Aysha Nazmun

Aysha Nazmun I'm aysha nazmun
this is my Page

27/09/2025

আসসালামুআলাইকুম
শুভ সকাল

26/09/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল সবাইকে

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূল (স.) বলেছেন:“যে তার হালাল রোযগার থেকে একটি খেজুর পরিমাণ দান করবে (আল্লাহ ত...
23/09/2025

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূল (স.) বলেছেন:

“যে তার হালাল রোযগার থেকে একটি খেজুর পরিমাণ দান করবে (আল্লাহ তা কবুল করবেন) এবং আল্লাহ হালাল বস্তু ছাড়া কিছুই গ্রহন করেন না। আর আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করবেন। অতঃপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার অশ্ব-শাবককে লালন-পালন করতে থাকে। অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায়।”

- [সহীহুল বুখারী হা/৭৪৩০, ১৪১০: (তাওহীদ প্রকাশনী); সহীহুল মুসলিমঃ ২২১১
゚viralシfypシ゚viralシ

23/09/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল

22/09/2025

কাতার কর্নিশে একটু ঘুরাঘুরি।।।। ゚viralシfypシ゚viralシ

fans

22/09/2025

Assalamualikum everyone
Good morning

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:“বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের...
21/09/2025

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা (সিজদায় গিয়ে) বেশি করে দু’আ কর।”

- [মুসলিম, রিয়াদুস সালেহীন- ১৪৯৮]
゚viralシfypシ゚viralシ

তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমার তেমন টান নেই। নেশা, আসক্তি—এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প। যদি নেশা বল...
16/02/2025

তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমার তেমন টান নেই। নেশা, আসক্তি—এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প। যদি নেশা বলতে কিছু থাকে, তবে তা কেবলই তুমি।

তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি—এসবই আমার একমাত্র নেশা। তুমি ছাড়া সবকিছুই যেন অর্থহীন। তুমিই আমার স্বপ্ন, তুমিই আমার শান্তি, আর তুমিই আমার অনন্ত আসক্তি।

আমি হাজার বার বলতে চাই....
তোমার ছাড়া আর কোনো কিছুতেই আমার মন জড়ায় না, নেশা বলতে যদি কিছু থাকে, তবে তা শুধুই তুমি।

-প্রিয় স্বামী  তুমি কি জানো, ভালোবাসা আসলে কী? ভালোবাসা মানে রাত জেগে কারও কথা ভাবা নয়, ভালোবাসা মানে হলো কারও এক চিলতে ...
31/12/2024

-প্রিয় স্বামী
তুমি কি জানো, ভালোবাসা আসলে কী? ভালোবাসা মানে রাত জেগে কারও কথা ভাবা নয়, ভালোবাসা মানে হলো কারও এক চিলতে হাসিতে পুরো পৃথিবীটা ভুলে যাওয়া। ভালোবাসা মানে কোনো বিশেষ দিনে উপহার নয়, বরং প্রতিদিন ছোট ছোট মুহূর্তে তার পাশে থাকা।

- তুমি যখন আমার পাশে থাকো, তখন মনে হয়, জীবনটা যেন এক সুন্দর কবিতা, যার প্রতিটি লাইনে শুধু তুমি। তুমি যখন আমার হাত ধরো, তখন মনে হয়, এই হাতটা কখনো ছাড়তে চাই না।

- ভালোবাসা মানে তুমি। তুমি মানেই আমার পৃথিবী। তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দও কম হয়ে যাবে, কারণ তুমি শুধু একটা নাম নও—তুমি আমার অনুভূতি!'❤️🌸
ভালোবাসা সুন্দর 🥀❤️

আকাশ ছোঁয়া স্বপ্ন তখনও ছিল,তবে খোলা মাঠের দিকে তাকিয়ে মনে হতো, পরেরগ্রামেই আকাশ নেমে এসেছে, তাই সে পর্যন্তগেলেই আকাশ ছুঁ...
28/10/2024

আকাশ ছোঁয়া স্বপ্ন তখনও ছিল,
তবে খোলা মাঠের দিকে তাকিয়ে মনে হতো, পরের
গ্রামেই আকাশ নেমে এসেছে, তাই সে পর্যন্ত
গেলেই আকাশ ছুঁতে পারব!
আর আমার পৃথিবীটাও ঠিক সে পর্যন্তই
বিস্তৃত ছিল।
তবে মন্দ ছিল না,আমি তাতেই তৃপ্ত ছিলাম।
কারণ জীবন কত সহজ ছিল!
ছোট মন কল্পনার জাল বুনতো সারাক্ষন।
বাস্তবতা কী সেটা জানার কোন প্রয়োজনই
ছিল না।
কিন্তুু নির্ঞ্ঝাট সময় খুব স্বল্প সময়
স্থায়ী থাকে।
বেঁচে থাকলে বড় হতে হয়,
আর বড় হলেই বাস্তবতার মুখোমুখি হতে হয়।
আর তখন আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই
সম্বল থাকে না।
"হে আল্লাহ, তুমি এমন কোনো বোঝা
চাপিয়ে দিও না,যা বহন করার সামর্থ্য আমার
নেই,,,,,,,

Address

Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Nazmun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share