন্দেহের চোখে তাকাতে হবে। ফুল যেন তার ঘ্রাণ ছড়িয়ে গোবরের দুর্গন্ধ নষ্ট না করতে পারে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। ফুল নিধনের জন্য প্রধান দেবতার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

দুটি তরুণ পোকা বললো— যিনি সামান্য ফুলের ঘ্রাণ সহ্য করতে পারেন না, তিনি দেবতা হন কী করে? সুগন্ধি ফুলের চেয়ে দুর্গন্ধি গোবর তার এতো পছন্দ কেন? ফুলটিকে কি অন্য কোনো দেবতা সৃষ্টি করেছে?

গোবরস্তানের সর্দার বললো— ফুলটি দেখতে আমার চেয়ে উজ্জ্বল। আমার চেয়ে উজ্জ্বল কোনো বাতি গোবরস্তানে থাকতে পারবে না। সবাইকে থাকতে হবে মলিন হয়ে। কারণ উজ্জ্বলতা পাপ, মলিনতা পুণ্য। ফুলটি গোবরস্তানের এ নিয়ম ভঙ্গ করেছে।

দেখতে দেখতে গোবরস্তানে দুটি পক্ষ তৈরি হয়ে গেলো। এক পক্ষ চায়— ফুলটি থাকুক, আরেক পক্ষ চায়— ফুলটিকে উপড়ে ফেলা হোক। কিন্তু ফুলটি কী চায় তা কেউই জানার চেষ্টা করলো না।"


—মহিউদ্দিন মোহাম্মদ

"যে গ্রামের লোকেরা কখনও আদালতে যায় না"নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম। এই গ্রামে দুশো বছরের ইতিহাসে কখনো পুলিশ ঢোক...
03/02/2024

"যে গ্রামের লোকেরা কখনও আদালতে যায় না"

নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম। এই গ্রামে দুশো বছরের ইতিহাসে কখনো পুলিশ ঢোকেনি। কোন মামলা আদালয়ে যায়নি। এ গ্রামে আলাদা একটা গণতান্ত্রিক প্রথা চালু আছে। গ্রামের নিজেস্ব সংসদ ভবন আছে, আদালত আছে। ১৯৫৭ সালে গঠিত তাদের নিজেস্ব সংবিধান আছে। ১১ টা পাড়া নিয়ে এ গ্রাম গঠিত। তারা নিজেদের উন্নয়ন নিজেরা করে। নিজেস্ব সংসদীয় কমিটি আছে যারা গ্রামকে নিয়ন্ত্রণ করে। অসাধারণ সভ্য একটা গ্রাম। এ গ্রামের একটা রাজধানি আছে। এখানে বাল্য বিবাহ নেই, যৌতুক নেই।

এ গ্রামের ইতিহাসে কখনো মারামারি হয়নি। জমি নিয়ে বিরোধ বা কোন কিছু নিয়ে বিরোধ হলে তারা নিয়মতান্ত্রিক নিজেস্ব আদালতের মাধ্যমে নিস্পত্তি করে। তারা বাংলাদেশ সরকারকে আলাদা কর্ম চাপে ফেলে দেয়না। প্রতিটা জমির খাজনাপাতি ঠিক সময়ে পরিশোধ করে।। এ গ্রামে কখনো হত্যাকান্ড ঘটেনি। সবাই শিক্ষিত। তারা কেউ কেউ ফসল ফলায়, বিদেশে থাকে, অথবা চাকুরী করে। এ গ্রামে শিক্ষিতর হার ১০০%।

এটা ভাবতেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর মানুষ আছে এ দেশে! এত সুন্দর গ্রাম আছে! গ্রামের চারপাশে চলনবিল এর ভেতর দিয়েই একটা সভ্য জাতী গড়ে উঠেছে কেউ তা টের পায়নি!!!
(সংগৃহীত)

02/02/2024

পৃথিবী ভাগ্যবানের চাহিদা পূরন করে।।বাস্তববাদী দের বাঁচিয়ে রাখে।আর ইমোশনাল দের নির্মম মানসিক বিপর্যয়ে ফেলে দেয়।।😊

 #পাবনা পাবনা জেলা বাংলাদেশের উওর বঙ্গের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদ ও পদ্মা নদ...
29/01/2024

#পাবনা
পাবনা জেলা বাংলাদেশের উওর বঙ্গের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদ ও পদ্মা নদী । এই জেলার ঈশ্বরদী উপজেলায় ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতু এবং তার পাশেই লালন শাহ সেতু অবস্থিত। এই জেলার কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা ক্যাডেট কলেজ,সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা পলিটেকনিক , পাবনা জেলা স্কুল ইত্যাদি। এছাড়া পাবনার সরকারি মানসিক হাসপাতাল জেলার একটি ঐতিহাসিক হাসপাতাল।এই জেলায় রয়েছে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পরমতীর্থ। এই জেলার ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি পদ্মা নদীর পাশেই অবস্থিত।
এই জেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল "চলন বিল"। রয়েছে পাবনার ঐতিহ্যবাহি ঘি ও মিষ্টি।
আমাদের বাংলাদেশের বর্তমানের রাষ্ট্রপতি " মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু " এই পাবনা জেলার কৃত সন্তান।
পাবনা জেলা আয়তনে দীর্ঘ পরিসরে না হলেও পরিপূর্ণ।💜

সৌভাগ্য ক্রমে এই পরিপূর্ণ জেলায় আমার কর্তামশাই এর জন্ম-স্থান। এবং আমি এই পরিপূর্ণ জেলার পুত্রবধূ ❣️❣️

Address

Kushtia
7031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ety & Mortuja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share