Shafi Islam

Shafi Islam হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করো এবং আমাদের তৌফিক দাও যেন আমরা তোমার প্রিয় বান্দা হতে পারি। আমীন!
(16)

প্রকৃতির মাঝে মুক্তির অনুভূতিসবুজ ধানের মাঠের মাঝে, শান্ত প্রকৃতির ছোঁয়ায় এক টুকরো প্রশান্তি।নতুন গন্তব্যের খোঁজে, নিজেক...
28/04/2025

প্রকৃতির মাঝে মুক্তির অনুভূতি
সবুজ ধানের মাঠের মাঝে, শান্ত প্রকৃতির ছোঁয়ায় এক টুকরো প্রশান্তি।
নতুন গন্তব্যের খোঁজে, নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রায় সঙ্গী আমার বিশ্বাস আর প্রিয় বাইক।
জীবনের গতিতে কখনো কখনো থেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাটাই সবচেয়ে বড় পাওয়া।
নিজেকে সময় দিন, প্রকৃতির সাথে হারিয়ে যান।

"রাতে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করে এবং তা তার জন্য নির্ধারিত থাকে,...
26/04/2025

"রাতে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করে এবং তা তার জন্য নির্ধারিত থাকে, তবে আল্লাহ তা তাকে অবশ্যই প্রদান করেন।"
(সহীহ বুখারী: ১১৫৪, সহীহ মুসলিম: ৭৫৭)

"হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না।"
24/04/2025

"হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না।"

“যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার খারাপ কাজগুলোকে ভাল কাজে পরিবর্তন করে দেন।”
19/04/2025

“যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার খারাপ কাজগুলোকে ভাল কাজে পরিবর্তন করে দেন।”

"রাতের শেষ অংশে আমাদের প্রভু (আল্লাহ) দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন: ‘কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? ...
17/04/2025

"রাতের শেষ অংশে আমাদের প্রভু (আল্লাহ) দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন: ‘কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?’"
– (সহীহ বুখারী: ১১৪৫, সহীহ মুসলিম: ৭৫৮)

"জাহান্নামকে এমনভাবে ঘিরে রাখা হয়েছে খেয়াল-খুশির জিনিস দ্বারা, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টকর বিষয় দ্বারা।"    ...
16/04/2025

"জাহান্নামকে এমনভাবে ঘিরে রাখা হয়েছে খেয়াল-খুশির জিনিস দ্বারা, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টকর বিষয় দ্বারা।"





শুভ জন্মদিন শেখ আয়ান আহম্মেদ!আজ আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার একমাত্র পুত্র আয়ান আহম্মেদের ৮ম জন্মদিন।৮ বছর আগে ...
14/04/2025

শুভ জন্মদিন শেখ আয়ান আহম্মেদ!
আজ আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার একমাত্র পুত্র আয়ান আহম্মেদের ৮ম জন্মদিন।

৮ বছর আগে আজকের এই দিনে তুমি আমাদের জীবনে এসেছিলে আলোর ঝলকানি হয়ে। তোমার প্রতিটি হাসি, প্রতিটি কৌতূহল, আর ছোট ছোট সাফল্যগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে ওঠে।

তোমার চোখে আমি দেখি স্বপ্নের দীপ্তি, তোমার কথায় পাই ভবিষ্যতের আশা।
তুমি যেমন প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছো, তেমনই আমাদের ভালোবাসাও তোমার প্রতি বেড়ে চলেছে সীমাহীনভাবে।

আয়ান, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সঠিক পথ দেখাক, জ্ঞানী ও সদাচারী মানুষ হিসেবে গড়ে তুলুক – এই দোয়া করছি সবসময়।
শুভ হোক তোমার জীবন, রঙিন হোক প্রতিটি দিন।

শুভ জন্মদিন আমার প্রিয় আয়ান!
ভালোবাসা ও আশীর্বাদ তোমার জন্য অফুরান।

"একজন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। সুতরাং তোমাদের কেউ যেন দেখে নেয়, সে কাকে বন্ধু বানাচ্ছে।"
13/04/2025

"একজন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। সুতরাং তোমাদের কেউ যেন দেখে নেয়, সে কাকে বন্ধু বানাচ্ছে।"

হে আল্লাহ, আমি আন্তরিকভাবে আমার অতীতের সকল গুনাহের জন্য অনুতপ্ত এবং বিনীত হৃদয়ে আপনার দিকে ফিরে আসছি। আমার সকল ত্রুটি ক্...
09/04/2025

হে আল্লাহ, আমি আন্তরিকভাবে আমার অতীতের সকল গুনাহের জন্য অনুতপ্ত এবং বিনীত হৃদয়ে আপনার দিকে ফিরে আসছি। আমার সকল ত্রুটি ক্ষমা করুন এবং আমার আত্মাকে পবিত্র করুন। আমার জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দিন, যেন তা আপনার রহমত ও হিদায়াতে ভরা এক শুভ সকালের মতো হয়। হে আল্লাহ, আমার তওবা কবুল করুন এবং আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। আমিন।

"একজন ব্যক্তি যদি তার পিতা-মাতাকে বৃদ্ধাবস্থায় পায় এবং তারপরও জান্নাতে প্রবেশ করতে না পারে, তবে সে ধ্বংস হোক!"
08/04/2025

"একজন ব্যক্তি যদি তার পিতা-মাতাকে বৃদ্ধাবস্থায় পায় এবং তারপরও জান্নাতে প্রবেশ করতে না পারে, তবে সে ধ্বংস হোক!"

“হে আমার বান্দারা! আমি নিজের ওপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও এটাকে হারাম করেছি। অতএব, তোমরা একে অপরের প্রতি জ...
07/04/2025

“হে আমার বান্দারা! আমি নিজের ওপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও এটাকে হারাম করেছি। অতএব, তোমরা একে অপরের প্রতি জুলুম কোরো না।”

المُصَوِّرআল-মুসাব্বির"রূপদানকারী", "সৃষ্টিকে নিখুঁত আকৃতি ও সৌন্দর্য প্রদানকারী।
06/04/2025

المُصَوِّر
আল-মুসাব্বির
"রূপদানকারী", "সৃষ্টিকে নিখুঁত আকৃতি ও সৌন্দর্য প্রদানকারী।

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Shafi Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category