Shakil 001

Shakil 001 Watch my personal blogs and social awareness videos. + ("আলোর পথ" "ভালো কাজ")
WhatsApp📨 01715484542

05/09/2025

গর্ভবর্তী মায়ের সন্তান প্রসূতিকালীন সময়ে রক্তের প্রয়োজন হলে রক্তদাতাকে নিশ্চিতকরন নিমিত্বে অগ্রিম পোস্ট:
রোগীর সমস্যা👉 গর্ভবর্তী প্রসূতি (যদি রক্ত লাগে)
রক্তের গ্রুপ👉:- A+ পজেটিভ
রক্তের পরিমাণ👉:- দুই ব্যাগ
রক্তদানের তারিখ👉:- 29/09/2025 (+-)
রক্তদানের সময়👉:- নির্ধারিত নয়
রক্তদানের স্থান👉:- নগর মাতৃসদন, কুষ্টিয়া।
যোগাযোগ👉: 01715 484542(Salam Shakil)
এক্সচেঞ্জ :-- নাই
হিমোগ্লোবিন :- =9.8

ঘুম ছাড়া আর জীবনে কী আছে?
03/09/2025

ঘুম ছাড়া আর জীবনে কী আছে?

আকাশের মতো অসীম হৃদয়, ভালোবাসায় ভরা,দুঃখের মেঘ ঢাকলেও আলো খুঁজে সারা।ক্ষমার রঙে সাজায় সে জীবনের প্রতিটি দিন,স্নেহে গড়ে ত...
03/09/2025

আকাশের মতো অসীম হৃদয়, ভালোবাসায় ভরা,
দুঃখের মেঘ ঢাকলেও আলো খুঁজে সারা।
ক্ষমার রঙে সাজায় সে জীবনের প্রতিটি দিন,
স্নেহে গড়ে তোলে স্বপ্ন, করে হৃদয় বিন।

03/09/2025
বড় বাড়ি, জমকালো সাজসজ্জা বা দামী জিনিসপত্র থাকলেই শান্তি পাওয়া যায় না, বরং তাতে দুশ্চিন্তাই বেড়ে যায়। শান্তি খুঁজতে হলে ...
02/09/2025

বড় বাড়ি, জমকালো সাজসজ্জা বা দামী জিনিসপত্র থাকলেই শান্তি পাওয়া যায় না, বরং তাতে দুশ্চিন্তাই বেড়ে যায়। শান্তি খুঁজতে হলে প্রয়োজন সরলতা, সন্তুষ্টি আর আল্লাহর ওপর ভরসা। প্রকৃতির কোলে একটি ছোট্ট ঘরেও শান্তি পাওয়া যায় যদি মন প্রশান্ত থাকে। পরিবারে ভালোবাসা, পরস্পরের প্রতি সম্মান আর সৎ জীবনযাপনই শান্তির মূল চাবিকাঠি। মানুষ যত বেশি লোভ ও অহংকার থেকে দূরে থাকবে, তত বেশি শান্তি অনুভব করবে। তাই শান্তির ঠিকানা হৃদয়ের ভেতরেই, বাহ্যিক দালান-কোঠায় নয়।

Love natural
02/09/2025

Love natural

ফুল প্রকৃতির অপূর্ব সৃষ্টি। এর রঙ, সৌরভ আর কোমলতা মনকে প্রশান্তি দেয়। মানুষ আনন্দে, ভালোবাসায় ও শ্রদ্ধায় ফুল উপহার দেয়। ...
02/09/2025

ফুল প্রকৃতির অপূর্ব সৃষ্টি। এর রঙ, সৌরভ আর কোমলতা মনকে প্রশান্তি দেয়। মানুষ আনন্দে, ভালোবাসায় ও শ্রদ্ধায় ফুল উপহার দেয়। ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি জীবনের পবিত্রতা ও নির্মলতার বার্তাও বহন করে। ফুল মানুষকে শান্তি ও আশা জাগায়।

যখন সময় থমকে দাঁড়ায়, তখন মনে হয় চারপাশের সবকিছু স্তব্ধ হয়ে গেছে। সেই নীরবতায় হৃদয়ের অনুভূতিগুলো গভীরভাবে জেগে ওঠে, আর মন...
01/09/2025

যখন সময় থমকে দাঁড়ায়, তখন মনে হয় চারপাশের সবকিছু স্তব্ধ হয়ে গেছে। সেই নীরবতায় হৃদয়ের অনুভূতিগুলো গভীরভাবে জেগে ওঠে, আর মনে হয় জীবন নতুন অর্থ খুঁজে পেয়েছে।

নীরবতার মাঝে লুকিয়ে থাকে হাজারো ভাষা,মন বোঝে সেসব, মুখে আনে না আশা।
01/09/2025

নীরবতার মাঝে লুকিয়ে থাকে হাজারো ভাষা,
মন বোঝে সেসব, মুখে আনে না আশা।

01/09/2025

সেই মানবতার দেশ একটি পাখি মাঠে ডিম পেরেছে, তাই ঐ মাঠের খেলা স্থগিত করে মানবিক হয়েছেন। কিন্তু ঐদিকে বদমাইশরা ফি শিশু মা*রছে তাদের সমর্থন দেয়। এহলো মানবিক দেশ।

Love flower
31/08/2025

Love flower

Good moment
30/08/2025

Good moment

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil 001:

Share