Khoksa Engineering Group

Khoksa Engineering Group Engineering all suport of my group.

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:..............................................................১। Specifi...
11/08/2025

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:..............................................................
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।
২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।
২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।
৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৩৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৩৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৪০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।

20/07/2025

সময় ও জনবল কম লাগে।

16/07/2025

ভাইভা প্রশ্ন সমাধান ✅
পর্ব =১: (প্রথমে নিজে চেষ্টা করুন । তারপর উত্তর দেখুন)
১. সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?
২.কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার করা হয় তার সাইজ কত?
৩. ০.৪৫ ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রতি ব্যাগ সিমেন্টে কত লিটার পানি লাগে?
৪. লেইটেন্স কি?
৫.স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?
৬. স্লাম্প কোণের উপরের ও নিচের ব্যাস কত?
৭. স্লাম্প কোণের উচ্চতা কত?
৮. কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?
৯. কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য ব্যবহ্রত সিলিন্ডারের উচ্চতা ব্যাসের কত গুন?
১০. কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য সিলিন্ডারের মাপ কত?
উত্তর:
১.সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।
২. ১৫ সেমি. * ১৫ সেমি. * ১৫ সেমি.
৩. ২২.৫ লিটার।
৪. কংক্রিটে পানির পরিমান বেশি হলে বাধুনীগুন সম্পন্ন পদার্থ কংক্রিটের উপরিভাগে জমিয়া এক প্রকার সাদা স্তরের সৃষ্টি করে, তাকে লেইটেন্স বলে।
৫. স্লাম্প কোণের সাহায্যে।
৬. উপরের ব্যাস ১০ সেমি. ও নিচের ব্যাস ২০ সেমি.
৭. ৩০ সেমি.
৮. ৩০%
৯. দ্বিগুন
১০. ব্যাস ১৫ সেমি. ও উচ্চতা ৩০ সেমি.
পর্ব -২ =: (প্রথমে নিজে চেষ্টা করুন । তারপর উত্তর দেখুন)
১.লিন্টেলের পুরুত্ব কত?
২. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
৩. ডিপিসি এর পুরুত্ব কত?
৪. সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
৫.এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
৬. এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল করে?
৭.জলছাদের পুরুত্ব কত সেমি?
৮. চৌকাঠের সাইজ কত?
৯. এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
১০. এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?
উত্তর:
১. ১৫ সেমি.
২. এক মিটার।
৩. ২.৫ সেমি.
৪. ৬ মিমি.
৫. ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)
৬. ০.৩ বর্গমিটার।
৭. ৭.৫ সেমি.
৮. ১০*৮ সেমি
৯. D2/162.2 ( D= রডের ব্যাস)
১০. ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল
পর্ব -৩ =:
১.লিন্টেলের পুরুত্ব কত?
২. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
৩. ডিপিসি এর পুরুত্ব কত?
৪. সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
৫.এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
৬. এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল করে?
৭.জলছাদের পুরুত্ব কত সেমি?
৮. চৌকাঠের সাইজ কত?
৯. এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
১০. এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?
উত্তর:
১. ১৫ সেমি.
২. এক মিটার।
৩. ২.৫ সেমি.
৪. ৬ মিমি.
৫. ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)
৬. ০.৩ বর্গমিটার।
৭. ৭.৫ সেমি.
৮. ১০*৮ সেমি
৯. D2/162.2 ( D= রডের ব্যাস)
১০. ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল
পর্ব-৪:
সড়কের ক্ষেত্রে এই প্রশ্নগুলা পড়েন।
১। রাইট অব ওয়ে কাকে বলে?
২। রাইট অব ওয়ে নির্ধারনে বিবেচ্য বিষয়গুলো কি কি?
৩। রাস্তার ক্ষেত্রে পার্শ্বঢাল কত ধরা হয়?
৪।বার্ম কি?
৫। শোল্ডার কাকে বলে? এর বিস্তার কত?
৬। ফুটপথের সর্বনিম্ন প্রশস্ততা কত?
৭।গাড়ি পার্কি এর জন্য কত মিটার জায়গা রাখা হয়।
৮।মেডিয়ান স্ট্রিপ কি?
৯। বরোপিট কাকে বলে?রাস্তা থেকে বরোপিটের দুরত্ব কত হওয়া উচিত?
১০। স্পয়েল ব্যাংক কাকে বলে?
১১। সাবগ্রেড দৃঢ়াবদ্ধ করার জন্য যে রোলার ব্যবহার করা হয় তার ওজন কত?
১২। সাবগ্রেডে যে বালির স্তর প্রয়োগ করা হয় তার পুরুত্ব কত?
১৩। সাববেসের পুরুত্ব কত?
১৪। ঢালাই করার সময় ব্যবহ্রত ফর্মার পুরুত্ব কত?
১৫. ঢালাই করার কত সময় ফর্মা অপসারন করতে হবে।
১৬। ঢালাইয়ে কংক্রিট মিশ্রনের অনুপাত কত?
১৭। কংক্রিট ঢালাইয়ের পর কত ঘন্টা কিউরিং করতে হবে?
১৮। বিটুমিন রাস্তা কাকে বলে?
১৯। প্রাইমকোটে কত উচ্চতায় পাথরকুচি বিছাতে হবে এবং পাথরকুচির সাইজ কত?
২০. প্রাইমকোটে প্রতি ১০০ বর্গমিটারে কত কেজি বিটুমিন বিছাতে হবে?
২১। বিটুমিন পোড়ানোর তাপমাত্রা কত?
২২। ট্যাককোটে প্রতি ১০০ বর্গমিটারে কত কেজি বিটুমিন বিছাতে হবে?
২৩। সিলকোট কি?
২৪। সিলকোটে কত আকারের পাথরকুচি বিছানো হয়?
২৫। সিলকোটে প্রতি ১০০ বর্গমিটারে কত কেজি বিটুমিন বিছাতে হবে?
(ধন্যবাদ)
পর্ব -৫:
১. দালানের কয়টি অংশ ও কি কি? (২ টি অংশ। সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচার)
২. সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচারের অংশ সমূহ কি কি?
৩. প্লিন্থের উচ্চতা কত রাখা উচিত? (৪৫ সেমি – ৬০ সেমি.)
৪. জানালা কত উচ্চতায় হওয়া উচিত?(৭০ সেমি. -৮০ সেমি.)
৫. স্কাইলাইট, ফ্যানলাইট, সানলাইট, সানসেড ও কার্নিশ কোথায় ব্যবহ্রত হয়?
৬. ভেন্টিলেটর কি? কেন ব্যবহার করা হয়?
৭. সিল ও জ্যাম্ব কি?
৮. লিন্টেলের বিয়ারিং এবং গভীরতা কত? (বিয়ারিং ১০ সেমি. ও গভীরতা ১৫ সেমি.)
৯. সানসেড ও কার্নিশের মাপ কত? ( সানসেড ৩০ সেমি. -৪৫ সেমি., ও কার্নিশ ৪৫ সেমি. - ৬০ সেমি.)
১০. জলছাদ কি? এর পুরুত্ব কত? (পুরুত্ব ৭.৫ সেমি.)
১১. প্যারাপেট ওয়াল কি? এটি কোথায় নির্মান করা হয়? (ছাদের চারদিকে উচু করে যে ওয়াল তৈরি করা হয়)
১২. প্যারাপেট ওয়াল কত উচ্চতায় নির্মাণ করা হয়? (৭৫ সেমি. – ৯০ সেমি.)
১৩. কোপিং কি? কোথায় নির্মাণ করা হয়? (প্যারাপেট ওয়ালের উপরে
পর্ব -৬:
১. ট্রেড ও রাইজার কাকে বলে?
২. ফ্লাইট কাকে বলে? একটি ফ্লাইটে সর্বনিম্ন ও সর্বোচ্চ ধাপের সংখ্যা কত?(সর্বনিম্ন ৩ টি এবং সর্বোচ্চ ১৫ টি)
৩. ট্রেড ও রাইজারের মাপ কত? ( ট্রেড ২২.৫ সেমি. – ৩০ সেমি. এবং রাইজার ১২-১৯ সেমি)
৪. নোজিং কি এবং এর মাপ কত? ( ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি)
৫. সফিট কাকে বলে? (সিড়ির স্লাবকে সফিট বলে)
৬. হেডরুম কাকে বলে এবং এর উচ্চতা কত? (২.১০ মিটার)
৭. সিড়ির ঢাল কত ডিগ্রির মধ্যে হওয়া উচিত?( ২৫° -৪০° এর মধ্যে)
৮. সিড়ির প্রস্থ বাসভবন ও গনভবনের জন্য কত হওয়া উচিত? ( ৯০ সেমি. ও ১.৫ মিটার)
৯. কোয়ার্টার টার্ন সিড়ি ও ডগলেগড সিড়ি কাকে বলে?
১০. ট্রেড ও রাইজারের সংখ্যা বের করার নিয়ম কি?
১১. ট্রেড ও রাইাজারের মধ্যে সম্পর্ক কি?
১২. ভিত্তি কাকে বলে? ভিত্তির কাজ কি?
১৩. অগভীর ভিত্তি ও গভীর ভিত্তি কাকে বলে? কত প্রকার ও কি কি?
১৪. ভিত্তির গভীরতা নির্ণয়ে র্যা ঙ্কিন এর সূত্রটি লেখ। 1.ডিপিসি এ পাডলোর পরিমাণ
সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি
ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
3. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০
কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
4. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি
এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
5. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের
ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য
ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬%
হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং
এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার
এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র
=d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার
জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড়
সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি
কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের
সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা
দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫
মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং
২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক
ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির
অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ
৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১
মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০
সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে
১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম
এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব
বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য:
(১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং
প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা
১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের
ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায়
সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট
বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায়
সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।
পব: ০৭
ক্লিয়ার কভার মেইন (রড) বারের জন্য:
১.ফুটিং:৫০ মি মি
২.র্যা ফট ফাউন্ডেশন.(টপ):৫০ মি মি
৩.র্যা ফট ফাউন্ডেশন.(বটম/সাইড):৭৫ মি মি
৪.স্ট্রাপ বিম:৫০ মি মি
৫.গ্রেড স্লাব:২০ মি মি
৬.কলাম:৪০ মি মি
৭.শিয়ার ওয়াল:২৫ মি মি
৮.বিম:২৫ মি মি
৯.স্লাব:১৫ মি মি
১০.ফ্লাট স্লাব:২০ মি মি
১১.স্টেয়ার কেস:১৫ মি মি
১২.রিটেইনিং ওয়াল:২০/২৫ মি মি অন আর্থ
১৩.ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার:২০/৩০ মি মি
১৪.কাস্ট ইন সিটু পাইল :৪৫০/৫০০ ডায়া মি,৫০ মি মি,৬০০ মি মি ডায়ামিটরি
পব: ০৮
আজ আমরা শিখবো ইন্টাভিউ বোডে কেমন প্রশ্ন করে স্ট্রাকচার
১। আসুন বসেন আপনার নাম?
উত্তর: ধন্যবাদ স্যার, মো: আমিনুল হক
২। এখন কোথায় আছেন?
উত্তর: এস আর বিল্ডার্স অফিস পল্টন
৩। ওখানে আপনার দ্বায়িত্ব কি কি?
উত্তর: প্রজেক্ট সুপারভিশন ও অফিস ম্যানেজমেন্ট
৪। আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন?
উত্তর: স্যার আমার বাড়ী কুষ্টিয়া আমি ২০০০ সালে এসএসসি, ২০০৪ সালে ডিপ্লোমা, ২০১০ সালে বিএসসি পাশ করি আমি বর্তমানে ঢাকায় থাকি, এস আর বিল্ডার্স এ আছি।
৫। আপনী কি কাজ করতে ভাল পারেন?
উত্তর: স্ট্রাকচার ও ফিনিশিং উভয় স্যার
৬। আমরা স্টাকচার এর লোক খুজছি?
উত্তর: ঠিক আছে স্যার
৭। আপনী কি স্ট্রাকচার কাজ করেছেন?
উত্তর: জি স্যার।
৮। লে আউট দিতে পারেন?
উত্তর: জি স্যার
৯। একটা বিল্ডিং এ লে আউট দেওয়া আছে আপনী কি কি চেক করবেন
উত্তর: লে আউট চেক করতে গেলে প্রথমে যে লে আউট দিয়েছে তার সাথে কথা বলতে হবে সে কোন জায়গা থেকে শুরু করেছে, তারপর গ্রীড লাইন মাপ দেখে ডায়াগোনাল মাপ পরীক্ষা করতে হবে তারপর সেট ব্যাক চেক করতে হবে সব কিছু ঠিক থাকলে পাইল থাকলে পাইল পয়েন্ট চেক করতে হবে।
১০। বলুন তো বর্তমানে কোন কোন ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।
উত্তর: বর্তমানে শ্যালো ফাউন্ডডেশন ও ড্রীপ ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।
১১। ডীপ ফাউন্ডডেশন সম্পর্কে বলতে পারবেন।
উত্তর: জি স্যার
১২। পাইল করেছেন আপনী
উত্তর: জি স্যার করেছি
১৩।২০" পাইলে কাটার কত থাকে
উত্তর: ১৯" মিনিমাম
১৪। পাইল করার সকল যন্ত্রপাতির না জানেন বলুন
উত্তর: রিং বা তেপায়া, চিজেল বা কাটার, ফানেল, হপার বা বাকেট, ড্রিলিং রড, ট্রিমী পাইপ, মিক্সার মেশিন, ওয়েল্ডিং মেশিন, উন্স মেশিন, পানির পাম্প ইত্যাদি
১৫। খাচায় কি চেক করতে হয়।
উত্তর: খাচায় দেখার বিষয় ডিজাইন অনুযায়ী ডায়া,রিং,স্পেসিং,জয়েন্ট, ল্যাপিং,উচ্চতা, ওয়েল্ডিং ইত্যাদি।
১৬। আচ্ছা আমরা পাইল কেন করি
উত্তর: সয়েল টেস্ট অনুযায়ী মাটির ভারবহন ক্ষমতার চেয়ে ভবনের আগত লোড বেশি হলে ড্রীপ ফাউন্ডেশন করে মাটির শক্ত স্তরে লোড টান্সফেরেন্ট করার জন্য পাইল করি।
১৭। সয়েল টেস্ট রিপোট দেখছেন
উত্তর: জি স্যার দেখেছি
১৮। কি কি থাকে রিপোটে
উত্তর: মাটির ধরন, পানির লেভেল এসপিডি বলা থাকে।
১৯। এসপিডি কি
উত্তর: SPT=Standard penetation test.
২০। পাইলে ওয়াস কেন দেওয়া হয়
উত্তর: বোরিং এর ভিতরের কাদা মাটি পরিষ্কার করার জন্য
২১। কত সময় দেওয়া হয়
উত্তর: ৩০ মিনিট বলা হয় কিন্তু পানি পরিষ্কার না আসা পর্যন্ত করলে ভাল
২২। পাইলের মসলায় স্লাম বেশী কেন দেওয়া হয়।
উত্তর: মসলা যেন কোন পানি না টানে কারন বোরিং এর পানি ময়লা থাকে।
২৩। পাইল শেষে কতদিন পরে পাইল ভাঙ্গা যায়
উত্তর: ২৮ দিন
২৪। কেন ভাঙ্গতে হয় বলতে পারবেন বলেন
উত্তর: ঢালায়ের সময় পাইলের নীচের কাদা নরম মাটি পাইল ঢালায় শেষে মাথায় এসে জমা হয় ফলে পাইলের মাথার কংক্রিট দুবল হয় সেই জন্য ভাঙ্গা হয় তাছাড়া পাইলের মাথার রড গুলো বাকিয়ে ফাউন্ডেশনের সাথে জয়েন্ট দেওয়ার জন্য. আমরা সাধারন্ত পাইল ক্যাপের বটম পযর্ন্ত বলি কিন্তু শক্ত ঢালায় ও রড না পাওয়া পযর্ন্ত ভাঙ্গতে হয়।
২৫। পাইলের কাভারিং কত
উত্তর: ৩"
২৬। ফুটিং পাইল ক্যাপ ঢালায়ের আগে আপনার দেখার কি কি আছে
উত্তর: ফুটিং ও পাইল ক্যাপ ঢালায়ের আগে করনিয় বিষয় সাটারিং চেক করা ছিদ্র আছে কিনা, ফুটিং সাথে পাইল রড বাইন্ডিং, ফুটিং এ রড স্পেসিং, ডিজাইন অনুযায়ী রডে ডায়া, জয়েন্ট গুলো চেক করা,পাইল ক্যাপের উপর দূবল কংক্রিট সড়ানো হয়েছে কিনা ইত্যাদি.
সব থেকে গুরুত্ব পুনো হল কলামের সেন্টার আর পাইল ক্যাপের সিজি মেলানো
২৭। কলাম বীম ছাদে কাভারিং কত
উত্তর: কলাম ১.৫", বীম ১.৫", ছাদে ৩/৪"
২৮। সট ও লং রোড কোন আগে দিতে হয়
উত্তর: ফুটি এ লং রড আগে আর সট রড পরে বসবে, স্লাবে সট রড আগে লং রড পরে বসায়।
২৯। কলাম, বীম, ছাদ ঢালায়ের আগে কি করতে চেক করবেন।
উত্তর: সাটারিং, লেভেলিং সাটারিং বাশ বেসিং কভারিং,ডায়া,স্পেসিং, কোন ছিদ্র আছে কিনা।
এক্সটা রড,ল্যাপিং,জয়েন্ট,ব্যবহৃত মালামালে গূণাগুণ ডিজাইন অনুযায়ী ঠিক আছে কি না দেখতে হবে.
৩০)৫০ কেজি ১৬মিমি রড কত ফিট???
৩১)৫০ টি ইটে কত ব্যাগ সিমেন্ট লাগবে???রেশিও ১:৪।
৩২) পাইল ক্যাভিটি কি?
৩৩)স্টিমেট থেকে পাইলে সিমেন্ট কম লাগে কেন?
৩৪)লে আউট স্ট্রাকচারাল/ আর্কিটেক্ট ডিজাইনে হয়?
পব:০৯

১০। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে দিতে হয় ও কেন দিতে হয়?
১১। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি চেক করতে হয়?
১২। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?
১৩। টাইলস লাগানো দেখেছেন আপনী?
১৪। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত বলেন তো? ফ্লোর ও ওয়ালে
১৫। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে আপনার করোনিও কি?
১৬। রং করার নিয়ম বলতে পারবেন। বলুন
১৭। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন
বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল থেকে কত দুরে করা হয়।
১৮। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?
১৯। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?
২০। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে ডায়া অনুযায়ী
২১। স্যানিটারী ফিটিং এর নাম বলেন
আর জিআাই ফিটিং কি?
২২। যাক এবার ইলেকট্রিক কাজ দেখেছেন কি?
২৩। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয়।
২৪। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত উচ্চতায় লাগান আপনারা।
২৫। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম কেবল দেওয়া হয়?
পব: ১০
১১। ডীপ ফাউন্ডডেশন সম্পর্কে বলতে পারবেন
১২। পাইল করেছেন আপনী
১৩।২০" পাইলে কাটার কত থাকে
১৪। পাইল করার সকল যন্ত্রপাতির নাম জানেন বলুন
১৫। খাচায় কি চেক করতে হয়।
১৬। আচ্ছা আমরা পাইল কেন করি
১৭। সয়েল টেস্ট রিপোট দেখছেন
১৮। কি কি থাকে রিপোটে
১৯। এসপিডি কি
২০। পাইলে ওয়াস কেন দেওয়া হয়
২১। কত সময় দেওয়া হয়
২২। পাইলের মসলায় স্লাম বেশী কেন দেওয়া হয়।
২৩। পাইল শেষে কতদিন পরে পাইল ভাঙ্গা যায়
২৪। কেন ভাঙ্গতে হয় বলতে পারবেন বলেন
২৫। পাইলের কাভারিং কত
২৬। ফুটিং পাইল ক্যাপ ঢালায়ের আগে আপনার দেখার কি কি আছে
২৭। কলাম বীম ছাদে কাভারিং কত
২৮। সট ও লং রোড কোন আগে দিতে হয়
২৯। কলাম, বীম, ছাদ ঢালায়ের আগে কি করতে চেক করবেন।
পব:১১
→(ফিনিশিং)←উত্তরসহ→
১। আসুন বসেন আপনার নাম?
উত্তর: ধন্যবাদ স্যার, মোঃ*********
২। এখন কোথায় আছেন?
উত্তর: *********************-****
৩। ওখানে আপনার দ্বায়িত্ব কি কি?
উত্তর: প্রজেক্ট সুপারভিশন ও অফিস ম্যানেজমেন্টো
৪। আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন?
উত্তর:*********************************
৫। আপনী কি কাজ করতে ভাল পারেন?
উত্তর: স্টাকচার ও ফিনিশিং উভয় স্যার
৭। আমরা ফিনিশিং এর লোক খুজছি?
উত্তর: ঠিক আছে স্যার
৮। আপনী কি ফিনিশিং কাজ করেছেন?
উত্তর: জি স্যার
৯। বলেন তো বিল্ডিং এর ফিনিশিং কখন থেকে শুরু হয় বা ফিনিশিং প্রজেক্ট কাকে বলে।
উত্তর: বিল্ডিং এর গাথুনী শুরু হলে আমরা ফিনিশিং প্রজেক্ট বলে থাকি।
১০। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে দিতে হয় ও কেন দিতে হয়?
উত্তর: আউট সাইডে গাথুনীতে সুতা বাহিরে দিতে হয়
কারন বাহিরের দিকে সলে থাকে তাহলে বাহির থেকে দেখতে ভাল লাগে।
১১। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি চেক করতে হয়?
উত্তর: নতুন দেয়ালে প্লাষ্টার করার আগে দেখবো ইলেকট্রিক পাইপ আর এম কে বক্স লাগানো হয়েছে কিনা, দেয়াল পৃষ্টে কোন আলগা ময়লা ধুলা আছে কিনা, ওয়াল টি পানি দারা ভিজানো হয়েছে কিনা, পর্যাপ্ত সিমেন্ট বালু ও আনুষক্গিক যন্ত্রপাতি রেডি আছৈ কিনা ইত্যাদি
১২। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?
উত্তর: প্লাষ্টার করার সময় দেখবো গজ ও সল ধরে যে প্লাষ্টার পুরুত্বে সব স্থানে হইছে কিনা উচু নিচু হইছে কি না, লাইট জ্বালিয়ে দেখলে অনেক ভাল বুঝা যায় পর্যাপ্ত কিউরিং হচ্ছে কিনা
১৩। টাইলস লাগানো দেখেছেন আপনী?
উত্তর: জি স্যার
১৪। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত বলেন তো? ফ্লোর ও ওয়ালে
উত্তর: স্ট্যান্ডাড সাইজ গুলি হল:-
ওয়াল
৮"x১২"
১০"x১৩"
১০"x১৬"
১২"x১৮"
১২"x২০"
১২"x২৪"
ইত্যাদি
ফ্লোর
১২"x১২"
১৬"x১৬"
২০"x২০"
২৪"x২৪"
৩২"x৩২"
২৪"x৪৮"
ইত্যাদি
১৫। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে আপনার করোনীয় কি?
উত্তর: প্রথমে কন্ট্রাকটর ঠিক হয়েছে কিনা, টাইলস সিলেকশন হয়েছে কিনা, টাইলস এর পরিমান বের করা, স্যানিটারী লাইন করা ও পেসার চেক করা হয়েছে কিনা, ইলেকট্রিক লাইনের কাজ হয়ে কিনা, ওয়াস্ট ওয়াটার লাইন, কোমড লাইন, বাথ রুমের জানালার গ্রীল লাগানো সকন চৌকাঠ লাগানো হয়েছে কিনা, চিপিং ওয়াসিং ইত্যাদি।
১৬। রং করার নিয়ম বলতে পারবেন। বলুন
উত্তর: রং এর সারফেসে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘোষা, ৪০নং পাথর দিয়ে ঘোষা, ওয়াটার সিলার প্রয়োগ করা, দুই কোট পুটি টানা আবার ঘোষা তারপর তিন ধাপে তিন কোট রং প্রয়োগ করা
১৭। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন
বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল থেকে কত দুরে করা হয়।
উত্তর: ১০"~ ১৪" সেন্টার
১৮। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?
উত্তর: ৩৩" স্ট্যান্ডাড
১৯। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?
উত্তর: ১২"
২০। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে ডায়া অনুযায়ী
উত্তর: ১২" ৮" ৬" ৪" ২'' ১.৫" ১.২৫" ১" ৩/৪" ১/২"
২১। স্যানিটারী ফিটিং এর নাম বলেন
আর জিআাই ফিটিং
উত্তর: প্লেইন বেন্ড, বেক ডোর বেন্ড, সাইড ডোর বেন্ড, টি, বেক ডোর টি, সাইড ডোর টি, লং ট্রাব, অবসেট, জি আই ফিটিংস......এলবো,টি, সকেট,গেট বাল্ব, ইউনিয়ন, নিপেল, বন প্লাগ, ছি পি বুস, বল বাল্ব,........ আর অনেক.. ইত্যাদি।
২২। যাক এবার ইলেকট্রিক কাজ দেখেছেন কি?
উত্তর: জি স্যার
২৩। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয়।
উত্তর: ৪৬" স্ট্যান্ডাড
২৪। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত উচ্চতায় লাগান আপনারা।
উত্তর: পাওয়ার পয়েন্ট ফ্লোর থেকে ১০"~১২" লাইট পয়েন্ট সিলিং থেকে ১৫" নীচে
২৫। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম কেবল দেওয়া হয়?
উত্তর: ১০ আর এম স্যার ছোট ফ্লাট হলে ৬ আরএম ও দেওয়া যায়
২৬। অন্য গুলি জানেন
উত্তর: জি স্যার
২৭। বলেন তো
উত্তর: এসি ৪~৩ আরএম থ্রি-পিন ১৩ এ্যাম্প ৩~২.৫ টু-পিন ২~১.৫ লাইট পয়েন্ট ১.৫ জেনারেটর ২~১.৫ আর্থিং ১ আর ই
১.Development Length বলতে কি বুঝ? ২.Confining কি? ৩.কলামের টাই রডের কাজ কি? ৪.সাইক্লিক লোড কাকে বলে? ৫.Cover ও Clear Cover এর মধ্যে পার্থক্য কি? ৬.বীমের স্টিরাপের মিনিমাম স্পেসিং কত? ৭.কার্পেট এরিয়া বলতে কি বুঝ? ৮.Ramp কাকে বলে? ৯.প্লেন টেবিল সার্ভেতে ব্যবহৃত ইকুইপমেন্ট এর তালিকা দাও। ১০.কংক্রিট কাজে ব্যবহৃত খোয়ার সাইজ গুলি লিখ? ১১.স্টিরাপ কেন ব্যবহৃত হয়? ১২.রডের ল্যাব টেস্ট গুলো নাম লিখ। ১৩.UTM কি এবং কি কাজে ব্যবহৃত হয়। ১৪.২০০ নং চালুনীর সাইজ কত? ১৫.ল্যাবরেটরিতে ইটের কি কি পরীক্ষা করা হয়? ১৬.প্রথম শ্রেণী ইটের ক্রাশিং স্ট্রেংথ প্রতি বর্গ মি.মি. কত নিউটন? ১৭.Brick Masonry কাজে ব্যবহৃত ট্যুলসের তালিকা দাও ১৮.ক্রস বিয়ারিং কাকে বলে? ১৯.Road Marking কি? ২০.আদর্শ মসলা কাকে বলে? ২১. ৫টি করে ফিক্সচার ও ফিটিংস এর নাম লিখ
#ট্রান্সপোরটেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু কমন প্রশ্ন
→লিখিত বা ভাইভা যেকোনো পরিক্ষায় থাকে→→→
১. সুপার এলিভেশন কি ? ইহা কেন প্রদান করা হয় ?
২. সুপার এলিভেশন এর একটা অংক ।
৩. বাঁকের ডিগ্রি বলতে কি বুজো ? বাঁকের প্রকারভেদ।
৪. Rigid Pavement and Flexible Pavement এর পার্থক্য । অথবা বৈশিষ্ট্য ।
৫. Dowel bar and Tie bar কোথায় প্রদান করা হয়?
৬. স্লিপারের ঘনত্ব বলতে কি বুজায় ?
৭. স্লিপারের ঘনত্ব এর একটা অংক ।
৮. রেল চেয়ার কি ?
৯. ট্রাফিক সিগন্যাল এর চিত্র।
১০. একটি Right of Way এর পরিছন্ন চিত্র ও বিভিন্ন অংশের নাম।
১১. বিভিন্ন প্রকার রেল গেজ এর পরিমাপ ও চিত্র ।
সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উত্তর→
১। Sepecification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে sepecification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় sepecification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।
২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।
২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।
৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৩৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৩৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৪০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়
বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড ডিপার্টমেন্ট এ উপ সহকারী প্রকৌশলী পদে মৌখিক পরীক্ষার কিছু নমূনা প্রশ্ন:
# পূর্তকাজ বলতে কি বোঝায়?
# বিল্ডিং এর লে আউট প্রদানের ক্ষেত্রে কি নিয়ম মানা হয়?
# জি এল এবং পি এল কি? সাধারণত পি এল এর উচ্চতা কত??
# এন.সি.এফ কি?কোথায় এবং কেন দেওয়া হয়?
# DPC কি? কোথায় দেওয়া হয়?
# একটি আদর্শ ইটের সাইজ কত?
# হলো ব্রিকস কি এবং কেন এই ইট ব্যবহার করা হয়?
# বিভিন্ন চালুনির সাইজ কি কি?
# ভালো সিমেন্টের বৈশিষ্ট্য কি?
# 72.50 গ্রেডের রড বলতে কি বোঝায়?
# BM ও TBM কি?
# ভিতর সাইড ও বাহির সাইডের প্লাস্টারের পূরুত্ব কত?
# ইটের গাঁথুনীতে দুই ইটের মাঝের মর্টারের পুরুত্ব কত?
# B.F.S ও H B B কি?
# বিভিন্ন ধরনের ইটের গাঁথুনির নাম?
# মর্টারের 1:4 বলতে কি বোঝায় ?
# সেন্টারিং ও সাটারিং কি?
# জলছাদের মালামাল এর অনুপাত কি?
# জলছাঁদে ব্যবহ্রত খোয়ার ইটের নম্বর ?
# নির্মাণ কাজে কি ধরণের মালামাল ব্যবহার করা হয়?
# কোর্স এগ্রিগেট,ফাইন এগ্রিগেট ও বাইন্ডিং ম্যাটারিয়াল কি? উদাহরণ দেন।
# চুন কি ধরণের মালামাল?
# এডমিক্সার কি?
# ফ্লাই-এশ কি ? ব্যবহার করার প্রয়োজনীয়তা?
# সিমেন্টের উপাদান সমূহ কি কি?
# কি কি ধরনের সিমেন্ট পাওয়া যায়?
# মেইন রড কোথায় দেওয়া হয়?
# ফ্যান লাইট ও সান লাইট কি এবং কোথায় দেওয়া হয়(কোন উচ্চতায়)?
# কার্নিশ,প্যারাপেট এবং ঘুগলী কি এবং কোথায় দেওয়া হয়?
# এক ঘনমিটার ইটের গাঁথুনিতে কয়টি ইট,কতটুকু বালু ও সিমেন্ট এর পরিমাণ কত?
# পয়েন্টিং কি?
# কক্ষের আদ্রতা,তাপ এবং শব্দ প্রতিরোধীতার জন্য কি ব্যবস্থা গ্রহন করা হয়?
# কবলা কি?
# এম.এস.বার ও ফ্লাট বার কি?
# কাঠের সিজিনিং কেন করা হয়?
# একটি আদর্শ ইটের ওজন কত?
# ক্যান্টিলিভার স্ল্যাবের উদাহরণ দেন এবং এর সেন্টারিং কোথা থেকে খোলা হয় এবং কেন?
# পলিথিন ও ইউ পিভিসি কি?
# 5" ইটের গাঁথুনির সিমেন্ট ও বালুর অনুপাত কি?
# একটি ফ্যারার সাইজ কত?
# এক বস্তা সিমেন্ট এর ওজন এবং আয়তন কত?
# নির্মাণ কাজে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা কি?
# শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট কি?
# একটি Cantilever Slab এর মেইন রড এঁকে দেখান।
# একটি Cantilever ও Simply supported বীম এর শেয়ার ফোর্স ও বি এম এঁকে দেখান।
# Corner Bar কেন দেওয়া হয় এবং কোথায়?
# সার্ভে কত প্রকার ও কি কি?
# সার্ভেকরণ কাজে ব্যবহ্রত যন্ত্রপাতির নাম?
# প্লেন টেবিল সার্ভে কি এবং কেন করা হয়?
# এরিয়াল সার্ভে কি?
# কন্টুর সার্ভে কি?
# রেন্জিং রড কি?
# ইঞ্জিনিয়ারিং শিকল বলতে কি বুঝায়?
# লাইন অফ কলিমেশন কি?
# Faulse Slab কোথায় দেওয়া হয়?
# ফিটিংস ও ফিক্সার এর পার্থক্য কি? উদাহরণ দেন।
# সিঁড়ি এর বিভিন্ন অংশের নাম।
# চিলাকোঠা কোথায় দেওয়া হয়?
# কি কি ধরনের টাইলস্ পাওয়া যায়?
# DADO কি এবং কেন দেওয়া হয়?
# ডোর সিল কি?
# স্লাম টেস্ট কি?কেন করা হয়?সাইজ?
# সিলিন্ডার এর সাইজ?
# কিউব এর সাইজ?
# টেস্ট procedure সমূহ ।
# স্লাব,বীম, কলাম ও মাটির নিচের ঢালাই কাজে কাভারিং কত?
# লবণাক্ত এলাকায় কাভারিং কত দেওয়া হয় এবং কেন?
# Crank কেন দেওয়া হয়?
# হুক দেওয়ার প্রয়োজনীয়তা ও সাইজ কি?
# Extra Bar কেন দেওয়া হয় এবং কোথায় ?
# ক্লিয়ার হাইট কি?
# গ্রাউটিং কি?
# Plumb Bob কি, কেন এবং প্রচলিত নাম কি?
# বিভিন্ন নির্মাণ সামগ্রীর unit weight.
# রডের পরিমান বের করার নিয়ম।
# একটি ছাঁদ ঢালাই করার পূর্বে কি কি সতর্কতা নেওয়া হয়?
# মহামান্য রাষ্ট্রপতি এর কার্যালয়,মাননীয় প্রধানমন্ত্রী এর কার্যালয়,বাংলাদেশ সচিবালয় এর পূর্ত কাজ কোন অধিদপ্তরের মাধ্যমে হয়?
# পূর্ত ভবন ও শিক্ষা ভবন কোথায় অবস্থিত?
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী পদে মৌখিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন:
# আপনি কোন পদের জন্য আবেদন করেছেন?
# পদটির ইংরেজীতে নাম কি?
# ইংরেজীতে পদটির নাম লিখুন।
# পদটির দায়িত্ব কি?
# সড়ক ও জনপথ কোন মন্ত্রনালয়ের আওতাভুক্ত এবং মাননীয় মন্ত্রীর নাম কি?
# সড়ক কত ধরনের ও কি কি?
# জাতীয় মহাসড়ক কাকে বলে?একটি উদাহরণ দেন?
# সড়ক নির্মাণের প্রথম ধাপ কি?
# সড়ক নির্মাণে ব্যবহার্য যন্ত্রপাতির নাম।
# একটি সড়কের রাইট অফ ওয়ে একেঁ দেখান।
# লেন কাকে বলে?
# Non motorised Vehicle লেন কি?
# এজিং কেন দেওয়া হয়?
# সড়কে কত ধরনের শ্লোপ দেওয়া হয়?
# Palisading কোথায় করা হয়?
# ক্যাম্বার ও গ্রেডিয়েন্ট কি এবং কোথায় দেওয়া হয় অনুপাত কত?
# ক্রাউন কি?
# সুপার ইলিভেশন কি এবং বের করার সুত্র?
# সড়কের বিভিন্ন লেয়ারের নাম ?
# ডিবিএস কি ?

Address

Khoksa, Kushtia. Dhaka
Kushtia
7020

Alerts

Be the first to know and let us send you an email when Khoksa Engineering Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share