নাওটি আল্ ইসলাহ সংগঠন

নাওটি আল্ ইসলাহ সংগঠন নাওটি আল ইসলাহ্ সংগঠন।

সমাজে সুন্নাহ বাস্তবায়নের লক্ষে।🤍

ফাউন্ডেশন বিহীন বাড়ি 🥺
02/09/2025

ফাউন্ডেশন বিহীন বাড়ি 🥺

রাসূল (সাঃ) বলেছেন, আমি দেখলাম, কিছু মানুষ আছে।
22/08/2025

রাসূল (সাঃ) বলেছেন, আমি দেখলাম, কিছু মানুষ আছে।

শুধুমাত্র বিয়ে করলে আপনি সফল হবেন না!!বরং আপনি তখনই সফল হবেন?যখন আপনার জীবনসঙ্গী, একজন চরিত্রবান দ্বীনদার হবে।
21/08/2025

শুধুমাত্র বিয়ে করলে আপনি সফল হবেন না!!
বরং আপনি তখনই সফল হবেন?যখন আপনার জীবনসঙ্গী,
একজন চরিত্রবান দ্বীনদার হবে।

Day and night view of the Royal Clock Tower 🌙
21/08/2025

Day and night view of the Royal Clock Tower 🌙

20/08/2025

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না। 🌸

19/08/2025
14/08/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন ❤️
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা আলা নাবিয়্যিনা মোহাম্মদ ﷺ

07/08/2025

This is our Musjid 🤍🖤

23/07/2025

লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাঁড়িয়ে যাবে :

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন। এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে।তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত। বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে। এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো।তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি।ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতিরা শুনবেন গায়েবি আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু তায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের।
খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!
আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে
তখন জান্নাতীরা বলবেন,
আল্লাহুম্মা আনতাস সালাম,ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ!আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,
তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !
জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,
তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন-
আর কিছু চাই না ।
আল্লাহ বলবেন না না।আজ তো দেয়ার দিন।
আমি আরও দিব।বলো কি চাই ।

তখন জান্নাতিরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-
ও আল্লাহ,আমরা আপনাকে দেখতে চাই ।
আপনাকে দেখি নি কখনও। আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি।
চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন। যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন। কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন। খুব বিপদে কেউ নেই পাশে,কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন। কত চাওয়া,মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।
কত অপরাধ করেছি, কেউ দেখে নি। একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন ।বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন।মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি।

সাহাবীদের প্রশ্নের জবাবে নবিজি বলেছেন,পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি ,আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব। ইনশাআল্লাহ ।

আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !
ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন।

(আমিন)

সংগৃহীত।

আমরা যারা জাহান্নামের বিষয় উদাসীন!আগুন আসলে কি জিনিস?
22/07/2025

আমরা যারা জাহান্নামের বিষয় উদাসীন!আগুন আসলে কি জিনিস?

ইসলাম অনুযায়ী কোনো লোক/মানুষ যদি ১:পানিতে ডুবে ২: আগুনে পুড়ে ৩:কোনো মাটির নিচে চাপা পড়ে আরো কিছু কারণে ( যা আমার জানা নে...
22/07/2025

ইসলাম অনুযায়ী কোনো লোক/মানুষ যদি
১:পানিতে ডুবে
২: আগুনে পুড়ে
৩:কোনো মাটির নিচে চাপা পড়ে
আরো কিছু কারণে ( যা আমার জানা নেই) যদি মারা যায়। তাহলে তাদের মৃত্যু নাকি শহিদ দের মৃত্যুর সমতুল্য হয়।
আল্লাহ তায়ালা তাদের বিনা হিসাবে জান্নাত দান করেন!🤲💓
(যদি ইমান থাকে)
আমিন!!

21/07/2025

এত ক্ষুদ্র আর অনিশ্চিত জীবন নিয়েও আমাদের আয়োজন এর কমতি নাই!

Address

Cumilla
Laksam
3570

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাওটি আল্ ইসলাহ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share