Shariar Foysal

Shariar Foysal Welcome to my page�

03/12/2023

ইসলাম বলে তুমি একা তোমার ভালোবাসার মানুষকে চাইলে হবে না তাকেও তো তোমাকে চাইতে হবে! কারণ মোনাজাতের মিল থাকলে তবেই না আল্লাহ তায়ালা মিলিয়ে দিবেন!❤️🌼

01/12/2023

যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে, নিজের কা'ম'না ও বা'স'নাকে নিয়ন্ত্রন করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়; মহাপুরুষ! তাকে ভালোবেসো! 💜🌸

30/11/2023

সময় সবসময় সমান থাকে না। আজ হয়ত আপনার সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম কিছু রেখেছেন। তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। কাল হয়তো আপনার মুখে হাসি ফুটে উঠবে।❤️

29/11/2023

সুস্থ সম্পর্কে মুগ্ধ হয়ে একটা জীবন বাঁ'চতে চেয়েছিলাম। অভিমান ভালোবাসার চেয়েও তিব্র হতে পারে তা কখনো বুঝতে পারি নি! শেষ বেলায় এক সাথে থাকলেও ভালোবাসাটা কী ছিলো ?

তুমি ব্যস্ত ছিলে অভিমানগুলোকে বাঁ'চিয়ে রাখতে, আর আমি আগের তুমিটাকে ফেরাতে।

29/11/2023

কাউকে ভালোবাসলে তাকে কত কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, যেমন অবুঝ মনের মুগ্ধতা জুড়ে সে একাকার হবে কি না, তার একান্ত অনুভবে কে, ইত্যাদি। যদি সে দেয় দারুণ স্বীকারোক্তি, তখন ধ্রুব সত্য জ্বলে ওঠে ‘তুমি আমার, একটাই তুমি’।

29/11/2023

আমরা ভাবি, ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে - সেও বেশি ভালোবাসবে।

কিন্তু এমনটা করতে গিয়ে, সে নিজেই সস্তা হয়ে যায়। অন্যদিকে অপর মানুষটা দূর্বল ভেবে, বারবার আ.'ঘা-ত করে।

29/11/2023

ডিয়ার আমি;

আবেগ কমা-ও!লাইফে কাকে দরকার,কাকে দরকার নাই সেটা বুঝতে শিখো!কে প্রায়োরিটি দিচ্ছে,কে দিচ্ছে না সেটাও বুঝতে শিখো!'আগের বোকামির কথা ভেবে এখন আর লাভ নেই!'মনে জিদ রাখো আর অবশ্যই ভালো থেকো!'তোমাকে ভালো থাকতেই হবে!🌸💝

26/11/2023

তুমি যদি মনে করো, আমি তোমায় স্বার্থের জন্য ভালোবাসি। তবে হ্যাঁ, সত্যিই আমি তোমায় নিজ স্বার্থের জন্যেই ভালোবাসি। স্বার্থ কেবল এইটুকুই; আমি তোমার পাশে থাকলে, আমার নিজেকে সুখী সুখী মনে হয়।'🖤

26/11/2023

সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী।

জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয়। শুধু ভালোবাসা হয় না! ভালোবাসা টাকা- পয়সায় থাকে না! ভালোবাসা থাকে হৃদয়ে।মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা,বিশ্বস্ততা,যত্নশীলতা আর মায়াবী চাহনিতে।

একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায়। তার ভেতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে। মন খুশিতে নাচতে থাকে। তার সবকিছু ভালো হতে থাকে।

একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে তার ভরণপোষণের খরচ যোগায়।দায়িত্ব নিয়ে আগলে রাখে। তাঁর ভালো মন্দ সবকিছু নিজের করে নেয়। তখন তার মনেও সুখ সুখ ভাব হয়।

ভোগবিলাসতাকে সুখ বলে না! সুখ হলো সেটা, যেটা হৃদয়ে প্রশান্তি দেয় । হৃদয়কে তাজা রাখে। মনকে বসন্তের কোকিলের মতো উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে । যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে।

লেখা - নাফিজ ইকবাল নূরুল্লাহ্

আমারে ভুইলা যাওয়া যদি তোমার কাছে সহজ হয়, তাইলে তুমি আমারে ভুইলা যাও। যেমন কইরা মানুষ ভুইলা যায় রাত্তিতে দেহা দুঃস্বপ্ন। ...
26/11/2023

আমারে ভুইলা যাওয়া যদি তোমার কাছে সহজ হয়, তাইলে তুমি আমারে ভুইলা যাও। যেমন কইরা মানুষ ভুইলা যায় রাত্তিতে দেহা দুঃস্বপ্ন।

আমার লগে কথা কইতে তোমার যদি একরত্তিও ভাল না লাগে, যদি মনে হয় আমার লগে কথা কওয়া অত জরুরী না, তাইলে তুমি আমার লগে কথা কওয়া বন্ধ কইরা দাও। যেমন কইরা মইরা যাওয়া মানুষ কথা বন্ধ কইরা দেয় দুনিয়ার লগে।

আমার প্রেম যদি তোমার মনের ভিত্তে দোলা না দেয়, আমার উপস্থিতিতে যদি তোমার মনের মইধ্যে আঞ্চান আঞ্চান না করে, আমার না থাকাতে যদি তোমার বুকের মইধ্যে হা-হুতাশ না লাগে, আমারে ছাড়া যদি তোমার গোটা একখান দিন হাইসা খেইলা কাইটা যায়, তাইলে তুমি যাও। অন্য নদীতে সাঁতার কাটো।

আমার অভিমান, আমার রাগ, আমার ঠুকরে ঠুকরে করা কান্না, আমার গলাকাটা মুরগীর মতো ছটফট করে মইরা যাওয়া নির্ঘুম রাইত যদি তোমারে ছুঁইবার না পারে। বুকের মইধ্যে জালা না হয়। তাইলে তুমি অন্য কোনো আঙুল ছুঁও, অন্য কারোর ভুলের ঢালে ফুল হইয়া ফোটোও, অন্য কারো নয়ন জল মুছার হাত হও। আদর হও, চাদর হও, ঘুম হও। আমার না হইয়্যা, তুমি অন্যকারো হও।

ভাঙার হইলে একবারে ভাঙো, দুঃখ দিলে দু-হাত ভইরা এক্কেবারে দাও, ছাইড়া যাইবার মন চাইলে এক্কেবারে যাও। এই ভালোবাসাহীন রোজ মইরা মইরা বাঁইচা থাকা জীবন আমার বড্ড ছারখার লাগে। ধম আঁটকাইয়া আহে।

মানুষ ভাতের অভাব সহ্য করবার পারে, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না। আমিও পারি না। তুমি যাও, তুমি যাও। ভালোবাসাহীন স্বর্গে থাকার চাইতে নিঃসঙ্গ নরকে থাকা অধিক শ্রেয়।

নারীর ছলনা যেমন ভয়ংকর আবার নারী ভালবাসা, যত্নও ভয়ংকর সুন্দর। যে পুরুষ নারীর ভালবাসা পেলো পুরোপুরি, সে পুরুষ জানে ভালবাসা...
26/11/2023

নারীর ছলনা যেমন ভয়ংকর আবার নারী ভালবাসা, যত্নও ভয়ংকর সুন্দর। যে পুরুষ নারীর ভালবাসা পেলো পুরোপুরি, সে পুরুষ জানে ভালবাসার সুখ স্বর্গীয় আর যে পুরুষ নারীর ছলনা পেলো সেই পুরুষ জানে ভালবাসায় দুঃখ নরকের।

পুরুষের মনকে সুন্দর ভাবে রাঙিয়ে তুলতে কেবল একজন নারীই পারে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন একজন পুরুষ ঘরে ফিরে, ঘরে ফিরে নারীর যত্ন, আদর ভালবাসা পায়,তখন আর পুরুষ ক্লান্তি থাকে না,তখন শান্তি নেমে আসে বুক পকেটে হাত দিয়ে দেখা যায় সুখের ঠিকানায়। নারীর কাছেই আটকে আছে পুরুষের শান্তির পতাকা।
আবার এই একই নারী যদি পুরুষকে বুকে দাবিতে ছলনায় খলনায়িকা হয়, তবে পুরুষের হাজার সুখের ঠিকানায়ও মনে হবে জেলখানার কয়াদি।

নারীর ছলনা পুরুষকে দেয় এক যন্ত্রণার জীবন,যে জীবন হতাশার ব্যর্থতার, আর নারী ভালবাসা পুরুষকে করে তুলে সাহসী, কায়দা করে গর্ত পরে যাওয়া সুখও তুলে আনতে পারে এক নিমিষেই।

লেখা - মোঃ মেহেদী হাসান

Address

Laksham

Telephone

+8801646168726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shariar Foysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shariar Foysal:

Share