03/12/2025
আমাদের মত এত খারাপ জাতি পৃথিবীতে আর এক পিচ ও মনে হয় আল্লাহ তৈরি করি নাই। পোশাক -আশাকেই শালীন হয়লেই শালীন বলা চলে না।আমাদের থেকে পশ্চিমারা ভালো ওরা অন্তত এইসব ছেসরামো করে না।
এমন এক দেশে বাস করি—
ঘর থেকে বেরোলে দারোয়ান হাসে না, শুধু টাকার ভাষা বোঝে।
বুয়া সুযোগ পেলে কোপ দেয়, দোকানিরা একই জিনিসে ভিন্ন দামে ঠকে।
রিক্সাওয়ালার মুখ কালো হয়ে যায় ভাড়া কম বললে।
মাছের দোকানে পচা মাছ তাজা বলে,
কাঁচা বাজারে ওজন, পানি, চালাকি—সব মিলিয়ে এক প্রতারণার উৎসব।
মেডিসিন দোকানে ভেজাল–আসল বুঝতে ভাগ্যের ওপর ভরসা।
কসমেটিক্সে কেমিক্যাল,
খাদ্যে ভেজাল—শিশু-বৃদ্ধ, মুসলিম-হিন্দু—কাউকেই রেহাই নেই।
হাসপাতালে সেবা পেতে দালাল, আয়া, বয়ের খুশি করা জরুরি।
রক্তেও ভেজাল, লাশ পরিবহনে সিন্ডিকেট।
রাস্তা-ঘাট—ছিনতাই, খুন, ধর্ষণ;
ঘর—চোর-ডাকাত।
মানুষকে দেখলেই সন্দেহ হয়; সবাইকে মনে হয় অপরাধী।
পুলিশকে দেখতেও ভয়,
বিচার চাইতে গেলে পকেট খালি করতে হয়।
যে ভরায় সে-ই নিরাপদ—নইলে তুমি টার্গেট।
তবুও এত নেগেটিভিটি, এত স্ট্রেসের মাঝেও বেঁচে আছি—
এটাই আল্লাহর এক বড় মিরাকেল, এক নিয়ামত।
চিত্র: খেজুর/আখের গুড়—রসে নেই খেজুর-আখের গন্ধ,
আঠা-আটা-কেমিক্যালে বানানো মিষ্টি।
কারিগরের নেই অনুশোচনা, নেই অপরাধবোধ;
সবাই শুধু শর্টকার্টে টাকা চায়—
মনে হয় যেন কেউই মরবে না, কারও কবর নেই।
(copy post)