প্রকৃতির ডায়েরি।Nature’s Diary

প্রকৃতির ডায়েরি।Nature’s Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রকৃতির ডায়েরি।Nature’s Diary, Digital creator, Kushtia.

🌿 Welcome to।(প্রকৃতির ডায়েরি |Nature’s Diary) * Peace & beauty of nature in every post * Follow & feel the calmness
প্রকৃতি, জীবন এবং গল্পগুলি উপভোগ করুন। #প্রকৃতিরডায়েরি

🌹 “প্রেমও ঠিক ফুলের মতো—যত্ন করলে খুশবু ছড়ায়, অবহেলায় ম্লান হয়ে যায়।”
23/09/2025

🌹 “প্রেমও ঠিক ফুলের মতো—যত্ন করলে খুশবু ছড়ায়, অবহেলায় ম্লান হয়ে যায়।”

সাদা মানেই শুভ্রতা 🤍
23/09/2025

সাদা মানেই শুভ্রতা 🤍

গবেষণা২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই অবিবাহিত-নিঃসন্তান থাকবেনক্যারিয়ারের প্রতি বাড়তি নজর এই প্রজন্মকে অন্য দিকে টেনে ন...
23/09/2025

গবেষণা
২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই অবিবাহিত-নিঃসন্তান থাকবেন
ক্যারিয়ারের প্রতি বাড়তি নজর এই প্রজন্মকে অন্য দিকে টেনে নিতে পারে
বর্তমানে নারীরা নিজের জীবন নিয়ে বেশ সচেতন বলা যায়। সংসারের পরিবর্তে তারা ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস করছেন। বেশিরভাগ নারীর ক্ষেত্রে এখন বিবাহিত জীবন একমাত্র কাম্য নয়। কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, স্বাধীনভাবে বাঁচা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায় তা নারীদের প্রাথমিক লক্ষ্য হয়েছে।

তবে ক্যারিয়ারের প্রতি বাড়তি নজর এই প্রজন্মকে অন্য দিকে টেনে নিতে পারে। এমনটাই বলছে গবেষণা। ধারনা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই অবিবাহিত থাকবেন।

woman1

সম্প্রতি, মরগান স্ট্যানলি সমীক্ষায় উঠে এসেছে এমনই সব তথ্য। সাম্প্রতিক এই সমীক্ষা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে, ২৫ বছর থেকে ৪৪ বছর বয়সী প্রায় ৪৫ শতাংশ নারীই নিঃসন্তান ও অবিবাহিত হয়ে জীবন কাটাবেন বলে অনুমান করা হচ্ছে। আগেও মেয়েরা একা থেকেছেন। তবে সেই সংখ্যা ছিল অনেকাংশে কম।

কেন নারীরা অবিবাহিত থাকতে চাচ্ছেন?

আগের প্রজন্মের নারীদের ক্ষেত্রে, বিয়ে করা ছিল একটি সাধারণ ব্যাপার। বিয়ের বয়স হলে তাই সংসারের স্বপ্ন দেখতেন তারা। শ্বশুরবাড়ি গিয়ে সংসার সামলাতেন। কিন্তু এখন বিষয়টি পুরো উল্টো হয়ে গিয়েছে। নিজেদের সমৃদ্ধির দিকেই এখন নারীদের মূল ফোকাস। তার কারণ একটাই, অবিবাহিত স্ট্যাটাসটি মেয়েদের জন্য এখন আকর্ষণীয় হয়ে উঠছে। এর প্রবণতা এতটাই বাড়ছে যে অনেক নারীই বিবাহবিচ্ছেদের পর, পুনরায় বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ৩০-৪০ বছর বয়সী নারীদের মধ্যে ডিভোর্স দেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে।

woman2

সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও ভাবছেন নারীরা

অতীতে, নারীরা ২০ বছরে পড়তে না পড়তেই বিয়ের পিঁড়িতে বসতেন। বছর ঘুরতেই তাদের মধ্যে মা হওয়ার প্রবণতা দেখা যেত। কিন্তু এখন নারীরা সন্তান ধারণের বিষয়ে দু' বার ভাবছেন। আদৌ মা হতে চান কিনা, সে বিষয়টি পুনর্বিবেচনা করছেন।

বেশিরভাগ নারীই বিয়ে করতে চান না, থাকতে চান একা: সমীক্ষা

সন্তান গ্রহণে পরিবারের চাপ, পরিস্থিতি সামলাতে করণীয়

মা হওয়ার আদর্শ বয়স কত? বেশি বয়সে মা হতে চাইলে যেসব জটিলতা হতে পারে
কেন এমনটা হচ্ছে? নারীরা মূলত, মা হওয়ার আগে পরিবার সামলানোর চাপ, ক্যারিয়ারে আর সুযোগ আসবে কিনা এবং বাচ্চাদের লালন-পালন খরচ সামলাতে পারবেন কিনা—এসব চিন্তা করছেন। বর্তমানে এমন অসংখ্য পরিবার রয়েছে যেখানে মেয়েই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। আর্থিক দিকটা সামলানো তাদেরই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এই আর্থিক স্বাধীনতার মধ্যে নারীরা নিজেদের সুখ খুঁজে পাচ্ছেন। তাই ক্যারিয়ারেই আরও বেশি করে মনোযোগ দিতে চাইছেন।

woman3

নারীদের এই মনোভাব অর্থনীতি ও কর্মক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলবে?

অবিবাহিত, নিঃসন্তান নারীদের সংখ্যা যত বাড়বে, তা অর্থনীতিতে আরও বড় প্রভাব ফেলবে। এমনটাই আশা করা হচ্ছে। যেসব নারী বিয়ে ও সন্তান ধারণ করতে দেরি করবেন বা এড়িয়ে যাবেন, তাদের আর্থিক স্বচ্ছলতা বেশি থাকবে। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে, বিয়ে এবং সন্তান ধারণ করার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে।

সন্তানের যত্নের ক্ষেত্রে, কাজের সময় কমিয়ে দেওয়া এবং নারী ও পুরুষের বেতন সমানে সমানে নিয়ে আসা, এই বিষয়গুলো আরও গুরুত্ব পেতে পারে। এসব পরিবর্তন লিঙ্গ বৈষম্যের ব্যবধান কমাতে সাহায্য করতে পারে, মত বিশেষজ্ঞদের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ফুল শুধু হাসতেই জানে।তাই তাকে দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য। Follow প্রকৃতির ডায়েরি।Nature’s Diary
23/09/2025

ফুল শুধু হাসতেই জানে।তাই তাকে দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য। Follow প্রকৃতির ডায়েরি।Nature’s Diary

আনোয়ার টিভির এডমিনের সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টায় সময়ের গল্প ও সময় এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলেz😁কমেন...
22/09/2025

আনোয়ার টিভির এডমিনের সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টায় সময়ের গল্প ও সময় এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলেz😁

কমেন্টে লাইভ দেখুন।

কুঞ্জ লতা.... 🌸
22/09/2025

কুঞ্জ লতা.... 🌸

শুভ সকাল♥
22/09/2025

শুভ সকাল♥

একা, তবে সুন্দর।
21/09/2025

একা, তবে সুন্দর।

জীবনে কেউ পাশে থাকুক আর না থাকুক, নিজের আত্মসম্মানকে কখনও ছেড়ে দিও না।Followপ্রকৃতির ডায়েরি।Nature’s Diary
20/09/2025

জীবনে কেউ পাশে থাকুক আর না থাকুক, নিজের আত্মসম্মানকে কখনও ছেড়ে দিও না।Followপ্রকৃতির ডায়েরি।Nature’s Diary

জুম'আ বার দরুদ পাঠের বিশেষ দিন। বেশি বেশি দরুদ পাঠ করুন।দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّ...
19/09/2025

জুম'আ বার দরুদ পাঠের বিশেষ দিন। বেশি বেশি দরুদ পাঠ করুন।দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৃতির ডায়েরি।Nature’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share