Neha & Nabil

Neha & Nabil একদিন ঠিক তোমার স্বপ্ন সত্যি হবে, শুধু হাল ছেড়ো না। ❤️

প্রতিটি সকাল যেন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যায়। শুভ সকাল, স্বপ্নবাজ মানুষেরা!
29/07/2025

প্রতিটি সকাল যেন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যায়। শুভ সকাল, স্বপ্নবাজ মানুষেরা!

26/07/2025

আমরা নাকি যেমন ব্যবহার অন্যদের সাথে করি অন্যরাও আমাদের সাথে তেমন আচরন করে! আপনি ভালো ব্যবহার করলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে কথাটা নিছকই মিথ্যা।

আজকাল বেশি ভাগ মানুষই ভালো ব্যবহার করাকে দুর্বলতা মনে করে পক্ষান্তরে খারাপ ব্যবহার/কঠোরতা/গাম্ভীর্যতাকে পুরুষত্ব মনে করে। হায় আফসোস!

25/07/2025

বাচ্চাদের হাসি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র সুর, যা ক্লান্ত হৃদয়কেও মুহূর্তেই প্রশান্ত করে।

21/07/2025

সন্তানের একটু কষ্ট যেখানে বাবা মা সহ্য করতে পারে না সেখানে কত মায়ের সন্তান আজ আগুনে পুড়ছে।
আল্লাহ আমাদের এই সন্তানদের রক্ষা কর, সেই সাথে মা-বাবাদের এই বিপদে ধৈর্য ধারনের শক্তি দান কর।
সেই সাথে ধিক্কার জানায় এই বিমান বাহিনীর প্রতি, যারা জনবহুল স্থানে বিমান প্রশিক্ষণের মতো ঝুঁকি পূর্ণ কাজ করেছে। কি আশ্চর্য, আজ আমরা নিরাপদ স্থানেও নিরাপদ না।

“একজন বাবাই মেয়ের জীবনের সেই ব্যক্তি, যার কাছে সে কখনো বড় হয় না! 👶❤️”
21/07/2025

“একজন বাবাই মেয়ের জীবনের সেই ব্যক্তি, যার কাছে সে কখনো বড় হয় না! 👶❤️”

“সন্তান যখন হাসে, তখন মনে হয় পৃথিবীর সব দুঃখ দূর হয়ে গেছে।”
20/07/2025

“সন্তান যখন হাসে, তখন মনে হয় পৃথিবীর সব দুঃখ দূর হয়ে গেছে।”

আমি হয়তো তোকে সবসময় কোলে করে রাখতে পারব না, কিন্তু হৃদয়ে সবসময় তোকে আগলে রাখব।"
19/07/2025

আমি হয়তো তোকে সবসময় কোলে করে রাখতে পারব না, কিন্তু হৃদয়ে সবসময় তোকে আগলে রাখব।"

14/07/2025

ভুল ট্রেনে উঠে গেলে যত তাড়াতাড়ি সম্ভব কাছের ষ্টেশনে নেমে যাওয়া উচিৎ, তা না হলে সফর যত লম্বা হবে ফিরে আসা তত বেশি কঠিন হবে।

একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইন্টারভিউয়ের করুণ গল্প (পড়তে ৫ মিনিট সময় লাগবে)জুন ২০২৫-এর শেষ সপ্তাহ, রাজশাহী বিশ্ববিদ্য...
14/07/2025

একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইন্টারভিউয়ের করুণ গল্প (পড়তে ৫ মিনিট সময় লাগবে)

জুন ২০২৫-এর শেষ সপ্তাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কলা অনুষদের ২০২৪-২৫ সেশনের এক ছাত্রীর ইন্টারভিউ নিচ্ছিলাম। কথোপকথনের মধ্য দিয়ে উঠে এলো তার জীবনসংগ্রামের মর্মস্পর্শী চিত্র:

আমি: কেমন আছো?
ছাত্রী: ভালো আছি স্যার।

আমি: তোমার বাসা কোথায়?
ছাত্রী: বেনাপোল, যশোর

আমি: বাবা কী করেন?
ছাত্রী: ভ্যান চালান।

আমি: কী ধরনের ভ্যান? অটো না প্যাডেল ভ্যান?
ছাত্রী: পায়ে চালান স্যার।

আমি: দিনে কত টাকা পান?
ছাত্রী: সবদিন সমান না স্যার। কখনো ১৫০, কখনো ২০০ টাকা।

আমি: কয় ভাইবোন?
ছাত্রী: ৩ ভাইবোন, আমিই বড়।

আমি: কোথায় থাকো?
ছাত্রী: মেসে থাকি স্যার। হলে সিট থার্ড ইয়ারের আগে পাবো না।

আমি: মেসে ভাড়া কত?
ছাত্রী: ৫৫০ টাকা। ২ মাসের টাকা বাকী আছে স্যার।

আমি: কী বলো! রাজশাহীতে মেয়েদের মেসের ভাড়া তো কমপক্ষে ১২০০ থেকে ১৫০০ টাকা, সেটাও টিনের ঘর। তুমি কিভাবে ৫৫০ টাকায় থাকো?
ছাত্রী: স্যার, আমি আসলে মেসের ছাদে একটা টিনের রুমে থাকি, যেখানে পুরানো ভাঙা জিনিস রাখে। তার পাশে একটা চৌকি পেতে থাকি।

আমি: খাওয়া-দাওয়া কোথায় করো? রান্না করো নাকি মেসে খাও?
ছাত্রী: স্যার, নিজে রান্না করি খাই।

আমি: কাল কী রান্না করেছ?
ছাত্রী: আজকে ২ দিন রান্না করিনি স্যার।

আমি: তাহলে আজ কী খেয়েছ? (তখন দুপুর ৩টা)
ছাত্রী: কিছু খাইনি স্যার।

আমি: গতকাল রাতে কী খেয়েছ?
ছাত্রী: কিছু না। গতকাল বিকেলে চা আর বিস্কুট খেয়েছি। রাতে খাইনি।

আমি: গতকাল দুপুরে?
ছাত্রী: কিছু না স্যার।

আমি: গতকাল সকালে?
ছাত্রী: স্যার, আগের দিনে ভাত রান্না করেছিলাম, কিছু ভাত রেখেছিলাম। সকালে দেখি পচে গেছে। ওই ভাতটা একটা ঝাল (কাঁচা মরিচ) দিয়ে খেয়েছি।

আমি: এখন গিয়ে কী খাবে?
ছাত্রী: চা আর বিস্কুট।

আমি: কেন? অসুস্থ হবে না?
ছাত্রী: স্যার, আমি বেশিরভাগ দিনে তাই খাই। আমাদের একটা চায়ের দোকান ছিলো, এইগুলো খেয়েই আমরা দিন পার করতাম। তাই অভ্যাস হয়ে গেছে।

আমি: প্রতিমাসে থাকা খাওয়া ও।পড়াশোনায় তোমার কত টাকা লাগে?
ছাত্রী: ১৫০০ থেকে ১৮০০ টাকা।

আমি: বাবা কত দেয় মাসে?
ছাত্রী: যখন যা লাগে দেয়।

আমি: একসাথে দেয়?
ছাত্রী: না। কখনো ২০০ টাকা, কখনো ১০০ টাকা করে পাঠায়।

আমি: শেষ কবে ভালো করে (পেট ভরে) খেয়েছ?
ছাত্রী: স্যার, পেট ভরে খেলে আমার পেটে ব্যথা হয়, বমি হয়। তাই খাই না।
আমি: তোমার মা-বাবা কেমন আছে?
ছাত্রী: মা-বাবা দুইজনই অনেক অসুস্থ। নিজেরা ডাক্তারের কাছে যায় না, ওষুধ খায় না। ভালো একটা তরকারি-মাছ কিনে না।

আমি: তুমি পড়াশোনা কেন করছ? পড়াশোনা না করে বিয়ে-শাদি করলে বাবার একটু চাপ কমতো।
ছাত্রী: স্যার, আমার বাবার স্বপ্ন যেন আমি ভালো কিছু করি। উনি বলেছেন, রক্ত বিক্রি করে হলেও আমাকে পড়াবেন।

এরপর আমি ছাত্রীর বাবাকে কল করি

বাবার সাথে ফোনালাপ:
আমি: সালাম, আপনি কেমন আছেন? আমি আপনার মেয়ের বিশ্ববিদ্যালয় থেকে কথা বলার জন্য ফোন দিয়েছি।
বাবা: জ্বি, আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ রাখছেন ভালো।

আমি: আপনি কোথায় আছেন?
বাবা: আমি রাস্তায়, ভ্যানে, বাড়ি যাচ্ছি।

আমি: আপনি কী করেন?
বাবা: আমি ভ্যান চালাই।

আমি: পায়ের ভ্যান নাকি মোটর ভ্যান?
বাবা: পায়ের ভ্যান। এতো টাকা পামু কই মোটর লাগাইতে? এমনি কিস্তির টাকা শেষ হয় না।

আমি: আপনি কি ভ্যানে মাল টানেন নাকি মানুষ?
বাবা: মানুষ স্যার। কিন্তু এখন আর লোকজন আমার ভ্যানে উঠতে চায় না। রোদে গরম লাগে, বৃষ্টিতে ভিজে যায়।

আমি: আজকে কত টাকা রোজগার হল?
বাবা: ১৩০ টাকা। সেটা দিয়ে গরুর গোস্ত কিনছি। অনেক দিন বাসায় বাচ্চারা গোস্ত নিয়ে যেতে বলে, পারিনি তাই আজকে কিনলাম।

আমি: কতটুকু দিলো ১৩০ টাকার?
বাবা: ১২০ টাকার কিনেছি, ১০ টাকার মসলা। মোট ৪ টুকরা হলো, তার মধ্যে ১টা হাড়। বাসায় সবাই এক টুকরা করে পাবে। সাথে আলু দিয়ে ঝোল হবে।

আমি আর কান্না চেপে রাখতে না পেরে কল কেটে দিলাম, কিছু না বলেই। সেদিন রাতে আল্লাহর কাছে অভিযোগ নিয়ে অনেক কেঁদেছি।

Copy- somewherein RU

সবাই নিজেকে সুন্দর দেখাতে আয়না পরিষ্কার করে! কিন্তু মনের ময়লা পরিষ্কার যে বেশি জরুরী সেটা কয়জন বুঝে।
13/07/2025

সবাই নিজেকে সুন্দর দেখাতে আয়না পরিষ্কার করে! কিন্তু মনের ময়লা পরিষ্কার যে বেশি জরুরী সেটা কয়জন বুঝে।

12/07/2025

অন্ধকার আসবেই, তার মধ্য দিয়েই আলো খুঁজতে হবে। -সুকান্ত ভট্টাচার্য।

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Neha & Nabil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share