23/06/2025
ইরানকে ঠেকাতে পারলে পুরো মিডিলইস্ট ফিলিস্তিন হয়ে যাবে। পুতুল মীর জাফরকে ইংরেজরা বেশি দিন ক্ষমতায় রাখেনি। ইসরাঈলের প্রক্সি গুলোকে একাই কুপোকাত করতেছে ইরান, বিড়ালের মত ৫০০ বছর বাঁচার চেয়ে সিংহের একদিন বাঁচা শ্রেয়। জয় পরাজয় যুদ্ধের অংশ, তাতে দুঃখের কি আসে যায়, তা হয়েছে জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে
৪৮ এ দখলদারকে উচ্ছেদ করে মালিককে দখলে নেওয়ার এখনই সূবর্ন সুযোগ । সম্মিলিত বা মুষ্টিমেয় কয়েকটি দেশ অংশগ্রহণ করলেই সাকসেস। আরবের মধ্য থেকে এই যাযাবর জাতি উচ্ছেদ করলে আরবের বসন্ত ফিরে আসবে
বিমান নয় আরো কিছু ফাইটার জেট ও বোমারু বিমান দিলে আজরাঈল আসতে পারবে না, তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকতে পারবে। সাদ্দামের ফতোয়ায় ইরাক লাদেনের ফতোয়া আফগানিস্তান কিন্তু কোন ফতোয়ায় ইরান শেষ হচ্ছে
৬৭ পরাজিতরা চা গাওয়া ড্রিঙ্কস এ ব্যস্ততম সময় উপভোগ করছে ইরান ইসরাঈল রেসলিং দেখে দেখে,ইরান নুন ভাত রুটি খেয়ে কিছু অস্ত্র বানিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোকে টেক্কা দিচ্ছে একলাই।
বাবার দান্দা লাগিয়ে শুধু অস্ত্র ব্যবসা করা
ইউক্রেন বাবার কথায় কান দেওয়ায় কেয়া হাল কিয়া রাশিয়ায়, হিন্দকে পাকি,
আরব রাজা বাদশা আমীরেরা অরিজিনাল CM OF .... শুধু শুধু রাজা বাদশা আমীর পদবীর মর্যাদা হানি করতেছে
জর্দান ইরাক সিরিয়া ক্রস করে ইরানে হামলা, আর তারা CM চেয়ারে বসে আগুল চূষে উপভোগ করে
আরবের CM বাঘ থেকে রক্ষার জন্য গোখরাসাপ পালন করে আসছে , বাঘতো দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু গোখরাসাপ তাদের এখন CM সুযোগ দিচ্ছে না, সেই সাপ দংশন করে তাদেরকে কয়েকদিনের ফূর্তির সুযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় বা গোলামীর দাসত্বের আবদ্ধ করবে
নামে ইজরাঈল হামলা করেছে কিন্তু ফুয়েল শেষে হিন্দিতে ব্রিটিশ ফাইটার জেটের ল্যান্ডিং। পুরো গালফ অঞ্চলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের আর্মি, বিমান , নৌ বাহিনীর ঘাঁটি, ইরান শায়েস্তা করতে পারলেই পাকিস্তান ও তুরস্ক
কয়েকদিন আগে ইরান রাশিয়া চুক্তি হল ইরানের সার্বভৌমত্ব আঘাত হানলে রাশিয়া সহ যৌথ ভাবে প্রতিহত করবে কিন্তু তা নিন্দা পর্যন্ত ঠেকেছে
post