Hamida'R Abbu&Ammu

Hamida'R Abbu&Ammu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamida'R Abbu&Ammu, Video Creator, Philipnagor 7051, Kushtia.
(4)

অবুঝ মন,চিন্তা,ভাবনার আর শেষ নেই।ভালো মানুষের ভক্ত,সে যেই হোক।অন্ধের মত বিশ্বাস করি ও ভালবাসি হযরত মুহাম্মদ(সাঃ)কে ওআমার প্রভু কে।যাদের মাধ্যমে দুনিয়ায় এসেছি তাদের কেউ অনেক,অনেক ভালবাসি।যে যেমন তাদেরকে তেমন করেই ভালবাসি ও ভাল-মন্দ বেছে চলার চেষ্টা করি🤲

Assalamu walaikum Alhamdulillah Shuvo Shokal        ゚
11/07/2025

Assalamu walaikum
Alhamdulillah
Shuvo Shokal

Assalamu alaikum Good night everyone    ゚
10/07/2025

Assalamu alaikum
Good night everyone

আসসালামু আলাইকুম শুভ দুপুর 💥 সবাই কে       ゚
10/07/2025

আসসালামু আলাইকুম
শুভ দুপুর 💥 সবাই কে

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে
10/07/2025

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ
শুভ সকাল সবাইকে

সবাইকে রাতের শুভেচ্ছা এবং ভালোবাসা এই ফুলগুলোর আপনাদের জন্য। সকলের এই সুন্দর ফুল গুলোর মতসুন্দর ঘুম হোক। শুভ রাত্রি 🌙
09/07/2025

সবাইকে রাতের শুভেচ্ছা এবং ভালোবাসা
এই ফুলগুলোর আপনাদের জন্য।
সকলের এই সুন্দর ফুল গুলোর মত
সুন্দর ঘুম হোক। শুভ রাত্রি 🌙

শিরোনামঃ"রঙিন চিঠি তোমার নামে"গল্পের শুরুঃ পর্ব ১০: হারিয়ে যাওয়া মুহূর্তের খোঁজে...পাখি আর পরান এখন একটু একটু করে কথা ...
09/07/2025

শিরোনামঃ"রঙিন চিঠি তোমার নামে"

গল্পের শুরুঃ পর্ব ১০: হারিয়ে যাওয়া মুহূর্তের খোঁজে...

পাখি আর পরান এখন একটু একটু করে কথা বলছে। কথার মাঝখানে থাকছে নীরবতা, কিন্তু সেই নীরবতাও অনেক কিছু বলে যায়।

একদিন সকালে পাখি বলে,
“তুমি তো অনেক লিখতে—এখনো লেখো?”

পরান মাথা নিচু করে হেসে বলে,
“তোমার চলে যাওয়ার পর লেখা থেমে গিয়েছিল। চিঠিগুলোই তখন আমার একমাত্র আশ্রয়।”

পাখি তখন এক ঝলক হেসে বলে,
“আচ্ছা, তোমার সব চিঠি এখনো আছে?”

পরান থামে। চোখে একরাশ অস্বস্তি।
“সবগুলো না... একটা খুব গুরুত্বপূর্ণ চিঠি আমি হারিয়ে ফেলেছি।”

পাখি চমকে ওঠে, “কোনটা?”

পরান ধীরে বলে,
“যেটা তোমার উত্তর চেয়েছিল… যেখানে আমি লিখেছিলাম—তুমি যদি কোনোদিন ফিরে আসো, তাহলে আমার হাতটা ধরবে কিনা।”

পাখির চোখ ছলছল করে ওঠে।
সে ধীরে তার ব্যাগ থেকে সেই পুরনো চিঠি বের করে।
“এইটা কি তুমি বলছো?”

পরান অবাক। ধীরে হাতে তুলে নেয় চিঠিটা, কাঁপা কণ্ঠে বলে,
“এটা তো... আমি ভেবেছিলাম হারিয়ে গেছে!”

পাখি মৃদু হেসে বলে,
“হারিয়ে যায়নি, আমি রেখে দিয়েছিলাম। কারণ, উত্তরটা তখনও দিতে পারিনি। আজ দিতে পারি।”
চুপ করে পাখি হাতটা বাড়িয়ে দেয়।
পরান ধীরে হাত ধরে।

চিঠির উত্তর দেওয়া হলো — শব্দ ছাড়া, কেবল স্পর্শে।

-পরবর্তী পর্ব আসছে....
যদি আপনারা পরবর্তী পর্বটি শুনতে চান তাহলে আমার পেজটি ফলো করুন✅।

বৃষ্টির দিনে পরিবারের সাথে থাকতে অনেক ভালো লাগে।        ゚
09/07/2025

বৃষ্টির দিনে পরিবারের সাথে থাকতে অনেক ভালো লাগে।

আসসালামু আলাইকুম শুভ রাত্রি সবাইকে
08/07/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি সবাইকে

শিরোনামঃ"রঙিন চিঠি তোমার নামে" গল্পের শুরুঃ পর্ব ৯: মুখোমুখি অতীত....পাখি আর পরান পাশাপাশি হাঁটছে শহরের এক ছোট্ট পার্কে।...
08/07/2025

শিরোনামঃ"রঙিন চিঠি তোমার নামে"
গল্পের শুরুঃ পর্ব ৯: মুখোমুখি অতীত....

পাখি আর পরান পাশাপাশি হাঁটছে শহরের এক ছোট্ট পার্কে। চারপাশে সন্ধ্যার আলো, গাছে গাছে হাওয়া। দুজনেই চুপ, কিন্তু দুজনের ভিতরেই একসাথে কত কথা।

পাখি হঠাৎ থেমে বলে,
“তুমি চলে গেলে কেন, কোন কথাও বললে না?”

পরান নিচু স্বরে উত্তর দেয়,
“চিঠিগুলোই আমার কথা ছিল। তোমার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। তুমি ছিলে আলো, আর আমি শুধু ছায়া।”

পাখি ধীরে তার দিকে তাকিয়ে বলে,
“আর আমি তো শুধু তোমার লেখা পড়েই ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। কিন্তু জানতাম না, তুমি আমাকেই লিখেছো।”

পরান পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে পাখির হাতে দেয়।
“এটা তোমার জন্য রেখে গিয়েছিলাম। প্রতিদিন তোমার নামে কিছু লিখতাম।”

পাখি ডায়েরি খুলে প্রথম পাতায় পড়ে—>
“প্রিয় পাখি,
আমি যেদিন তোমাকে দেখলাম, সেদিন থেকেই শব্দেরা অর্থ পেল।
তুমি আমার না হয়েও আমার সবকিছু।”

পাখির চোখ ভিজে যায়।

এই মুহূর্তে আর কোনো প্রশ্ন থাকে না, কোনো জবাবও না।
শুধু দুজন মানুষ—যাদের মাঝখানে ছিল অক্ষরের এক দীর্ঘ রাস্তা—আজ পাশে পাশে হাঁটছে।

-পরবর্তী পর্ব আসছে....
যদি আপনারা পরবর্তী পর্বটি শুনতে চান তাহলে আমার পেজটি ফলো করুন

আসসালামু আলাইকুম   আলহামদুলিল্লাহ বৃষ্টি ভেজা শুভ বিকেল          ゚
08/07/2025

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ
বৃষ্টি ভেজা শুভ বিকেল

আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা শুভ দুপুর    সবাইকে জানাই         ゚
08/07/2025

আসসালামু আলাইকুম
বৃষ্টি ভেজা শুভ দুপুর
সবাইকে জানাই

Assalamu walaikum Alhamdulillah Good morning Everyone
08/07/2025

Assalamu walaikum
Alhamdulillah
Good morning
Everyone

Address

Philipnagor 7051
Kushtia
NSROADKUSHTIA

Opening Hours

09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Hamida'R Abbu&Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category