29/06/2025
✅ ফেসবুক কীভাবে আয় করে?
১. বিজ্ঞাপন (Advertising) থেকে আয়
ফেসবুকের মূল ইনকামের উৎস হলো বিজ্ঞাপন।
ছোট-বড় কোম্পানি, ব্যবসা, অনলাইন শপ — সবাই ফেসবুকে টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়।
যেমন: Boost Post, Sponsored Ads, Video Ads ইত্যাদি।
তুমি যখন ফেসবুকে স্ক্রল করো, মাঝেমধ্যে যে “Sponsored” লেখা আসে — ওগুলোই বিজ্ঞাপন।
২. অ্যাপস ও পরিষেবা থেকে আয়
Instagram, Messenger, WhatsApp — এগুলোও Meta-র মালিকানাধীন।
ইনস্টাগ্রামেও প্রচুর বিজ্ঞাপন চলে।
এছাড়া Meta অনেক Virtual Reality (VR) প্রোডাক্ট বিক্রি করে (যেমন: Meta Quest headset)।
৩. ডেটা অ্যানালিটিক্স (পরোক্ষভাবে আয়)
ফেসবুক ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ, বয়স, অবস্থান ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপনদাতাদের কাছে “টার্গেটেড” বিজ্ঞাপন বিক্রি করে। এতে বিজ্ঞাপনদাতারা বেশি টাকা খরচ করতে রাজি হয়।
---
✅ ফেসবুক কত টাকা আয় করে?
এখন একেবারে সাম্প্রতিক হিসাব (২০২৪ সালের শেষের দিকে) থেকে ধারণা দেই:
২০২৪ সালে Meta (Facebook, Instagram, WhatsApp ইত্যাদি মিলে) মোট আয় করেছে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার (১ লাখ ৩৫ হাজার কোটি ডলার)।
এর মধ্যে ৯৭-৯৮% আয় এসেছে বিজ্ঞাপন থেকে।
মাসিক হিসেবে ধরলে, গড়ে প্রায় ১১-১২ বিলিয়ন ডলার আয়।
বাংলাদেশি টাকায় ধরলে (প্রতি ডলার ~১১০ টাকা)
→ মাসিক আয় প্রায় ১,২০০ থেকে ১,৩০০ বিলিয়ন টাকা (১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি)।
অর্থাৎ বিশাল অঙ্কের আয়!
---
✅ ফেসবুকের খরচ কত?
অর্থ উপার্জন যেমন বেশি, খরচও অনেক। বড় খরচের জায়গাগুলো:
১. ডেটা সেন্টার খরচ
কোটি কোটি ছবি, ভিডিও, মেসেজ স্টোর করতে সার্ভার লাগে।
বিদ্যুৎ, কুলিং, নিরাপত্তা — এই খাতে প্রচুর খরচ হয়।
২. স্টাফদের বেতন
Meta-তে প্রায় ৭৫,০০০ এর বেশি কর্মী আছে।
প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট — এদের বেতন অনেক বেশি।
৩. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D)
নতুন ফিচার, AI, মেটাভার্স— এগুলোতে বিলিয়ন ডলার খরচ হয়।
৪. বিজ্ঞাপন, মার্কেটিং, লিগ্যাল খরচ
বিভিন্ন দেশে আইনগত ঝামেলা সামলাতেও বড় খরচ হয়।
২০২৪ সালে Meta-এর মোট খরচ ছিল প্রায় ৯০-৯৫ বিলিয়ন ডলার।
→ মাসিক খরচ গড়ে ৭.৫-৮ বিলিয়ন ডলার।