01/11/2025
জামায়াতে ইসলামী ও হিন্দু সমর্থক প্রসঙ্গ...বাস্তবতা কোথায়?
জামায়াতে ইসলামীর “হিন্দু সমর্থক” প্রসঙ্গ নিয়ে অনেকেই কথা বলেন। আসলে এখানে মূল উৎসটা খুব স্পষ্ট-কিছু মানুষ এখন ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়েও রাজনৈতিক মূল্যবোধ, রাষ্ট্রদর্শন ও ন্যায়ের প্রশ্নে ভাবতে শুরু করেছেন।
বাংলাদেশে স্বাধীনভাবে সক্রিয় বড় কোনো হিন্দু রাজনৈতিক দল নেই। এখন যদি হিন্দুরা শুধু ধর্মের ভিত্তিতে বলত
“যেহেতু দলের প্রধানরা মুসলিম, তাই আমরা কোনো মুসলিম-প্রধান দলে থাকব না”
তাহলে তারা কোথায় যেত?
বাস্তবতা হলো, বাংলাদেশের হিন্দুদের বড় অংশ বহুদিন আওয়ামী লীগের সমর্থক ছিল, এবং আওয়ামী লীগও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল। অনেকে বিএনপিকে সমর্থন করেছেন,সেটাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, গণতান্ত্রিক দল।
তাহলে প্রশ্ন হলো-জামায়াতে সমর্থন দেখানো মানেই কেন অবাক হওয়া?
জামায়াত ইসলামভিত্তিক আদর্শ অনুসরণ করে, ঠিক আছে, কিন্তু তারাও তো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মধ্যেই রাজনীতি করে।
এখানে মূল যুক্তিটা হলো:
কিছু মানুষ ধর্ম নয়, বরং মূল্যবোধ, ন্যায়বোধ, রাজনৈতিক লক্ষ্য ও রাষ্ট্রচিন্তার মিল খুঁজে সমর্থন করছে।
তাহলে হিন্দু কেন জামায়াতকে সমর্থন করবে না?
আপনারা মুসলিম, তারাও মুসলিম-দিনশেষে সবাই তো এই দেশের নাগরিক। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত-সব দলের মূল ভিত্তি মুসলিমই। পার্থক্য শুধু রাজনৈতিক দর্শনের জায়গায়।
এখানে বিষয়টা খুবই সহজ:
কেউ কেউ মধ্যপন্থী বা সেকুলার রাজনীতির বাইরে গিয়ে ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাজনীতিতে বিশ্বাস দেখাচ্ছে।
এটাই পুরো গল্প।
বিশ্বাস না হলেও অধিকাংশ জামায়েত সমর্থক শিক্ষিত ও মার্জিত শ্রেনীর এরা আপানর এই কটুকথাকে কানেই নিবে না। ওনারা যথেষ্ট ধর্মপ্রান,এখানে আমার যুক্তি হলো সমাজ-রাষ্ট্রব্যবস্থা উন্নয়নে যদি কোন ধর্মীয় গোষ্ঠী কাজ করে আমি এতে সর্মথন দিলে ক্ষতি কোথায়?
ইতিহাস দেখেন বহু নজির সামনে পড়বে।
যেখানে চিন্তা সংকীর্ণ নয়, সেখানে সমর্থনের দেয়ালও সংকীর্ণ থাকবে না
আমার বাবা
Ananta Mazumder
©Krishna Bala Rani
ফলো করুন👇
মুক্তির পয়গাম -Muktir Poygam
দাঁড়িপাল্লা- Vote For DariPalla
ইহসান- Ihsan