Farjana Akter

Farjana Akter আল্লাহ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি, কেউ পাশে ছিল না। কেউ বুঝেনি, কেউ আপন না, সবাই স্বার্থপর।
(1)

কাউকে গভীর ভাবে ভালো লেগে যাওয়া যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা। তাকে ছাড়া আর কারো সাথেই কথা বলতে ভালো লাগে না! তাকে ছাড়াই কিছু ভালো লাগে না। তার সাথে সারাদিন কথা বলতে ইচ্ছে করে। তার অন্য কাউকে সহ্য হয় না। সে একটু দেরি করে রিপ্লাই দিলেই রাগ উঠে যায়। পাত্তা না দিলে নিজেকে অসহায় লাগে।🥀 আসলে সত্যি বলতে আমার জীবনটাই এমন🤗

😏
01/03/2025

😏

13/05/2024

📌যে ব্যক্তি পছন্দ করে যে, সে দোযখ থেকে নিস্তার লাভ করে জান্নাত প্রবেশ করবে সে ব্যক্তির জন্য উচিত, যেন তার মৃত্যু তার কাছে সেই সময় আসে, যে সময় সে আল্লাহতে ও পরকালে ঈমান রাখে। আর লোকেদের সাথে সেইরূপ ব্যবহার করে যেরূপ ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। (মুসলিম ৪৮৮২)

04/05/2024

⛔⚠️অনলাইনে পরিচয় গোপন রেখে নষ্টমি করবেন! অশ্লীল ছবি পাঠাবেন । বাজে গ্রুপে এড দিবেন । বাজে স্টরি দেন।শুনুন আপনাকে আমি না চিনলেও আপনার পরিচয় আমি না জানলেও। আপনার এসব কাজের জন্য, আপনার প্রতি যে আমার নেতিবাচক মানসিকতা সৃষ্টি হলো , আমি যে বিরক্ত হলাম।সাথে এহনে বিব্রতকর অবস্থায় পড়ে আমার চোখ অপবিত্র হল । এসব দায়ভার কিন্তু আপনার কাঁদে। আমি পরপারে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবো। যদি ক্ষমা না চান....!

🚫আইডিতে যদি নিচু মানসিকতার কেউ থাকেন , হয় শুধরে যান। না হয় নিজ দায়িত্ব আনফ্রেন্ড হয়ে যান। অকারণের বিরক্ত করে আমলনামা ভারি করবেন না। আল্লাহ সব দেখছে সব শুনছে। হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন 🤲❤️‍🩹

𝙀𝙞𝙙 𝙈𝙪𝙗𝙖𝙧𝙖𝙠 🌙 ঈদ মোবারক🌙‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْতাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারক!🌙ঈদের আনন্দে ...
11/04/2024

𝙀𝙞𝙙 𝙈𝙪𝙗𝙖𝙧𝙖𝙠 🌙 ঈদ মোবারক🌙
‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক!🌙

ঈদের আনন্দে মুখরিত হোক প্রতিটি ঘর,
সুখে-শান্তিতে ভরে উঠুক আপনাদের জীবন।।
আবার,
ঈদ মোবারক!🥀
সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।🥀🥀

06/04/2024

😅😔💔

19/09/2023

হরিণ 👉

06/09/2023

😇

26/07/2023

পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে, শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকে মানুষ তিরস্কার করে,সুতরাং মানুষের কাছে আপনার মুল্য ততদিন, আপনার তার প্রয়োজন যতদিন। সমাজ এরিয়ে চলুন, যার কাছে মানসিক শান্তি মিলে তাঁকে নিয়ে বাঁচুন।❤️

পেয়ারা গুলো সেই স্বাদ☺️☺️
24/07/2023

পেয়ারা গুলো সেই স্বাদ☺️☺️

Address

Lakshmipur Hospital Rood
Laksham
LAKSHMIPUR

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share