Aysha Nazmun

Aysha Nazmun I'm aysha nazmun
this is my Page

20/09/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল

19/09/2025

আসসালামুআলাইকুম
শুভ সকাল

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:"প্রত্যেহ যখন স...
18/09/2025

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু'জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।"

- [বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]
゚viralシfypシ゚viralシalシ

Night Live
17/09/2025

Night Live

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

দুপুরের খাবারের আয়োজন      ゚viralシfypシ゚viralシalシ
15/09/2025

দুপুরের খাবারের আয়োজন


゚viralシfypシ゚viralシalシ

হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন:"যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে, ( ১).তার কাছে অ...
14/09/2025

হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন:

"যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে,
( ১).তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসূল (সাঃ) প্রিয়তর হয়।
(২). কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে। (৩).আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে। [বুখারী:১৫]
゚viralシfypシ゚viralシalシ

তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমার তেমন টান নেই। নেশা, আসক্তি—এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প। যদি নেশা বল...
16/02/2025

তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমার তেমন টান নেই। নেশা, আসক্তি—এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প। যদি নেশা বলতে কিছু থাকে, তবে তা কেবলই তুমি।

তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি—এসবই আমার একমাত্র নেশা। তুমি ছাড়া সবকিছুই যেন অর্থহীন। তুমিই আমার স্বপ্ন, তুমিই আমার শান্তি, আর তুমিই আমার অনন্ত আসক্তি।

আমি হাজার বার বলতে চাই....
তোমার ছাড়া আর কোনো কিছুতেই আমার মন জড়ায় না, নেশা বলতে যদি কিছু থাকে, তবে তা শুধুই তুমি।

-প্রিয় স্বামী  তুমি কি জানো, ভালোবাসা আসলে কী? ভালোবাসা মানে রাত জেগে কারও কথা ভাবা নয়, ভালোবাসা মানে হলো কারও এক চিলতে ...
31/12/2024

-প্রিয় স্বামী
তুমি কি জানো, ভালোবাসা আসলে কী? ভালোবাসা মানে রাত জেগে কারও কথা ভাবা নয়, ভালোবাসা মানে হলো কারও এক চিলতে হাসিতে পুরো পৃথিবীটা ভুলে যাওয়া। ভালোবাসা মানে কোনো বিশেষ দিনে উপহার নয়, বরং প্রতিদিন ছোট ছোট মুহূর্তে তার পাশে থাকা।

- তুমি যখন আমার পাশে থাকো, তখন মনে হয়, জীবনটা যেন এক সুন্দর কবিতা, যার প্রতিটি লাইনে শুধু তুমি। তুমি যখন আমার হাত ধরো, তখন মনে হয়, এই হাতটা কখনো ছাড়তে চাই না।

- ভালোবাসা মানে তুমি। তুমি মানেই আমার পৃথিবী। তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দও কম হয়ে যাবে, কারণ তুমি শুধু একটা নাম নও—তুমি আমার অনুভূতি!'❤️🌸
ভালোবাসা সুন্দর 🥀❤️

আকাশ ছোঁয়া স্বপ্ন তখনও ছিল,তবে খোলা মাঠের দিকে তাকিয়ে মনে হতো, পরেরগ্রামেই আকাশ নেমে এসেছে, তাই সে পর্যন্তগেলেই আকাশ ছুঁ...
28/10/2024

আকাশ ছোঁয়া স্বপ্ন তখনও ছিল,
তবে খোলা মাঠের দিকে তাকিয়ে মনে হতো, পরের
গ্রামেই আকাশ নেমে এসেছে, তাই সে পর্যন্ত
গেলেই আকাশ ছুঁতে পারব!
আর আমার পৃথিবীটাও ঠিক সে পর্যন্তই
বিস্তৃত ছিল।
তবে মন্দ ছিল না,আমি তাতেই তৃপ্ত ছিলাম।
কারণ জীবন কত সহজ ছিল!
ছোট মন কল্পনার জাল বুনতো সারাক্ষন।
বাস্তবতা কী সেটা জানার কোন প্রয়োজনই
ছিল না।
কিন্তুু নির্ঞ্ঝাট সময় খুব স্বল্প সময়
স্থায়ী থাকে।
বেঁচে থাকলে বড় হতে হয়,
আর বড় হলেই বাস্তবতার মুখোমুখি হতে হয়।
আর তখন আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই
সম্বল থাকে না।
"হে আল্লাহ, তুমি এমন কোনো বোঝা
চাপিয়ে দিও না,যা বহন করার সামর্থ্য আমার
নেই,,,,,,,

Address

Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Nazmun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share