MaRuf's DairY

MaRuf's DairY মৃত কবি🥀💔

সাদা কালো জীবন 🖤🤍

unlimited free caption just copy and use. To share your story on this page
Contact us on
WhatsApp⬇️ ⬇️

05/10/2025

যে যায় সে কিছুই জানে না
যার যায় সে জানে💔🫀

05/10/2025

নিজের ইচ্ছায় যে নিরুদ্দেশ হয় তাকে কখনো খুঁজতে হয় না... 😅

05/10/2025

উড়তে দেন 🌼
ফিরে আসলে আপনার.. 🕊️

05/10/2025

অপেক্ষা করলেই সবাই ফিরে আসে না,
কেউ কেউ ভুলেই যায়,,💔

05/10/2025

প্রকাশ করা মানেই হারিয়ে ফেলা.. 💔

05/10/2025

সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসে না আনা হয়!💔💔💔

21/07/2025

😅রাতের নিস্তব্ধতায় যখন মন একলা হয়,তখন তোমার স্মৃতি ভেসে উঠে চোখের সামনে।তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়,যেখানে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, হৃদয় থেকে।তোমার হাসি, তোমার কথা, তোমার স্পর্শ—সবকিছু আজো আমার মনে গেঁথে আছে।যেন কোনো ছবির মতো, যা ঝলমল করে চোখের সামনে।তুমি চলে যাওয়ার পর এই স্মৃতিগুলোই আমার সবচেয়ে বড় সঙ্গী।কখনো মনে হয়, যদি একবার ফিরে আসতেও পারত,তখন হয়তো সব ভুলগুলো মিটে যেত।তবু জানি, সময় আর ফিরে আসেনা,আর তুমি আর নেই আমার কাছে।তবুও মাঝে মাঝে আমি চুপচাপ তোমাকে মনে করি,ভালোবাসার সেই দিনগুলো ফিরে চাই,যেখানে ছিল শুধু আমরা, কোনো ব্যথা ছিল না, কোনো দূরত্ব ছিল না।স্মৃতিরা অনেক কঠিন, কখনো আনন্দ দেয়, কখনো বেদনায় ভেঙে দেয়।তোমার জন্য আমার হৃদয় আজও বেদনায় ভাসে,কারণ ভালোবাসা কখনো সহজ হয় না, বিশেষ করে যখন হারানো হয়।তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা,আর স্মৃতি হয়ে রয়ে গেছো আমার জীবনে😓😓❤️‍🩹

21/07/2025

😓কি সুন্দর তোমার কারুকার্য…রূপে মোহ, কথায় যাদু, হাসিতে বিষ।তোমার স্বচ্ছ চোখ দেখে ভেবেছিলাম—সেখানে শুধু প্রেম, নির্ভরতা, শান্তি আছে।আজ জানি, সেই চোখেই লুকিয়ে ছিল আগুন, যেটা নিঃশব্দে আমার ভেতর পুড়িয়ে দিয়েছে।তোমার ঠোঁটের হাসি ছিল বিষাক্ত,তোমার স্পর্শে ছিল অচেনা শীতলতা,আর তোমার ভালোবাসা ছিল—সময়ের সাথে ধোঁকা দেওয়ার এক নিখুঁত শিল্প।আমি বুঝিনি,ভালোবাসার নামে তুমি আমার আত্মা নিয়ে খেলবে।আজ আয়নার দিকে তাকালে আমি আর নিজেকে চিনতে পারি না।স্বচ্ছ চোখ আজ রক্তচক্ষু হয়ে গেছে…শুধু অভিমান আর না-পাওয়ার বিষে লাল।তুমি জিতে গেছো—তোমার কারুকার্যের ফাঁদে আমি পরাজিত।কিন্তু মনে রেখো,সত্যিকারের ভালোবাসা যখন ভেঙে পড়ে,তার কান্না শব্দ করে না—সে চোখের রঙ পাল্টে দেয়।💔❤️‍🩹

21/07/2025

❤️‍🩹এই জীবনটা আসলে খুব ছোট।কয়টা বছর? চল্লিশ-পঞ্চাশটা ভালো করে গেলে, বাকিটা শুধু হিসেব-নিকেশ আর ওষুধ খাওয়ার সময়।তবুও আমরা ভালোবাসি…ভালোবাসি মন খুলে, প্রাণ খুলে, কোনো শর্ত ছাড়া।আমি চেয়েছিলাম, কেউ একজন থাকবে — যে রাতে জিজ্ঞেস করবে, “খেয়েছো?”,ভোরে বলবে, “ঘুমাও ঠিক করে…”আমি চাইনি দামি গিফট বা ঘুরতে যাওয়ার গল্প।আমি শুধু চেয়েছিলাম একটু যত্ন। একটু বোঝাপড়া। একটু “আমার মানুষ” বলে ডাক।কিন্তু তুমি বুঝলে না।তুমি ব্যস্ত ছিলে নিজের দুনিয়ায়, আর আমি ধীরে ধীরে নিজের মাঝে হারিয়ে গেলাম।আজ শুধু মনে হয়,মানুষ বাঁচেই কয়দিন?একটু যত্ন করে যদি আগলে রাখতে, কী এমন হতো?তখন হয়তো আজ এই নিঃসঙ্গ বারান্দায় লুঙ্গি পরে বসে থাকতাম না,হয়তো কারো চোখে চোখ রেখে হেসে বলতে পারতাম—“এই তো জীবন, একসাথে পার করে দিচ্ছি।”কিন্তু এখন… শুধু একটাই কথা বুকের মধ্যে বাজে—তুমি যদি একটু আগলে রাখতে… হয়তো আমি এতটা ভাঙতাম না।

21/07/2025

🥹“শেষবারের মতো একদিন দেখা দিও…”আর কিছু চাই না তোমার কাছে…কোনো উত্তর না, কোনো প্রতিশ্রুতি না, কোনো ফিরে আসাও না।শুধু একদিন… শেষবারের মতো দেখা দিও।একবার চোখে চোখ রাখার মতো করে আসো, আমি কিছু বলবো না।শুধু তোমাকে দেখবো… শেষবারের মতো।যেভাবে এক সময় দেখতাম—ভালোবাসার চোরা আকাঙ্ক্ষায়, নিঃশব্দ বিশ্বাসে, স্বপ্নের মতো চোখে।তুমি আসবে, আমি জানি না।কিন্তু আমি অপেক্ষা করি।প্রতিদিন, প্রতিরাত, প্রতিটি নিঃশ্বাসে আমি অপেক্ষা করি সেই একদিনের জন্য।তুমি আসলে বলবো না “কেন চলে গেলে”, বলবো না “আর থেকো”…শুধু একবার বলবো—“মনটা খুব চায়, তোকে শেষবার দেখে নেই।”আমার ভালোবাসা তো চাওয়ার ছিল না… শুধু দেওয়ার।তাই আজও তোমার জন্য এই অনুরোধ—শেষবারের মতো দেখা দিও।তুমি যেও, চিরদিনের জন্য যেও, তাতেও কিছু বলবো না।কিন্তু এই মনটাকে একটু সুযোগ দিও—তোমাকে শেষবার মনভরে দেখার।তারপর আমি বাকি জীবনটা তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দেবো,কোনো অভিযোগ ছাড়াই।❤️‍🩹😅

21/07/2025

😅রাত যত গভীর হয়, মনে তত বাজে সেই প্রশ্নটা—“সত্যি কি তোমাকে ভুলে যেতে হবে?”ভুলতে চেয়েছি, সত্যি।তোমার নাম মুছে ফেলেছি ফোন থেকে, ছবিগুলো ডিলিট করেছি, সেই পুরনো গানগুলো আর শুনি না।কিন্তু সমস্যা জানো কোথায়?তুমি শুধু ফোনে বা ছবিতে ছিলে না—তুমি ছিলে আমার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্বপ্নে, প্রতিটা নীরবতায়।তোমাকে ভুলে যাওয়া মানে কি নিজেকে ভুলে যাওয়া নয়?তুমি চলে যাওয়ার পর কত মানুষ বলেছে, “ভুলে যা, নতুন করে শুরু কর।”তাদের কি বুঝি? নতুন কিছু শুরু করা যত সহজ, পুরনো কিছু ভোলা ততটাই কঠিন।আজ বারান্দায় লুঙ্গি পরে বসে আছি, বাতাসে হালকা গন্ধ তোমার মতোই। জানি তুমি আসবে না, তবু চোখ চলে যায় সেই দরজার দিকে।ভুলে যাওয়ার অভিনয় করি দিনের পর দিন। কিন্তু রাতে—একেবারে নীরবে, নিজেকে জিজ্ঞাসা করি—“তুমি যদি এতটাই আমার না হতে, তাহলে এতটা আপন হয়ে উঠলে কী করে?”তোমাকে ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে।ভুল করে ভালোবাসিনি।তাই আজও ভয় পাই সেই প্রশ্নে—“সত্যি কি তোমাকে ভুলে যেতে হবে?”💔❤️‍🩹

21/07/2025

😅হয়তো শুরুটা আমি জোর করে করেছিলাম, কিন্তু ভালোবেসেছিলাম মন থেকে…”আমি কখনো তোমার জীবনে জোর করে আসতে চাইনি, শুধু পাশে থাকতে চেয়েছিলাম।তুমি চাইলে আমিও দূরে সরে যেতাম, কিন্তু তুমি থেকেছিলে… তাই ভেবেছিলাম, সম্পর্কটা দুজনেরই।হ্যাঁ, স্বীকার করি — শুরুটা আমিই করেছিলাম। হয়তো তুমি তখন তৈরি ছিলে না। হয়তো আমি তোমার একাকীত্বে একটুখানি জায়গা পেয়েছিলাম, আর ভেবেছিলাম তুমি আমাকেও চাও।কিন্তু এখন ভাবি — ভুলটা কি আমারই ছিল?তুমি ধীরে ধীরে দূরে গেলে, আমি শুধু ধরে রাখতে চেয়েছিলাম। যতটা পেরেছি, ভালোবেসেছি নিঃস্বার্থভাবে।তবুও আজ আমি একা।তোমাকে দোষ দেবো না। হয়তো আমি-ই সেই অচেনা ভরসা ছিলাম, যা তুমি চাওনি।কিন্তু ভালোবাসা দিয়েছিলাম ঠিক মন থেকে।আমি তোমার জীবনে জোর করে এসেছিলাম, তাই হয়তো ভালোবাসাটা ছিল একতরফা।কিন্তু বিশ্বাস করো — কোনো জোরে সম্পর্ক টেকে না, যদি তাতে সত্যি ভালোবাসা না থাকে।আজো তোমাকে দোষ দিই না,শুধু মাঝে মাঝে প্রশ্ন করি নিজেকে —“ভালোবেসে কি ভুল করেছিলাম?”❤️‍🩹😅

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when MaRuf's DairY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share