29/06/2025
শূন্য থেকে সফলতা: আমার গল্প
একটা সময় ছিল, যখন পকেটে ছিল না এক টাকাও।
স্বপ্ন ছিল, কিন্তু সেটা ছিল সমাজের চোখে "অবাস্তব"।
তবে হার মানিনি।
প্রতিদিন একটু একটু করে শিখেছি,
ভুল করেছি, আবার শিখেছি।
রাত জেগে কাজ করেছি,
লোকজন যখন ঘুমাচ্ছে, আমি তখন ভবিষ্যতের ভিত গড়ছি।
আজ যেটুকু এসেছি, এটা কোনও রাতারাতি পাওয়া কিছু না।
এই পথটা কাঁটার ছিল, কিন্তু আমি পা বাড়িয়েছি।
কারণ আমি বিশ্বাস করতাম –
"জয় শুধু তারাই পায়, যারা শেষ পর্যন্ত লড়ে যায়।"
শূন্য থেকে শুরু করলেও, স্বপ্ন ছিল অসীম।
আজ আমি যদি কিছু অর্জন করে থাকি, সেটা সম্ভব হয়েছে ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস দিয়ে।
বাড়ি থেকে বাহিরে পা বাড়িয়ে কর্মজীবনের শুরুতে কত না খেয়ে থেকেছি। ঢাকা শহরে প্রথম এসে চাকরি খুঁজতে খুঁজতে নতুন জুতা ছিড়ে ফেলেছি। কতদিন দেখেছি সকালের ভাত দুপুরে খেতে গিয়ে গন্ধ হয়ে গেছে। কর্মজীবনের প্রথমে ঢাকা শহরে কত কান্নাকাটি করেছি। কিন্তু হাল ছাড়েনি। কর্মজীবনের এ ত্যাগ পৃথিবীতে আজ আমাকে সব শখ ইচ্ছা পূরণ করে দিয়েছে। মনে মনে অনেক ইচ্ছা ছিল আল্লাহর ঘর কাবা এবং নবীজির রওজা মোবারক মদিনা দেখার। কর্মের মাধ্যম দিয়ে আল্লাহ সেটা এত সহজে পূরণ করে দিবে আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ পরম করুনাময় মহান রাব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাতায়ালার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া।
তোমার যদি এখন কিছু না থাকে – সমস্যা নেই।
শুরু করো। একদিন তুমিও তোমার গল্প লিখবে।
শূন্য থেকে সফলতার গল্প।
আপনাদের জীবনে কার কার এমন গল্প আছে শেয়ার করেন।
#শূন্যথেকেসফলতা #নিজেকেবিশ্বাসকরো #অনুপ্রেরণা