
02/05/2025
ভালো থাকার তাগিদে মানুষ কত কিছু যে সহ্য করে!
অপছন্দের খাবার খায়, অপছন্দের মানুষের পাশে বসে,
অপছন্দের কথাও চুপচাপ হজম করে নেয়—
মুখে হাসি রাখে, যেন কিছুই হয়নি।
ভেতরটা চুপচাপ কাঁদে, অথচ বাইরের দুনিয়ায় সে ঠিকঠাক।
কারণ—ভালো থাকতে চায়, সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায়,
নিজেকে হারিয়ে ফেলে শুধু এই ভেবে—
"যদি এভাবে ওরা পাশে থাকে..."
নিজের ইচ্ছেগুলোকে আড়াল করে রাখে,
স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়,
কারও মন ভাঙবে ভেবে অনেক অপমানও গিলে নেয়।
ভালো থাকার নামে দিনের পর দিন
মানিয়ে নিতে নিতে মানুষ একদিন
নিজের সাথেই অপরিচিত হয়ে পড়ে।