Online News Bangla

  • Home
  • Online News Bangla

Online News Bangla আমার সকল পোস্ট করার সময় 👇
সকাল~ ১০ টা
দুপুর~২ টা
রাত ~~~১০ টা

06/07/2025

ভালোবাসার লাল গোলাপ

পর্ব ২: অপ্রকাশিত অনুভূতি

রুমানার মনটা যেন এক নতুন আনন্দে ভরে ওঠে। আরিফের কবিতাটি বারবার পড়ে, প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে নেয়। তার মনে হয়, সে যেন কোনো উপন্যাসের নায়িকা হয়ে গেছে—যার প্রেমের শুরু একটি কবিতার মাধ্যমে।

তবে মনের ভিতরের কথা মুখে বলা কি এত সহজ?

এরপরের কয়েকটা দিন আরিফের সাথে তার কয়েকবার চোখাচোখি হলেও কেউ কিছু বলে না। কথা হবার মতো পরিবেশ থাকে, সময় থাকে, কিন্তু সাহস থাকে না। মাঝে মাঝে আরিফ কিছু বলতে চায়, ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ আসে না।

রুমানা ভাবে, মেয়েরা কি সবসময় অপেক্ষাই করে? কেন না সে নিজেও বলতে চায় — “আমিও তোমার কবিতার লাল গোলাপ হতে চাই।”

একদিন কলেজ শেষে রুমানা দেখে, আরিফ একা বসে আছে ক্যাম্পাসের পেছনের বটগাছের নিচে। হাতে খাতা আর কলম। চুপচাপ লিখছে। রুমানা ধীরে ধীরে এগিয়ে যায়।

— “তুমি কবিতা লেখো?”
আরিফ চমকে তাকায়। তারপর ধীরে হাসে, “হ্যাঁ, মাঝে মাঝে।”

— “তোমার লেখা সেই কবিতা… লাল গোলাপ… সেটা কি...?”
আরিফ মাথা নিচু করে বলে, “হয়তো…”

তাদের মাঝখানে কিছুক্ষণ নীরবতা। বাতাসে পাতার ঝরঝর শব্দ, গায়ে নরম আলো। হঠাৎ রুমানা বলে, “তুমি জানো? তোমার কবিতা আমাকে বদলে দিয়েছে।”

আরিফ অবাক হয়ে তাকায়। চোখে প্রশান্তির আভা।

— “আমি এখন অনেক কিছু দেখতে পাই, যা আগে চোখে পড়ত না,” রুমানা বলে। “তোমার কবিতার চোখে এই পৃথিবীটা দেখি এখন।”

সেই দিন বিকেলে তারা প্রথমবারের মতো একসাথে হাঁটে। গল্প হয় বই নিয়ে, গান নিয়ে, কবিতা নিয়ে। কিন্তু ভালোবাসা নিয়ে নয়। কেউই প্রকাশ করে না।

ভালোবাসা তখনো ছিল এক অপ্রকাশিত অনুভূতি। শব্দহীন, কিন্তু স্পষ্ট।

রুমানা রাতে ডায়েরিতে লিখে রাখে:

> “সে কিছু বলেনি, কিন্তু তার নীরবতা আমার হৃদয়ে বৃষ্টির মতো ঝরে পড়েছে।”

চলবে Next

05/07/2025

গল্প ভালোবাসার লাল গোলাপ

পর্ব ১: প্রথম দেখা

নীরব বিকেল। কলেজ ক্যাম্পাসে শেষ ক্লাস শেষে ধীরে ধীরে ছেলেমেয়েরা বেরিয়ে যাচ্ছে। রোদটা নরম, বাতাসে এক ধরনের বিষণ্নতা। ঠিক তখনই রুমানার চোখে পড়ল এক ছেলেকে — বই হাতে, গলায় হেডফোন, অথচ চোখ যেন কিছুর খোঁজে।

রুমানা থমকে দাঁড়ায়। ছেলেটি তার পরিচিত না হলেও খুব চেনা লাগে। হয়ত কোনো ক্লাসে একসাথে ছিল, অথবা লাইব্রেরিতে দেখা হয়েছিল। কিন্তু কেন যেন মন বলছে, এই ছেলেটার সাথে তার জীবনের কিছু একটা শুরু হতে যাচ্ছে।

ছেলেটার নাম আরিফ। অনার্স শেষ বর্ষে পড়ে। শান্ত স্বভাব, সাদামাটা পোশাক, আর মুখে সবসময় একটা গভীর চিন্তার ছায়া। বন্ধুরা বলে, আরিফ নাকি কবিতা লেখে। কিন্তু কাউকে দেখায় না। তার ভালোবাসা কাগজে থাকে, শব্দে গাঁথা হয়, কিন্তু মুখে বলা হয় না।

সেই দিন, হঠাৎ করেই আরিফের চোখ পড়ল রুমানার দিকে। চোখাচোখি হলো। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ নিস্তব্ধ। তারপর দুজনেই লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। তবে মনে মনে তারা দুজনেই টের পেল, কিছু একটা শুরু হয়েছে।

পরের দিন ক্লাসে রুমানা ইচ্ছে করেই একটু আগে এসে বসে। জানালার পাশে, ঠিক যেখানে বসলে আরিফকে ভালোভাবে দেখা যায়। সে জানে না কেন, কিন্তু সে চায় ছেলেটাকে দেখতে, তার কাছাকাছি থাকতে।

আরিফও যেন বুঝতে পারে। সে আরেকটু কাছে বসে, কিন্তু কোনো কথা বলে না। শুধু মাঝে মাঝে চুপি চুপি তাকায়। সেই চাহনি যেন কবিতার মতো — নীরব, কিন্তু গভীর।

দিন যায়, সপ্তাহ কেটে যায়। এই নীরব ভালোবাসা ধীরে ধীরে ফুলে ফেঁপে ওঠে। একদিন রুমানা লাইব্রেরিতে গিয়ে দেখে, আরিফ একটা কাগজ রেখে গেছে তার প্রিয় বইয়ের ভেতরে। সেখানে লেখা —

> “তোমার চোখে একটা লাল গোলাপের রঙ আছে, যা আমার প্রতিদিনের স্বপ্নকে রাঙিয়ে তোলে।”

রুমানার গাল লাল হয়ে ওঠে। সে বুঝে যায়, এই কবিতা তার জন্য। সে হাসে, প্রথমবারের মতো একা বসে, চোখে জল আসে।

এইভাবেই শুরু হয় তাদের গল্প — ভালোবাসার লাল গোলাপ।

চলবে

05/07/2025

মরণ কখন কিভাবে এসে যায় কেউ বলতে পারবেনা

03/07/2025
সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা,কোনো এক ট্রেন জার্নি তে বাচ্চা কোলে ঘুমাতে পারছে না,এইজন্য সিটে শুইয়ে দিয়ে মা বাবা নিচে...
25/06/2025

সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা,কোনো এক ট্রেন জার্নি তে বাচ্চা কোলে ঘুমাতে পারছে না,এইজন্য সিটে শুইয়ে দিয়ে মা বাবা নিচে বসে যাত্রা করছেন কষ্ট করে!🥺

বড় হওয়ার পর প্রতিটি সন্তান যদি ছোটকালে মা বাবার ভালোবাসা,যত্ন সম্পর্কে বুঝতে পারতো তাহলে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না!

সংগ্রহীত!

24/06/2025

গু'মের বিষয়ে একেক সময় একেক কথা বলেছেন তিনি

তিন শর্ত কার্যকর হলে ইরান যুদ্ধ  বিরতিতে যাইতে পারে।১-ইরানকে বিনা শর্তে পারমনুবিক দেশ ঘোষণা করা।  ২-ফিলিস্তিনকে স্বাধীন ...
24/06/2025

তিন শর্ত কার্যকর হলে ইরান যুদ্ধ বিরতিতে যাইতে পারে।
১-ইরানকে বিনা শর্তে পারমনুবিক দেশ ঘোষণা করা।
২-ফিলিস্তিনকে স্বাধীন দেশ ঘোষণা করা।
৩-আরব দেশগুলো থেকে আমেরিকার ঘাঁটি চিরতরে প্রত্যাহার করা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Online News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share