Ashik Everywhere

Ashik Everywhere (আমি ঘুরি, দেখি, ভিডিও করি আর বলে যাই গল্প। –
যেখানে প্রতিটি দৃশ্যের পিছনে একটা শিক্ষা আছে।”)

পেজটি ভালোলাগলে অবশ্যই ফলো করুন❤️

🌿 "প্রকৃতি কখনো ব্যস্ত নয়, তবুও সব কিছু সময়মতো ঘটে যায়। শেখার মতো অনেক কিছু আছে এই নিরব সবুজের কাছে।" 🌳                 ...
03/07/2025

🌿 "প্রকৃতি কখনো ব্যস্ত নয়, তবুও সব কিছু সময়মতো ঘটে যায়। শেখার মতো অনেক কিছু আছে এই নিরব সবুজের কাছে।" 🌳









আমার বিল্লু❤️💖
03/07/2025

আমার বিল্লু❤️💖









29/06/2025

✅ ফেসবুক কীভাবে আয় করে?

১. বিজ্ঞাপন (Advertising) থেকে আয়

ফেসবুকের মূল ইনকামের উৎস হলো বিজ্ঞাপন।

ছোট-বড় কোম্পানি, ব্যবসা, অনলাইন শপ — সবাই ফেসবুকে টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়।

যেমন: Boost Post, Sponsored Ads, Video Ads ইত্যাদি।

তুমি যখন ফেসবুকে স্ক্রল করো, মাঝেমধ্যে যে “Sponsored” লেখা আসে — ওগুলোই বিজ্ঞাপন।

২. অ্যাপস ও পরিষেবা থেকে আয়

Instagram, Messenger, WhatsApp — এগুলোও Meta-র মালিকানাধীন।

ইনস্টাগ্রামেও প্রচুর বিজ্ঞাপন চলে।

এছাড়া Meta অনেক Virtual Reality (VR) প্রোডাক্ট বিক্রি করে (যেমন: Meta Quest headset)।

৩. ডেটা অ্যানালিটিক্স (পরোক্ষভাবে আয়)

ফেসবুক ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ, বয়স, অবস্থান ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপনদাতাদের কাছে “টার্গেটেড” বিজ্ঞাপন বিক্রি করে। এতে বিজ্ঞাপনদাতারা বেশি টাকা খরচ করতে রাজি হয়।

---

✅ ফেসবুক কত টাকা আয় করে?

এখন একেবারে সাম্প্রতিক হিসাব (২০২৪ সালের শেষের দিকে) থেকে ধারণা দেই:

২০২৪ সালে Meta (Facebook, Instagram, WhatsApp ইত্যাদি মিলে) মোট আয় করেছে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার (১ লাখ ৩৫ হাজার কোটি ডলার)।

এর মধ্যে ৯৭-৯৮% আয় এসেছে বিজ্ঞাপন থেকে।

মাসিক হিসেবে ধরলে, গড়ে প্রায় ১১-১২ বিলিয়ন ডলার আয়।

বাংলাদেশি টাকায় ধরলে (প্রতি ডলার ~১১০ টাকা)
→ মাসিক আয় প্রায় ১,২০০ থেকে ১,৩০০ বিলিয়ন টাকা (১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি)।

অর্থাৎ বিশাল অঙ্কের আয়!

---

✅ ফেসবুকের খরচ কত?

অর্থ উপার্জন যেমন বেশি, খরচও অনেক। বড় খরচের জায়গাগুলো:

১. ডেটা সেন্টার খরচ

কোটি কোটি ছবি, ভিডিও, মেসেজ স্টোর করতে সার্ভার লাগে।

বিদ্যুৎ, কুলিং, নিরাপত্তা — এই খাতে প্রচুর খরচ হয়।

২. স্টাফদের বেতন

Meta-তে প্রায় ৭৫,০০০ এর বেশি কর্মী আছে।

প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট — এদের বেতন অনেক বেশি।

৩. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D)

নতুন ফিচার, AI, মেটাভার্স— এগুলোতে বিলিয়ন ডলার খরচ হয়।

৪. বিজ্ঞাপন, মার্কেটিং, লিগ্যাল খরচ

বিভিন্ন দেশে আইনগত ঝামেলা সামলাতেও বড় খরচ হয়।

২০২৪ সালে Meta-এর মোট খরচ ছিল প্রায় ৯০-৯৫ বিলিয়ন ডলার।
→ মাসিক খরচ গড়ে ৭.৫-৮ বিলিয়ন ডলার।

ChatGpt -কে প্রশ্ন করেছিলাম,তোমাদের ইনকাম কি ভাবে হয়,বাকি টা ইতিহাস😬📌 বিষয়ঃ “AI ফ্রি হলেও কোম্পানি এত টাকা ইনকাম করে কীভ...
27/06/2025

ChatGpt -কে প্রশ্ন করেছিলাম,তোমাদের ইনকাম কি ভাবে হয়,বাকি টা ইতিহাস😬

📌 বিষয়ঃ “AI ফ্রি হলেও কোম্পানি এত টাকা ইনকাম করে কীভাবে?”
--

🤖 অনেকেই ভাবে —
“ChatGPT তো ফ্রিতে ব্যবহার করি, তাহলে কোম্পানির আয় কোথা থেকে আসে?”

ভাই, ফ্রি জিনিস দিয়ে যে কোটি কোটি ডলার ইনকাম করা যায় — AI তার জ্বলন্ত প্রমাণ! 🔥

চলো একনজরে দেখে নিই OpenAI (ChatGPT-এর মালিক) কিভাবে টাকা কামায় ⬇️

---

💰 ১. Plus Subscription
অনেকে প্রতি মাসে $20 ডলার দিয়ে ChatGPT Plus নেয়।
বিনিময়ে তারা পায় আরো স্মার্ট আর ফাস্ট সার্ভিস।
লাখ লাখ ইউজার মানেই কোটি টাকার ইনকাম শুধু এখান থেকেই!

---

💼 ২. API Business
বড় বড় অ্যাপ যেমন Snapchat, Duolingo, Notion —
AI কিনে নেয় নিজের অ্যাপে ব্যবহার করার জন্য।
মানে ChatGPT ভিতরে ঢুকে গেছে!

---

🤝 ৩. Microsoft-এর সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি
Microsoft প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে OpenAI-তে।
তাদের Word, Excel, Bing — সব জায়গায় এখন ChatGPT-এর বুদ্ধি!

---

🏢 ৪. Custom AI Service
বড় কোম্পানিগুলো AI দিয়ে কাস্টমার সার্ভিস, রিপোর্ট লেখা, মেইল রিপ্লাই — সব কিছু করিয়ে নিচ্ছে।
OpenAI এভাবেও আয় করছে বিশাল অঙ্কের টাকা।

---

🔍 শেষ কথা:
তুমি হয়তো ফ্রিতে ইউজ করছো,
কিন্তু ওপাশে কোম্পানিগুলো AI দিয়ে কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে।

AI এখন শুধু প্রযুক্তি না – এটা একটা "বাজারের রাজা"। 👑

---

📌 #টেক_তথ্য #আয়ের_পেছনের_গল্প

হিজরি সাল বা ইসলামি সাল গণনা শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হিজরত (মক্কা থেকে মদিনায় গমন) থেকে। এই সাল গণনা চাঁদে...
27/06/2025

হিজরি সাল বা ইসলামি সাল গণনা শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হিজরত (মক্কা থেকে মদিনায় গমন) থেকে। এই সাল গণনা চাঁদের উপর নির্ভর করে, তাই একে চন্দ্র সালও বলা হয়।

✅ একটি হিজরি বছরে থাকে ১২টি মাস, যেমন: মহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি।
✅ বছর শুরু হয় মহররম মাস দিয়ে এবং শেষ হয় জিলহজ মাসে।
✅ হিজরি সাল মোটামুটি ১০-১১ দিন করে গ্রেগরিয়ান (ইংরেজি) সালের চেয়ে ছোট।

🔹 ২০২৫ সালে আমরা প্রবেশ করেছি ১৪৪৭ হিজরি সনে।
এই নতুন সাল আমাদের মনে করিয়ে দেয় আত্মশুদ্ধি, কৃতকর্ম বিশ্লেষণ, তওবা ও দোয়ার গুরুত্ব।

---

🌙 “আল্লাহ আমাদের আগামী দিনগুলোকে আরও হিদায়েতপূর্ণ ও বরকতময় করে দিন” – আমিন 🤲

#হিজরিনতুনসাল #ইসলামিকইয়ার #নতুনশুরু #মহররম

📱 স্মার্টফোন আসক্তি: নীরব বিপদ!আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অংশ হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত ব্যবহারে আমরা অজান্তেই ...
25/06/2025

📱 স্মার্টফোন আসক্তি: নীরব বিপদ!

আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অংশ হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত ব্যবহারে আমরা অজান্তেই হারিয়ে ফেলছি অনেক কিছু।

🔹 প্রতিদিন গড়ে ৪ ঘণ্টারও বেশি সময় আমরা স্ক্রিনে কাটাই।
🔹 ৫০% মানুষ ঘুমের সমস্যা ভোগ করেন ফোনের কারণে।
🔹 ৮০% টিনএজার আগের যুগের তুলনায় অনেক কম বই পড়ে।
🔹 ৬০% প্রাপ্তবয়স্ক স্বীকার করেন তারা ফোনে খুব বেশি সময় দেন।

🧠 ফোন দরকার, কিন্তু সীমার মধ্যে। একটু সচেতন হলেই আমরা বাঁচাতে পারি সময়, মনোযোগ আর স্বাভাবিক জীবনযাপন।

👉 আজ থেকেই সীমা টানুন। ফোনকে নয়, জীবনকে সময় দিন।

#জ্ঞানমূলকপোস্ট

ঠান্ডা হাওয়ায় মেঘে ঢাকা আকাশ,মনের ভেতরেও যেন জমে আছে একরাশ নীরবতা। ❄️🌥️🌬️       #আজকেরদিন  #শান্তআবহাওয়া
25/06/2025

ঠান্ডা হাওয়ায় মেঘে ঢাকা আকাশ,
মনের ভেতরেও যেন জমে আছে একরাশ নীরবতা। ❄️🌥️🌬️
#আজকেরদিন #শান্তআবহাওয়া

জীবন উৎচ্ছন্নে গেলেও … .       আমি দাঁত মেলাতেই থাকবো……🤡
24/06/2025

জীবন উৎচ্ছন্নে গেলেও … .
আমি দাঁত মেলাতেই থাকবো……🤡










22/06/2025

Farewell felicitation -2025 Department of English ---Echobard-60❤️

17/06/2025

"জীবন এক দীর্ঘ রেললাইন—গন্তব্যে পৌঁছাতে হলে অপেক্ষা, ধৈর্য আর সঠিক সময়ের প্রয়োজন।"

লালন শাহ মাজার---
17/06/2025

লালন শাহ মাজার---









Address

Kushtia, Khulna
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Everywhere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category