বইপোকা - BookWorm

বইপোকা - BookWorm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইপোকা - BookWorm, Book & Magazine Distributor, Kushtia.

বইপড়া প্রকল্প : বই পড়ি, বইয়ের রিভিউ লিখি।
-------------------------------------------------------------
হে প্রজন্ম, এসো আমরা বই পড়ার মাধ্যমে মননশীল ও সুস্থ চিন্তাধারার মানুষ হয়ে উঠি।

এই সেই বুলবুল! যার অকাল প্রয়াণে জাতীয় কবি পাগলপারা হয়ে যান। নিজের দুঃখ ভোলার জন্য তাকেনিয়ে গান লিখেন,"শূন্য এ বুকে পাখি ...
13/04/2025

এই সেই বুলবুল! যার অকাল প্রয়াণে জাতীয় কবি পাগলপারা হয়ে যান। নিজের দুঃখ ভোলার জন্য তাকে
নিয়ে গান লিখেন,

"শূন্য এ বুকে পাখি মোর আয়
---ফিরে আয়,
তোরে না হেরিয়া সকালের ফুল
--অকালে ঝরে যায়!
তুই নাই বলে ওরে উন্মাদ
পাণ্ডুর হলো আকাশের চাঁদ!...
ধূসর আকাশ হইবে সুনীল
---তোর চোখের চাওয়ায়।।"

বুলবুল ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন এবং কবির প্রাণাধিক এই পুত্র বসন্ত রোগে ভুগে মাত্র চার বছর বয়সে ১৯৩০ সালে পরলোক গমন করেন।


পোস্ট ক্রেডিট: #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

বই জ্ঞানার্জনের চাবিকাঠি, এতে বয়স কোনো বাধা নয়।বইপড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি জ্ঞানার্জনের সেরা উপায়। একটি ভালো...
21/02/2025

বই জ্ঞানার্জনের চাবিকাঠি, এতে বয়স কোনো বাধা নয়।
বইপড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি জ্ঞানার্জনের সেরা উপায়। একটি ভালো বই আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয়, চিন্তার গভীরতা বাড়ায় এবং জীবনকে নতুনভাবে বুঝতে সাহায্য করে।

জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স নেই। যেকোনো সময়, যেকোনো বয়সে শেখার সুযোগ থাকে। শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত বই আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আমাদের কল্পনাশক্তি বাড়ায় এবং বুদ্ধিমত্তাকে শাণিত করে।

তাই বয়সের কথা না ভেবে, প্রতিদিন অন্তত কিছুক্ষণ বই পড়ার অভ্যাস করুন। কারণ বইপড়ার আনন্দ, জ্ঞান আর অভিজ্ঞতা – এগুলো জীবনের সত্যিকারের সম্পদ!

বইপোকা - BookWorm
fans

বই : বি স্মার্ট উইথ মুহাম্মদ লেখক : ড. হিশাম আল আওয়াদিঅনুবাদক : মাসুদ শরীফরিভিউ লেখক : মহিমা আকতারইসলামি ভাবধারার বইগুলো...
28/01/2025

বই : বি স্মার্ট উইথ মুহাম্মদ
লেখক : ড. হিশাম আল আওয়াদি
অনুবাদক : মাসুদ শরীফ
রিভিউ লেখক : মহিমা আকতার
ইসলামি ভাবধারার বইগুলো বর্তমান সমাজের সব শ্রেণির লোকদের পড়া জরুরি। নীতি-নৈতিকতা শিক্ষার পাশাপাশি নিজের মধ্যে ধর্মীয় বোধের জায়গাটি শক্তিশালী হবে এ ধরনের বই পড়ার মাধ্যমে।
প্রিয় শিক্ষার্থী মহিমা তুমি বইটি আগ্রহ নিয়ে পড়েছো এবং সুন্দর একটি রিভিউ লিখেছো।
তোমার জন্য অনেক ভালোবাসা এবং শুভ কামনা।

কবিতাটি 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের অন্যতম জনপ্রিয় কবিতা।
23/01/2025

কবিতাটি 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের অন্যতম জনপ্রিয় কবিতা।

ছোটগল্প : চিঠি পাওয়ার পরলেখক: বনফুল ছোটগল্পের জগতে অন্যতম সেরা একটি গল্প।সবাইকে পড়ার আহ্বান। প্রত্যেকটা পঙক্তিতে মুগ্ধতা...
06/11/2024

ছোটগল্প : চিঠি পাওয়ার পর
লেখক: বনফুল
ছোটগল্পের জগতে অন্যতম সেরা একটি গল্প।
সবাইকে পড়ার আহ্বান। প্রত্যেকটা পঙক্তিতে মুগ্ধতা ছড়াবে। আশা করি পড়া শুরু করলে শেষ করতে বাধ্য হবেন।
ধন্যবাদ।

খুদে বইপোকা রোদ।❤️সুকুমার সাহিত্য শিশুদের ভীষণ প্রিয়।এই বইটার অপেক্ষায় রোদের অনেকদিন কেটেছে।অবশেষে হাতে পেয়ে ভীষণ খুশি। ...
01/10/2024

খুদে বইপোকা রোদ।❤️
সুকুমার সাহিত্য শিশুদের ভীষণ প্রিয়।
এই বইটার অপেক্ষায় রোদের অনেকদিন কেটেছে।
অবশেষে হাতে পেয়ে ভীষণ খুশি। এই বয়সে বই পড়ার প্রতি এমন আগ্রহ আমাকে করে বিস্মিত।
রোদ মামুনি, দোয়া করি তুমি অনেক বড় হও, সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠো।
ভালোবাসা। ❤️❤️❤️

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন।বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁর...
22/09/2024

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন।

বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁরা নিয়মিত বই পড়েন। তাঁরা বইয়ের জ্ঞান বাস্তবে প্রয়োগ করেই হয়েছেন পৃথিবীর শীর্ষ সম্পদশালী। শীর্ষ ধনীদের বই পড়ার এমন অভ্যাস নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

বিল গেটস:

বিল গেটস নামটি সারা বিশ্বে সবার কাছে পরিচিত। এ মানুষটিও প্রচুর বই পড়েন। তিনি প্রতি সপ্তাহে অন্তত একটি বই শেষ করেন। বছর শেষে তিনি পড়ে ফেলেন ৫০টির মতো বই। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত নন-ফিকশন বই থেকে শুরু করে উপন্যাস ও আত্মজীবনী পড়েন। শুধু নিজে বই পড়ে ক্ষান্ত থাকেন না, বই পড়া শেষে বইয়ের রিভিউ দেন তাঁর নিজস্ব ওয়েবসাইটে। প্রতিবছর তিনি প্রকাশ করেন ওই বছরে তাঁর পঠিত সেরা ১০টি বই। বই পড়া নিয়ে বিল গেটস দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘ছোট থেকেই আমার শেখার অন্যতম প্রধান উপায় হলো বই পড়া।’

ইলন মাস্ক:

ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের একজন। কে না চেনেন তাকে! ইলন মাস্কের নিয়মিত অভ্যাসগুলোর মধ্যে অন্যতম বই পড়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে নিয়মিত দিনে ১০ ঘণ্টা বই পড়তেন। তবে ব্যস্ততা বাড়ার কারণে ১০ ঘণ্টা বই পড়া সম্ভব না হলেও প্রতিদিন তিনি নির্দিষ্ট সময় বই পড়েন। তিনি একজন মনোযোগী পাঠক। তিনি মনে করেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞানার্জন অত্যাবশ্যক। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কীভাবে তিনি রকেট বানানো শিখলেন? উত্তরে বলেছিলেন, ‘আই রিড বুকস।’

মার্ক জাকারবার্গ:

ফেসবুকের কথা উঠলেই যে নামটি মনে ভেসে ওঠে, তিনি হলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি সারা বিশ্বে অসংখ্য মানুষকে স্ক্রিনে আসক্তি করালেও তাঁর সন্তানদের ডিজিটাল গ্যাজেট থেকে দূরে রেখেছেন। এসবের বদলে তিনি সন্তানদের হাতে দিয়েছেন বই। মার্ক জাকারবার্গও বিল গেটসের মতো বইপড়ুয়া মানুষ, যিনি প্রযুক্তি ও যোগাযোগের পেছনে বেশি সময় ব্যয় করলেও প্রতি দুই সপ্তাহে একটা করে বই শেষ করেন। তিনি বই পড়ার জন্য ২০১৫ সালে একটি ক্লাব খুলেছেন। সেখানে তিনি বই নিয়ে আলোচনা করেন।

ওয়ারেন বাফেট:

ওয়ারেন বাফেট গোগ্রাসে বই পড়েন। তিনি ১১ বছর বয়স থেকে সংবাদপত্র, বার্ষিক প্রতিবেদন, অর্থ ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যবসা ও অর্থনীতি প্রভৃতি বই পড়া শুরু করেন। তাঁর জ্ঞানের তৃষ্ণা ব্যাপক। তিনি এত বেশি বই পড়তেন যে তাঁর শহরের যত লাইব্রেরি ছিল, সেগুলো তাঁর কাছে কম মনে হতো। শুধু তা-ই নয়, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট এখনো প্রতিদিন গড়ে ৫০০ পৃষ্ঠা পড়েন। তিনি প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন; যেখানে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্করা দিনে মাত্র ২০ মিনিট পড়ার পেছনে ব্যয় করেন। তিনি মনে করেন, বই পড়া হলো চক্রবৃদ্ধি সুদের মতো; যত পড়বেন তত জ্ঞান বাড়বে। তিনি বই পড়ার অভ্যাসকে তাঁর সাফল্যের রহস্য হিসেবে মনে করেন।

জ্যাক মা:

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাকে অনেকে অনুপ্রেরণাদানকারী হিসেবে চেনেন। তিনি জীবনে অনেক সমস্যা মোকাবিলা করে সফল হয়েছেন। তাঁর প্রতিদিনের অন্যতম অভ্যাস হলো বই পড়া, নতুন কিছু শেখা। তিনি প্রতিদিন বই পড়েন আরও স্মার্ট হতে এবং নতুন কোনো আইডিয়া খুঁজে পেতে। জ্যাক মা বলেছেন, ‘প্রচুর বই পড়ার ফলে আপনি যেকোনো বিষয়ে ভালো একটি সূচনা করতে পারবেন; যা প্রায় সময় আপনার সহকর্মীরা পারবে না। যাঁরা প্রচুর বই পড়েন, তাঁদের বিভিন্ন বিষয়ে জানার সম্ভাবনা বেশি। আপনি যদি শুরুতে প্রতিদিন ১ ঘণ্টা বা তার বেশি পড়ার অভ্যাস করতে না পারেন, তাহলে ২০ বা ৩০ মিনিট হলেও বই পড়ুন।’

-দৈনিক আজকের পত্রিকা
©এম এম মুজাহিদ উদ্দীন
লেখক: ভাইভা বোর্ডের মুখোমুখি,
মুজাহিদ'স ভাইভা সাজেশন,
ব্যাংকার'স ভাইভা বোর্ড।

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ - ১লেখক : আরিফ আজাদরিভিউ লেখক : রেজওয়ান আহমেদ চতুর্থ শিল্পবিপ্লবের এই আধুনিক যুগে বিজ্ঞানের ...
10/09/2024

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ - ১
লেখক : আরিফ আজাদ
রিভিউ লেখক : রেজওয়ান আহমেদ
চতুর্থ শিল্পবিপ্লবের এই আধুনিক যুগে বিজ্ঞানের সঙ্গে কুরআনের সম্পর্ক যে কত শক্তিশালী তা বোঝা যায় প্যারাডক্সিক্যাল সাজিদ পড়লে। মনের মধ্যে ঘুরপাক খাওয়া শতশত প্রশ্নের উত্তর পাওয়া যায় এই বইতে।
রিভিউ লেখার জন্য রেজওয়ান তোমাকে অনেক ধন্যবাদ।

তোমাদের বই পড়া, বই সম্পর্কে লিখতে পারা এ বিষয়গুলো আনন্দের। জ্ঞানের চর্চা হোক নিয়মিত।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভ কামনা। ❤️❤️

'দ্য আলকেমিস্ট' এমন একটি অসাধারণ বই যাতে রয়েছে চমক,স্বপ্ন এবং গুপ্তধন যা পাওয়ার জন্য আমরা দূর দূরান্তে যাই এবং আমাদের দর...
08/09/2024

'দ্য আলকেমিস্ট' এমন একটি অসাধারণ বই যাতে রয়েছে চমক,স্বপ্ন এবং গুপ্তধন যা পাওয়ার জন্য আমরা দূর দূরান্তে যাই এবং আমাদের দরজায় তা খুঁজে পাই – ম্যাডোনা (সংগীত শিল্পী) গত কয়েক দশকে এমন একটি বই মুদ্রিত হয়েছে যা পাঠকদের পুরো জীবন বদলে দিয়েছে। পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট” সে ধরনের একটি বই। ৬৩ ভাষায় ৩০ কোটি কপি বিক্রি হয়েছে এই যাদুকরী বই। আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি কি আপনার স্বপ্নের বাস্তবায়ন চান? আপনি কি আপনার গন্তব্যে পৌছতে চান? কারণ মানুষ যা ভাবতে পারে তা অর্জন করতে পারে। মানুষ তাঁর স্বপ্নের চেয়েও বড়।স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বাধা বা প্রতিকূলতার মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক। প্রকৃতির নেপথ্য স্পন্দন কিভাবে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে তা জানতে পাঠ করুন বিশ্ব সাহিত্যের এই অসাধারণ ক্লাসিক।নিজে পাঠ করুন এবং আপনার নিকটজনকেও পাঠে উৎসাহিত করুন।
ক্রেডিট : WafiLife
ছবি : সংগৃহীত।

বই : মাইন ক্যাম্ফলেখক : অ্যাডলফ হিটলার রিভিউ লেখক : দানিয়াল মানসিবশক্তিশালী একটি বই 'মাইন ক্যাম্ফ'। মানসিক দিক দিয়ে কতটা...
04/09/2024

বই : মাইন ক্যাম্ফ
লেখক : অ্যাডলফ হিটলার
রিভিউ লেখক : দানিয়াল মানসিব
শক্তিশালী একটি বই 'মাইন ক্যাম্ফ'। মানসিক দিক দিয়ে কতটা উচ্চমার্গের ব্যক্তিত্ব ছিলো হিটলার সেটা জানা যায় এই বইতে।
বইটি মনোযোগ দিয়ে পড়ার পর রিভিউ লেখার জন্য Dani Al Mansib তোমাকে অনেক ধন্যবাদ।

তোমার জন্য অনেক ভালোবাসা এবং শুভ কামনা।

"বইপোকা" সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া মেধাকে জন্মদিনের শুভেচ্...
02/09/2024

"বইপোকা" সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া মেধাকে জন্মদিনের শুভেচ্ছা।
"বইপোকা " সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনাদের আগামীর পথচলা শুভ হোক।
শুভ কামনা।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইপোকা - BookWorm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share