ইহসান- Ihsan

ইহসান- Ihsan ইহসান- Ihsan, is now the most popular online media from Bangladesh. You are invited to join us. Like, Comment & Share to stay with us.

Welcome to our official page🌹❤️

বাংলাদেশ পরিচালনার জন্য জাতীয় সংসদটা কি এমনই চাই না আমরা? ডাকসু ও হল সংসদের প্রতিনিধি সম্মেলনে নির্বাচিত প্রতিনিধিরা গত ...
20/11/2025

বাংলাদেশ পরিচালনার জন্য জাতীয় সংসদটা কি এমনই চাই না আমরা?

ডাকসু ও হল সংসদের প্রতিনিধি সম্মেলনে নির্বাচিত প্রতিনিধিরা গত দু-মাসের কাজের হিসেব দিচ্ছেন এবং শিক্ষার্থীদের দাবী দাওয়া পেশ করে বক্তব্য রাখছেন।

নির্বাচিত হওয়ার পর থেকে বিশেষ করে শিবির সমর্থিত প্রতিনিধিরা (আমি যেহেতু তাদের পরিশ্রমের স্বাক্ষী) রাত নাই-দিন নাই হলের শিক্ষার্থীদের জন্য পেরেশানি এবং প্রচেষ্টায় সময় পার করছেন।

এই প্রতিনিধিদের মধ্যে অনেকেই এখনো টিউশনি করে চলেন, কোচিং-এ ক্লাস নিয়ে চলেন, বাকীদেরও নিজের টাকায় চা খাওয়াতে পকেট ফাঁকা হওয়ার অবস্থা। তবুও তারা ক্লান্ত নয়, পরিশ্রান্ত নয়, হতাশ কিংবা হতোদ্যম নয়।

তাদের চোখেই স্বপ্নের ক্যাম্পাস, তাদের হাতেই আগামীর বাংলাদেশ।

সকল আপডেট পেতে পেইজটিকে লাইক ও ফলো করুন 👇
মুক্তির পয়গাম -Muktir Poygam

ঢাকা-১৪ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা তুলি ধানের শীষ পেয়ে মনে হয় কথা বার্তা বলতে নিজেকে সামলে রাখতে পারছেন না, মা*র...
14/11/2025

ঢাকা-১৪ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা তুলি ধানের শীষ পেয়ে মনে হয় কথা বার্তা বলতে নিজেকে সামলে রাখতে পারছেন না, মা*রাত্মক ভুল করে বসলেন আজ, এই ভুলের চরম খেসারত আপনাকে নির্বাচনে দিতে হবে।

আপনি আল্লাহর দেওয়া কুরআনের মৌলিক বিধানকে চ‍্যালেন্জ করে বসলেন ! এটা কেমন স্পর্ধা আপনার ! পুরুষের তার বিয়ের অধিকার আল্লাহ একজন পুরুষকে দিয়েছেন কেউ প্রয়োজনবোধ করলে তা করতে পারবেন এটা কুরআনের স্পষ্ট বিধান।

সানজিদা তুলি আপনি বলেছেন আপনারা সমাজ চান না ? এমনটা বলে আপনি সরাসরি কুরআনের স্পষ্ট একটা বিধানকে অস্বীকার করলেন !

ইসলাম, কুরআন,সুন্নাহর মতো স্পর্শকাতর বিষয়ে যারাই চ‍্যালেন্জ জানায় ইতিহাস বলে তাদেরকে এই দেশের জনগন সময় সুযোগ মতো ক*ঠিন জবাব দেয়।

মুক্তির পয়গাম -Muktir Poygam

আজকের বাংলাদেশ,ঐক্যবদ্ধ বাংলাদেশ।      ইসলামী আন্দোলনের ৮ দল❣️চাঁ*দা*বাজদের পতন ঘটিয়ে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ✌️মুক্ত...
11/11/2025

আজকের বাংলাদেশ,
ঐক্যবদ্ধ বাংলাদেশ।
ইসলামী আন্দোলনের ৮ দল❣️
চাঁ*দা*বাজদের পতন ঘটিয়ে আমাদের বিজয় আসবে
ইনশাআল্লাহ✌️
মুক্তির পয়গাম -Muktir Poygam

#জামায়াত, #চরমোনাই, #হেফাজত, #খেলাফত, #জাগপা

রাজপথেই সমাধান হবে ইনশাআল্লাহ✅আগামী ১১ নভেম্বরে জামায়াত, চরমোনাই, হেফাজত, খেলাফত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, খেলাফত আন্...
09/11/2025

রাজপথেই সমাধান হবে ইনশাআল্লাহ✅
আগামী ১১ নভেম্বরে জামায়াত, চরমোনাই, হেফাজত, খেলাফত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ডেভেলপমেন্ট পার্টি একসাথে মহাসমাবেশের আয়োজন করেছে ৫ দফা দাবিতে। উক্ত সমাবেশে দেশপ্রেমিক সকল জনগণকে উপস্থিত হওয়ার অনুরোধ জানাই।

গণ ভোট দিতেই হবে✅
নো হাংকি পাংকি❌

পেইজটিকে লাইক ও ফলো করুন 👇
মুক্তির পয়গাম -Muktir Poygam

#দাঁড়িপাল্লা #জামায়াত #চরমোনাই #হেফাজত #খেলাফত #জাগপা #গণভোট #জুলাই #সনদ

ওরে সাবাশ🎉🥰 জামায়াত তো একের পর এক চমক দেখাচ্ছে। নিউ ইয়‌র্কের মেয়র নির্বাচ‌নে জামায়া‌তের ভূ‌মিকা নি‌য়ে প্রথম আলাপ তু‌লে‌ছ...
05/11/2025

ওরে সাবাশ🎉🥰 জামায়াত তো একের পর এক চমক দেখাচ্ছে। নিউ ইয়‌র্কের মেয়র নির্বাচ‌নে জামায়া‌তের ভূ‌মিকা নি‌য়ে প্রথম আলাপ তু‌লে‌ছি‌লেন খো‌মেনী এহসান। অ‌নে‌কেই হাসাহা‌সি ক‌রে‌ছেন। আ‌মিও বিশ্বাস ক‌রি‌নি।

আজ জানলাম, বিজয় ভাষ‌ণে মেয়র মামদা‌নি যে বাংলা‌দে‌শি আ‌ন্টির কথা ব‌লে‌ছেন, তি‌নি সাবেক জামায়াত নেতা মীর কা‌শেম আলীর ছোট ভাই‌য়ের স্ত্রী।
জামায়াতে ইসলামী শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশও ছড়িয়ে গেছে।

আলহামদুলিল্লাহ!

পেইজটিকে লাইক ও ফলো করুন 👇
মুক্তির পয়গাম -Muktir Poygam

#দাঁড়িপাল্লা #জামায়াত

অবশেষে সাবেক শিবির হাসনাত আব্দুল্লাহ-এর সাথে সার্জিস সাহেবকেও এনসিপি-বিএনপির জোট থেকে মাইনাস করা হয়েছে। এটা অনুমেয় ছিল। ...
03/11/2025

অবশেষে সাবেক শিবির হাসনাত আব্দুল্লাহ-এর সাথে সার্জিস সাহেবকেও এনসিপি-বিএনপির জোট থেকে মাইনাস করা হয়েছে। এটা অনুমেয় ছিল। কারণ হাসনাত আর সার্জিসকে দিয়ে জামায়াতের বিরুদ্ধে তেমন কোন ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। তারা নিজেদের আদর্শিক জায়গায় দৃঢ় ছিল।

বিএনপি আজকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এনসিপির হাই প্রোফাইলদের জন্য তিনটি আসন ফাঁকা রেখেছে। নাহিদ সাহেবের জন্য ঢাকা-৯, আসিফ সাহেবের জন্য ঢাকা-১০ ও জনাব মাহফুজের জন্য লক্ষীপুর-১ আসন খালি রেখেছে। বনিবনাতে মিললে এই আসনগুলোতে এনসিপিকে ছেড়ে দিবে। অন্যদিকে হাসনাতের কুমিল্লা-৪ ও সার্জিসের পঞ্চগড়-১ আসন বিএনপি প্রার্থী দিয়েছে। অর্থাৎ হাসনাত ও সার্জিস অলরেডি মাইনাস।

এইদিকে জামায়াত-চরমোনাই-খেলাফত মজলিসের ঐক্য প্রায় চূড়ান্ত। চরমোনাই ও খেলাফত ও অন্যান্যদের জন্য জামায়াতে ইসলামী প্রায় ১০০ আসন বরাদ্দ রেখেছে। জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী কোন দল হিসাবে সর্বোচ্চ ১০০ আসন ছেড়ে দিচ্ছে।

বিশ্বাস করেন ভাই, আজকে জামায়াতের সাথে পীর সাহেব ও মামুনুল হককে একই টেবিলে নির্বাচনী সংবাদ সম্মেলনে দেখে হাসিনার পালানোর মতো খুশি হয়েছি। জাস্ট চক্ষুশীতলকারী ঐক্য। জাতির কল্যাণে ইসলামী দলগুলো এই ঐক্য সুদূরপ্রসারী হবে। এটাই সিদ্ধান্ত। ইনশাআল্লাহ ✌️
©

পেইজটিকে লাইক ও ফলো করুন👇

মুক্তির পয়গাম -Muktir Poygam

ছাত্রদলের হল দখ*ল।এটা কোন পাঁচ তারকা হোটেলের রুম না।এটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট লতিফ ছাত্রাবাসের পূর্ব শাখার ২০৫ নাম্ব...
03/11/2025

ছাত্রদলের হল দখ*ল।
এটা কোন পাঁচ তারকা হোটেলের রুম না।

এটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট লতিফ ছাত্রাবাসের পূর্ব শাখার ২০৫ নাম্বার রুম।
ছাত্ররা ১টা সিটের জন্য কত কষ্ট করতেছে,
কিন্তু এখানে হলের কিছু রুম নিজেদের বেডরুমে পরিণত করেছে ছাত্রদল।
হল সুপাররা ঐ ব্লকে ডুকতেও ভ'য় পায়।

এতো বড় নেতার জন্য এমন কয়েকটি রুম দরকার। তবে এটা বড় করে দেখার কিছু নেই। যদিও অন্য রুম গুলোতে শিক্ষার্থীরা ৪ জনের রুমে ৮ জন করে থাকে।

পেইজটিকে লাইক ও ফলো করুন👇

মুক্তির পয়গাম -Muktir Poygam

ছাত্রদল কতৃক মোনামী ম্যাম আর সাদিক কায়েমের ছবি নোং*রা ভাবে এডিট করায় যারা অবাক হয়েছেন তারা ছাত্রদলের অতীত জানেন না হয়ত। ...
02/11/2025

ছাত্রদল কতৃক মোনামী ম্যাম আর সাদিক কায়েমের ছবি নোং*রা ভাবে এডিট করায় যারা অবাক হয়েছেন তারা ছাত্রদলের অতীত জানেন না হয়ত।

ক্ষমতায় থাকাকালীন এরা শামসুন্নাহার হলে মেয়েদের উপর পুলিশ আর দলীয় ক্যাডার লেলিয়ে দিয়েছিল। পূর্ণিমা নামে এক হিন্দু মেয়েকে রে*'প করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ*স্ত্রের মহড়া দিত ছাত্রদল। ২০০৮ সালের পর আধুনিক যুগে এসেও ছাত্রলীগের রুমে পাওয়া যেত রামদা। কিন্তু আজ থেকে ২০ বছর আগেও ছাত্রদল নেতারা পি*স্তল নিয়ে ঘুরতেন। ক্যাম্পাসে কিছু হলেই ফাঁকা গু*লি আর ককটেল ফুটাতেন। ছাত্রদলের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, শিক্ষক কেউই রেহাই পায়নি।

ছাত্রদলের দুই গ্রুপের সং*ঘর্ষে বুয়েট ছাত্রী সনি নি*হত হয়। তাদের নিজেদের কো*ন্দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরই অনেক কর্মী নি*হত হয়।

আজকে অনলাইনে সাদিক কায়েমের সাথে যা হচ্ছে সেটা অফলাইনে শুরু হবে নির্বাচনের পর ক্ষমতায় আসলে। সুতরাং ভোট দিয়ে কাকে ক্ষমতায় আনবেন সিদ্ধান্ত আপনার। ফলাফলটাও আপনাকেই ভোগ করতে হবে।

-সরোয়ার আলম খন্দকার
ঢাবি শিক্ষার্থী।

ফলো করুন 👇

মুক্তির পয়গাম -Muktir Poygam

ইহসান- Ihsan

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

‎🔴>>ব্রেকিং নিউজ
02/11/2025

‎🔴>>ব্রেকিং নিউজ

জামায়াতে ইসলামী ও হিন্দু সমর্থক প্রসঙ্গ...বাস্তবতা কোথায়?জামায়াতে ইসলামীর “হিন্দু সমর্থক” প্রসঙ্গ নিয়ে অনেকেই কথা বলেন। ...
01/11/2025

জামায়াতে ইসলামী ও হিন্দু সমর্থক প্রসঙ্গ...বাস্তবতা কোথায়?

জামায়াতে ইসলামীর “হিন্দু সমর্থক” প্রসঙ্গ নিয়ে অনেকেই কথা বলেন। আসলে এখানে মূল উৎসটা খুব স্পষ্ট-কিছু মানুষ এখন ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়েও রাজনৈতিক মূল্যবোধ, রাষ্ট্রদর্শন ও ন্যায়ের প্রশ্নে ভাবতে শুরু করেছেন।

বাংলাদেশে স্বাধীনভাবে সক্রিয় বড় কোনো হিন্দু রাজনৈতিক দল নেই। এখন যদি হিন্দুরা শুধু ধর্মের ভিত্তিতে বলত
“যেহেতু দলের প্রধানরা মুসলিম, তাই আমরা কোনো মুসলিম-প্রধান দলে থাকব না”
তাহলে তারা কোথায় যেত?

বাস্তবতা হলো, বাংলাদেশের হিন্দুদের বড় অংশ বহুদিন আওয়ামী লীগের সমর্থক ছিল, এবং আওয়ামী লীগও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল। অনেকে বিএনপিকে সমর্থন করেছেন,সেটাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, গণতান্ত্রিক দল।

তাহলে প্রশ্ন হলো-জামায়াতে সমর্থন দেখানো মানেই কেন অবাক হওয়া?
জামায়াত ইসলামভিত্তিক আদর্শ অনুসরণ করে, ঠিক আছে, কিন্তু তারাও তো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মধ্যেই রাজনীতি করে।

এখানে মূল যুক্তিটা হলো:
কিছু মানুষ ধর্ম নয়, বরং মূল্যবোধ, ন্যায়বোধ, রাজনৈতিক লক্ষ্য ও রাষ্ট্রচিন্তার মিল খুঁজে সমর্থন করছে।

তাহলে হিন্দু কেন জামায়াতকে সমর্থন করবে না?
আপনারা মুসলিম, তারাও মুসলিম-দিনশেষে সবাই তো এই দেশের নাগরিক। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত-সব দলের মূল ভিত্তি মুসলিমই। পার্থক্য শুধু রাজনৈতিক দর্শনের জায়গায়।

এখানে বিষয়টা খুবই সহজ:
কেউ কেউ মধ্যপন্থী বা সেকুলার রাজনীতির বাইরে গিয়ে ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাজনীতিতে বিশ্বাস দেখাচ্ছে।
এটাই পুরো গল্প।

বিশ্বাস না হলেও অধিকাংশ জামায়েত সমর্থক শিক্ষিত ও মার্জিত শ্রেনীর এরা আপানর এই কটুকথাকে কানেই নিবে না। ওনারা যথেষ্ট ধর্মপ্রান,এখানে আমার যুক্তি হলো সমাজ-রাষ্ট্রব্যবস্থা উন্নয়নে যদি কোন ধর্মীয় গোষ্ঠী কাজ করে আমি এতে সর্মথন দিলে ক্ষতি কোথায়?
ইতিহাস দেখেন বহু নজির সামনে পড়বে।

যেখানে চিন্তা সংকীর্ণ নয়, সেখানে সমর্থনের দেয়ালও সংকীর্ণ থাকবে না
আমার বাবা
Ananta Mazumder
©Krishna Bala Rani

ফলো করুন👇

মুক্তির পয়গাম -Muktir Poygam

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

ইহসান- Ihsan

আলহামদুলিল্লাহ!গতকাল ৩১শে অক্টোবর ২৪-২৫সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রীসংস্থা, রাজশ...
01/11/2025

আলহামদুলিল্লাহ!
গতকাল ৩১শে অক্টোবর ২৪-২৫সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। নবীনদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি ছিল একাডেমিক গাইডলাইন ও সাংস্কৃতিক আয়োজন। নবীনদের সরব উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিল
আলহামদুলিল্লাহ।

মুক্তির পয়গাম -Muktir Poygam

ইহসান- Ihsan

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

31/10/2025

কাম সারছে! অবশ্য ডুমুরিয়ায় হিন্দু জামায়াতের এই সমাবেশকে ঐতিহাসিকই বলতে হবে। ঘটনাটা মি*থ ভাঙার মতোই।
হিন্দু মানেই নৌকা নয়।
হিন্দু মানেই আওয়ামী লীগ নয়।
সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ।
হিন্দু সম্মেলন ২০২৫
ডুমুরিয়া, খুলনা।
দাঁড়িপাল্লা- বিজয়ী হবে
ইনশাআল্লাহ✅

ফলো করুন 👇
মুক্তির পয়গাম -Muktir Poygam

#জবাবদিহিতাপ্রতিষ্ঠা #জুলাইসনদ #শহীদদেররক্তেরমূল্য #জুলাইজাতীয়সনদ২০২৫ #জুলাইবিপ্লব #হ্যাঁ

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when ইহসান- Ihsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share