IQRA

IQRA Read- Quran's first verse, emphasizes seeking knowledge from Allah, highlighting education in Islam.

24/07/2025
কার সুন্নাত কে পালন করে⁉️◾পুরুষের প্যান্ট থাকবে টাকনুর উপরে।তাদের জন্য টাকনুর নিচে পরা হারাম।[সহীহ বুখারী: ৫৭৮৭] ◾নারীরা...
30/06/2025

কার সুন্নাত কে পালন করে⁉️

◾পুরুষের প্যান্ট থাকবে টাকনুর উপরে।তাদের জন্য টাকনুর নিচে পরা হারাম।
[সহীহ বুখারী: ৫৭৮৭]

◾নারীরা পরবে টাকনুর নিচে। পায়ের পাতাও ঢাকা রাখবে। তাদের জন্য টাকনুর উপরে পরা হারাম।
[তিরমিজি: ১৭৩১]

◾যাবতীয় নেশা জাতিয় বস্ত হারাম।
[সহীহ মুসলিম: ২০০৩]

ফ্যাশান স্টাইলের নামে যুবক যুবতী এখন নিষিদ্ধ কর্মে লিপ্ত।
একাকীত্ব নিরব
আল্লাহ সবাই কে সঠিক বুঝ দান করুক
আমিন 🤲🤲🤲

27/06/2025

ছয়টি গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে প্রায় বাঁচা হয়ে যায়!

অন্তরের তিনটি গুনাহ (গোপন গুনাহ)
১. হাসাদ (হিংসা)
কুরআন:
"তারা যদি তোমার ক্ষতিসাধনে আগ্রহী হয়, তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট।"(সূরা আল-ফালাক, ১১৩:৫)
“আমি আশ্রয় নিচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।”

হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন,"হিংসা (হাসাদ) নেক আমলকে আগুন যেমন কাঠকে ধ্বংস করে তেমনি ধ্বংস করে দেয়।"(আবু দাউদ: ৪৯০৩)

২. রিয়া (লোক দেখানো আমল)
কুরআন:
“ওইসব লোকদের দুর্ভোগ যারা নামায পড়ে কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে।”(সূরা আল-মাউন, ১০৭:৪-৬)
হাদীস:
নবী (সা.) বলেন, "সবচেয়ে ভয়ানক ছোট শিরক হলো রিয়া।"(মুসনাদ আহমাদ: ২৩৬৩০)

৩. কিবর (অহংকার/গর্ব)
কুরআন:
"আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না।"(সূরা নাহল, ১৬:২৩)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।"(সহীহ মুসলিম: ৯১)

মুখের তিনটি গুনাহ (প্রকাশ্য গুনাহ)
১. গীবত (পরনিন্দা)
কুরআন:
“তোমরা একে অন্যের গীবত করো না। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?” (সূরা হুজুরাত, ৪৯:১২)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "গীবত হলো—তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে।" (সহীহ মুসলিম: ২৫৮৯)

২. মিথ্যা বলা
কুরআন:
"আল্লাহ মিথ্যাবাদী ও গোনাহগারকে পথ দেখান না।"(সূরা আল-মুমিন, ৪০:২৮)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "মুমিন মিথ্যাবাদী হতে পারে না।"
(মুয়াত্তা ইমাম মালিক: ১৫৬১)

৩. লানত বা গালমন্দ করা
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "একজন মুমিন গালাগালকারী, লানতকারী, অশ্লীলভাষী বা কুরুচিপূর্ণ কথা বলা ব্যক্তি হতে পারে না।"(তিরমিযী: ১৯৭৭)

আল্লাহ তায়ালা আমাদেরকে এই ৬ টি গুনাহমুক্ত থাকার তাওফিক দান করুন।

13/06/2025

🌙 জুমার দিনের ৫টি গুরুত্বপূর্ণ উপদেশ (হাদীসসহ)

১. জুমার দিনে গোসল ও পরিচ্ছন্নতা:

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“জুমার দিনে প্রত্যেক বালেগ ব্যক্তির গোসল করা ওয়াজিব।”
📚 সহীহ বুখারী: ৮৭৭, সহীহ মুসলিম: ৮৪৬

২. জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা:

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা জুমার দিনই বিশেষ দিবস।”
📚 সুনান আবু দাউদ: ১৫৩১, হাকিম: ১০১৪

৩. সূরা কাহফ তিলাওয়াত করা:

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মধ্যকার সময় আলোকিত থাকবে।”
📚 সুনান দারিমি: ৩৪০৭, হাকিম: মুস্তাদরাক: ২/৩৬৮

৪. খুতবা মনোযোগ দিয়ে শোনা:

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন ইমাম খুতবা দেন, তখন তুমি যদি তোমার পাশেরকে বলো ‘চুপ করো’, তবে সেটাও অনর্থক কথা হয়ে যায়।”
📚 সহীহ বুখারী: ৯৩৩, সহীহ মুসলিম: ৮৫১

৫. দোয়ার বিশেষ মুহূর্ত (মুস্তাজাব সময়):

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন বান্দা আল্লাহর নিকট যা চায়, তা-ই কবুল হয়।”
📚 সহীহ বুখারী: ৯৩৫, সহীহ মুসলিম: ৮৫২

05/06/2025
05/06/2025

তাকবিরে তাশরিক হচ্ছে-
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ (উচ্চারণ: আল্লাহু আকবর আল্লাহু আকবর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ।)

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।

Address

Kushtia

Telephone

+8801738250551

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share