Ethu's Dream

Ethu's Dream The more happiness in life as much as the needs of life.. (জীবনে চাহিদা যত কম, সুখ ততই বেশি)...

মৌসুম অনুযায়ী ফল এবং সব্জি স্বাস্থ্যের জন্য অধিক উপযোগী।
18/05/2025

মৌসুম অনুযায়ী ফল এবং সব্জি স্বাস্থ্যের জন্য অধিক উপযোগী।

17/05/2025
16/05/2025

বৃষ্টি

14/05/2025

কিফারাহ বলে একটা শব্দ আছে।রুহের হায় এর হিসাব!

অবিচার,বেঈমানি,অত্যাচার,কষ্ট,অন্যায় এর যখন বিচার করা যায় না, কোথাও বিচার দেয়াও যায় না, তখন শুধু সৃষ্টিকর্তার কাছে বিচার দিতে হয়। অথবা নিজে বিচার না দিলেও রুহের হায় লেগে যায়।

ইসলাম আমাদের মনে করিয়ে দেয় এক সুন্দর ব্যাপার—'কিফারাহ'।
অনেকে বলে "কার্মা"—কিন্তু কিফারাহ তার চেয়েও গভীর।

এটা আল্লাহর পক্ষ থেকে বলা, "আমি দেখেছি, তুমি কী সহ্য করেছো জানি। আমি আছি। আমি বিচার করব।"

আপনার কিছুই প্রমাণ করতে হবে না। কাউকে বোঝাতে হবে না আপনি কতটা কষ্ট পেলেন।
কারণ আপনি যা হারিয়েছেন, তার চেয়েও বেশি কিছু আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন।

শান্তি আসবে। আরোগ্য আসবে। ন্যায় আসবে।অন্যায় হলে বিচারও আসবে।
আল্লাহর সময়ে, আল্লাহর নিয়মে।

ধৈর্য্য ধরে সে সময় পার করতে হবে
আর বিশ্বাস করতে হবে-আপনার সেই নীরব কষ্টগুলোও আল্লাহ দেখেছেন।

তাই আল্লাহর উপর সব ছেড়ে দেই এখন।।

লেখা : সংগৃহীত

“ফজরের নামাজ দিনকে সুন্দর করে তোলে।”আলহামদুলিল্লাহ।            ゚viralシfypシ゚viralシalシ
23/03/2025

“ফজরের নামাজ দিনকে সুন্দর করে তোলে।”আলহামদুলিল্লাহ।
゚viralシfypシ゚viralシalシ

আল্লাহ আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।
21/03/2025

আল্লাহ আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।

রোজা একটি ঢালস্বরূপ, যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। -(তিরমিজি)
20/03/2025

রোজা একটি ঢালস্বরূপ, যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। -(তিরমিজি)

আল্লাহর রহমত কখনো শেষ হয় নাশুধু আমাদের বিশ্বাসের ঘাটতি হয়!!🌻
19/03/2025

আল্লাহর রহমত কখনো শেষ হয় না
শুধু আমাদের বিশ্বাসের ঘাটতি হয়!!🌻

আল্লাহ’র ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দেবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।
17/03/2025

আল্লাহ’র ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দেবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।

আপনার ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। ★★ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন★★সারদেশে ভিটামিন A ক্যাপস্য...
15/03/2025

আপনার ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
★★ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন★★
সারদেশে ভিটামিন A ক্যাপস্যুল খাওয়ানো হবে, ১৫-০৩-২০২৫ দিনটি শনিবার।

★৬মাস থেকে ১১ মাস ২৯দিন পর্যন্তঃ
--১টি নীল ক্যাপস্যুল(1 Lakh IU) খাওয়াবেন

★১২ মাস থেকে ৫৯ মাস ২৯দিন পর্যন্তঃ
--১টি লাল ক্যাপস্যুল(2 Lakh IU)
--(এটা ৬ মাস পরপর খাওয়ানো লাগবে)

★পুরো খোসা সহ Capsule দেয়া যাবে না।
Capsule এর ভিতরের Liquid বা তরল অংশটি দিতে হবে



জান্নাতে কোন ধর্ষক নাই। জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহী...
13/03/2025

জান্নাতে কোন ধর্ষক নাই। জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়। সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ। আর কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, শহীদকে তোমরা মৃত বলো না।

আছিয়া মারা যায়নি। দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে।

মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানাইয়া দিছিলো, তাদের দুনিয়াকে আর আখিরাত দুইটাই যেন জাহান্নাম হয়ে যায়।

"আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব।" (২:১৫৬)

- ইয়া আল্লাহ অতিরিক্ত কোন কিছুই চাই না,, যতটুকু হলে জীবনটা সুন্দর হয়,,,আমাদের কে ততোটুকু দান করুন!- আমিন।🥰
11/03/2025

- ইয়া আল্লাহ অতিরিক্ত কোন কিছুই চাই না,, যতটুকু হলে জীবনটা সুন্দর হয়,,,
আমাদের কে ততোটুকু দান করুন!

- আমিন।🥰

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Ethu's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share