FM Faizi

FM Faizi Alhamdulillah For Everything ❤️

ভালো থাকার তাগিদে মানুষ কত কিছু যে সহ্য করে!অপছন্দের খাবার খায়, অপছন্দের মানুষের পাশে বসে,অপছন্দের কথাও চুপচাপ হজম করে ন...
02/05/2025

ভালো থাকার তাগিদে মানুষ কত কিছু যে সহ্য করে!
অপছন্দের খাবার খায়, অপছন্দের মানুষের পাশে বসে,
অপছন্দের কথাও চুপচাপ হজম করে নেয়—
মুখে হাসি রাখে, যেন কিছুই হয়নি।

ভেতরটা চুপচাপ কাঁদে, অথচ বাইরের দুনিয়ায় সে ঠিকঠাক।
কারণ—ভালো থাকতে চায়, সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায়,
নিজেকে হারিয়ে ফেলে শুধু এই ভেবে—
"যদি এভাবে ওরা পাশে থাকে..."

নিজের ইচ্ছেগুলোকে আড়াল করে রাখে,
স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়,
কারও মন ভাঙবে ভেবে অনেক অপমানও গিলে নেয়।

ভালো থাকার নামে দিনের পর দিন
মানিয়ে নিতে নিতে মানুষ একদিন
নিজের সাথেই অপরিচিত হয়ে পড়ে।

মানুষের যেমন শারীরিক ও মানসিক সুস্থতা-অসুস্থতা আছে, ঠিক তেমনি সম্পর্কেরও আছে। আপনি কি একটি সুস্থ সম্পর্কে আছেন, নাকি একট...
29/04/2025

মানুষের যেমন শারীরিক ও মানসিক সুস্থতা-অসুস্থতা আছে, ঠিক তেমনি সম্পর্কেরও আছে। আপনি কি একটি সুস্থ সম্পর্কে আছেন, নাকি একটি অসুস্থ সম্পর্কে—এটা বুঝে নেওয়া খুব জরুরি।

যদি আপনার সম্পর্কে অবহেলা, দোষারোপ, অসম্মান, কিংবা অবজ্ঞার মতো বিষাক্ত উপাদান ঢুকে পড়ে, তাহলে সম্পর্কটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে।
এমন অবস্থায় দ্রুত সচেতন হওয়া জরুরি। সম্পর্কের সুস্থতা ফিরিয়ে আনতে চেষ্টা করুন। না হলে, এক সময় এই সম্পর্কের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠবে।
আর একবার যদি সম্পর্কের ভিত ভেঙে যায়, তখন সেটাকে আর আগের মতো করে তোলা খুব কঠিন হয়ে পড়ে—অনেক সময় তো সম্ভবও হয় না।

সম্পর্ক বাঁচাতে হলে, যত্ন, সম্মান এবং ভালোবাসা—এই তিনটি জিনিসকেই প্রতিদিন একটু একটু করে লালন করতে হয়।❤️

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
27/04/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

নতুন গাছের কাঁচা-মিঠা আম ❤️💚
25/04/2025

নতুন গাছের কাঁচা-মিঠা আম ❤️💚

সবার কাছে নিজেকে তু*চ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু দিব...
21/04/2025

সবার কাছে নিজেকে তু*চ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু দিবেন না।

আপনি বিনয় দেখাবেন, সে দূর্বল ভাববে।
আপনি ভদ্রতা দেখাবেন, সে পরা*জিত ভাববে।
আপনি অতিরিক্ত দিবেন, সে এটাকে অধিকার ধরে নিবে। আপনি সেল্ফ রেসপেক্টের জন্য চুপ থাকবেন, সে আপনাকে হীন ও অপ%রাধী ভাববে। আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন, সে নিজেকে বড় ভাববে।

বিনয়, ভদ্রতা, এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করতে হয়।
ভুল মানুষের জন্য দেখিয়ে নিজের আত্মসম্মানে আ%ঘাত লাগতে দিবেন না। যে মর্ম বুঝে, তাকেই মূল্যায়ন করতে হয়। আমরা ভুল মানুষকে মূল্যায়ন করে নিজের ব্যক্তিত্ব ক্ষু%ন্ন করি। তারপর বলি, মানুষ এমন কেন?

©

আমি কোনো দলের না।আমার রাজনীতি ভালোও লাগেনা...আমি মেকআপ আর্টিস্ট নই তাও আমার একটাই বাসনা আমি উনার  পার্সোনাল মেকআপ আর্টিস...
08/01/2025

আমি কোনো দলের না।আমার রাজনীতি ভালোও লাগেনা...আমি মেকআপ আর্টিস্ট নই তাও আমার একটাই বাসনা আমি উনার পার্সোনাল মেকআপ আর্টিস্ট কে হাত ধরে মেকআপ শিখাতে চাই।😐😐

 #খেজুরের_রস 😋খেজুরের রস শীতের এক অনন্য উপহার, যা প্রকৃতির স্নিগ্ধতার এক স্বাদ। মিষ্টি রসের ঘ্রাণ, ভোরের শীতল হাওয়া, আর...
07/01/2025

#খেজুরের_রস 😋

খেজুরের রস শীতের এক অনন্য উপহার, যা প্রকৃতির স্নিগ্ধতার এক স্বাদ। মিষ্টি রসের ঘ্রাণ, ভোরের শীতল হাওয়া, আর পিঠেপুলি – সব মিলে যেন শীতকে উপভোগের এক মোহনীয় সময়।❤️

প্রকৃতি💙
06/01/2025

প্রকৃতি💙

01/11/2024

ভাইরাল ডিম রেসিপি 😋😋😋

পাখি 🥰
01/11/2024

পাখি 🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FM Faizi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share