
05/04/2025
আজ থেকে যতোদিন পর তোমাকে আমি ভুলে যাবো, ঠিক ততদিন পর; তুমি আমাকে মনে করবা.! মনে করবা আমাদের হারিয়ে যাওয়া দিন গুলোকে। তোমাকে হারিয়ে আমি যতোটা কেঁদেছি, তুমি তার থেকে দ্বিগুণ বেশি কান্না করবা, তবুও আমাকে পাবেনা। আমি যখন তোমার সাথে ছিলাম, পাশে ছিলাম, তখন তুমি আমার উপস্থিতি উপলব্ধি করতে পারোনি, তুমি বুঝোনি আমার চোখের ভাষা! যেদিন তুমি আমার অভাব টের পাবে, সেদিন তুমি আমাকে আর পাবেনা! আমি নেই এমন একটা আফসোসের নরকে তুমি আজীবন পুড়তে থাকবা, তবুও আমাকে পাবে না। যখন তুমি এই দুনিয়াই, আমার মতোন করে তোমাকে, ভালোবাসার একটি মানুষ পাবেনা, তখন তুমি তন্ন-তন্ন করে আমাকে খুঁজবা; তখন তোমার মনে হবে আমাকেই তোমার দরকার ছিলো সব থেকে বেশি; তবে সেদিন আর তুমি আমার দেখা পাবেনা। আমি হারিয়ে যাওয়ার পর তুমি আফসোস করবা, চোখের জলে বুক ভাসাবা, অথচ যখন আমি ছিলাম, তখন আমার অস্তিত্বকে তুমি অকৃতজ্ঞের মতো অস্বিকার করেছো! তোমার জন্য বড্ড মায়া হয়, তবে ভালোবাসা আসে না! এখন আর মনে হয় না তোমাকে আমার খুব প্রয়োজন! যখন আমি ছায়া দিয়ে, মায়া দিয়ে, গুরুত্ব দিয়ে তোমাকে বুঝাইতে পারলাম না, তখন আমি আলগোছে সেখান থেকে উঠে চলে আসলাম। হারিয়ে গেলাম তোমার থেকে বহু দূরে। বন্ধ করলাম তোমার ফেরার সকল রাস্তা.! ভালো থেকো তুমি, ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা!! জয় হোক ভালোবাসার!! আসিফ ভাইয়ের গানের ভাষায় বলতে চাই ❝ ভালোবাসা মানে নীল প্রজাপতি ❞ 🦋💙