Md.Al-Amin Bin Muksud

Md.Al-Amin Bin Muksud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md.Al-Amin Bin Muksud, Digital creator, Ramgonj, Lakshmipur.

03/08/2024

চেনা মানুষ গুলো কত সুন্দর করে
নিজের রূপ বদলে ফেলে!
আমি শুধু দেখে দেখে হাসি আর
ভাবনায় মগ্ন হই কাকে এতোদিন-
আপন ভেবে এসেছি!!

01/07/2024

কথা গুলো হৃদয়ে লেগেছে।
শুনে দেখুুন।ভালো লাগবে

27/06/2024

চাঁদপুর পুরাণ বাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিলাদ্রির মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি । তোমার জন্য অনেক অনেক ভালাবাসা ও শুভ কামনা রইল।


#কবিতা
#কবিতার

22/06/2024

"দোয়ার শক্তি এত বেশি যে, তা বান্দার তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে"।
আলহামদুলিল্লাহ।

(তিরমিজি ২১৩৯)

10/03/2024

_°বাস্ত'বতার আঘাতে,😅
মস্তিষ্ক ভীষণ-ভাবে বদলে গেছে...!

27/02/2024

ঐ শায়খের কথায় আপনারা কেউ অবাক হবেন না!
কারণ এটা তার জন্মস্থানের প্রতি ভালোবাসার প্রমান বহন করে,
এজন্য শায়েখ মসজিদের চেয়ে তার জন্মস্থানকে বেশি প্রধান্য দিয়েছেন,
আর মনে রাখবেন প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত হয়,
তাই শায়খের বেলায়ও সেটি হয়েছে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
20/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

14/05/2023

👉আসসালামু আলাইকুম।

👉জিব্বাতে পানি আসলে আমি দাই না।

👉আসছে "মধুমাস জৈষ্ঠ্যমাস"।

✍️আমাদের দেশের বেশিরভাগ ফলই পাওয়া যায় এই মধুমাসে,মানে জৈষ্ঠ্যমাসে। ফল ফলাদিতে ভরা এ-ই মাসে তাই বিভিন্ন রকম ফলের গন্ধে মৌ মৌ করে আমাদের চারপাশ, কি সুঘ্রাণ!

✍️আর এই মধুমাসে আমি কাজ করছি রাজশাহীর ঐতিহ্যবাহী,সুস্বাদু এবং বিখ্যাত ফল আম ও লিচু নিয়ে ।

✍️আর মাত্র কয়েক দিন পরে ই গোপালভোগ আম উঠবে ইনশাআল্লাহ। এরপর একে একে
হিমসাগর, ল্যাংড়া,আম্রপালি, হাড়িভাঙ্গা,ফজলি ইত্যাদি আম উঠবে ইনশাআল্লাহ।

👉👉👉 অর্ডার চলছে।

বিস্তারিত জানতে:
মোঃ মোঃ আল-আমিন
০১৭৩২৪৮৬০০৮

আমের নাম - গোপালভোগগোপালভোগ আম-            আমের রাজা ল্যাংড়া আমের পরেই গোপালভোগের স্থান। এই আমটি আকার গোলাকার এবং ওজনে ...
06/05/2023

আমের নাম - গোপালভোগ

গোপালভোগ আম-
আমের রাজা ল্যাংড়া আমের পরেই গোপালভোগের স্থান। এই আমটি আকার গোলাকার এবং ওজনে ২০০ থেকে ৫০০ গ্রামের মধ্যে হয়। উন্নত প্রজাতির আম মৌসুমের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে পাওয়া যায়। অসাধারণ রং অতুলনীয় মিষ্টি স্বাদ গন্ধ যুক্ত আমের খোসা একটু মোটা হয় যদিও আটি পাতলা হয়। বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে এই গোপালভোগ উন্নত মানের আমের ফলন পাওয়া যায়। আমটির শুরুতে মুকুল আসে এবং জৈষ্ঠ্য মাসের মাঝামাঝি সময় এর ফল পাকতে শুরু করে এটি প্রথমে কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ লালচে বর্ণের হয়। আসবি নাম হিসেবে এর পরিচিতি রয়েছে মে মাসের শেষের দিক থেকে এর ফলন হয়, খুব অল্প সময়ে বাজারে থাকে।
এই আমটি বাংলাদেশের রাজশাহী,নাটোর,চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতে পাওয়া যায়।

ডেলিভারির সময়:
১৫ মে এর পর থেকে গোপালভোগ আম ডেলিভারি শুরু হবে ইনশাআল্লাহ ।

বিস্তারিত জানতে:
মোঃ আল আমিন
01732486008(হোয়াটসঅ্যাপ)

29/03/2023

সে বলেছিলো, "আগামীকালই তওবা করবো! অতঃপর সে ঘুমিয়ে পড়লো, আর জাগলোই না!"

মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে।এটাই সে জিনিস, যা থেকে তুমি পালাতে চাইতে!

[সূরা, ক্বাফ - ১৯]
Alamin Bin Muksud
Time Of Islam-টাইম অফ ইসলাম

খুবই প্রাসঙ্গিক!"যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা,গিবত ও অহেতুক কথাবর্তা এবং অনুরুপ কার্যক্রম বন্ধ করেনি তার এই পানাহার পরিত্...
26/03/2023

খুবই প্রাসঙ্গিক!

"যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা,
গিবত ও অহেতুক কথাবর্তা এবং অনুরুপ কার্যক্রম বন্ধ করেনি তার এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনো মূল্য নেই।"
--- সহীহ বুখারী ১৯০৩

04/01/2023

‘‘যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করবে কিয়ামতের দিন তার আগুনের দু’টি জিহবা হবে’’।
(আবূ দাউদ ৪৮৭৩)

Send a message to learn more

Address

Ramgonj
Lakshmipur
3720

Telephone

+8801732486008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Al-Amin Bin Muksud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Al-Amin Bin Muksud:

Share