19/05/2024
আদার উপকারিতা।
মাথা ব্যাথা ও উচ্চ রক্ত চাপ কমায়।
মাতৃত্বকালীন বমি বমি ভাব কমায়।
শরিরের জয়েন্টের ব্যাথা কমায়।
শ্বেতী রোগ কিছুটা কমায়।
অফুরান প্রাণশক্তি পাওয়া যায়।
হজম শক্তি বৃদ্ধি করে।
অপারেশনের পরে কাঁচা আদা খান,দ্রুত সেরে যাবে।ঠান্ডা - সর্দিতে খুব ভালো কাজ করে আদা।