
25/05/2025
সন্ধ্যা আসলে একটা শান্তির সময়। সারাদিনের ব্যস্ততা শেষে একটু নিজের সঙ্গে থাকার মুহূর্ত। আকাশের রঙ বদলায়, হাওয়া ঠাণ্ডা হয়, চারপাশের কোলাহল একটু একটু করে থেমে যায়। এমন সময়টাতে মন চায় শুধু নিরব থাকতে, ভাবতে… আর অনুভব করতে, আজকের দিনটা কার কেমন গেল কমেন্ট করে জানাবেন ।
❤️❤️শুভ সন্ধ্যা ❤️❤️
#সন্ধ্যা #মনোরম_মুহূর্ত #নীরবত