ভোজন বিলাস রেস্তোরা।

ভোজন বিলাস রেস্তোরা। সকল প্রকার ফাস্টফুড আইটেম এখানে পাবেন।

ভোজন বিলাস রেস্তোরার সাথে থাকার জন্য ধন্যবাদ।সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
30/03/2025

ভোজন বিলাস রেস্তোরার সাথে থাকার জন্য ধন্যবাদ।সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ভোজন বিলাস রেস্তোরার সাথে থাকার জন্য ধন্যবাদ।
28/03/2025

ভোজন বিলাস রেস্তোরার সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভোজন বিলাস রেস্তোরার সাথে থাকার জন্য ধন্যবাদ।
28/03/2025

ভোজন বিলাস রেস্তোরার সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভোজন বিলাস রেস্তোরায় পাবেন আকর্ষণীয় সকল ইফতার।
26/03/2025

ভোজন বিলাস রেস্তোরায় পাবেন আকর্ষণীয় সকল ইফতার।

26/08/2022

"বিয়ে, রিজিক লাভ, ডিপ্রেশন থেকে মুক্তি"
একবার হাসান বসরী রাহ. এর কাছে এক ব্যক্তি জানালো “ আমার ফসলে খরা লেগেছে। আমাকে আমল দিন” হাসান বসরী তাকে বললেন, "ইস্তিগফার করো"| কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল “আমি গরীব। আমাকে রিজক এর আমল দিন” হাসান রহ. তাকেও বললেন, "ইস্তিগফার করো"। এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন, "ইস্তিগফার করো।" উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল, “সবাইকে এক পরামর্শই দিলেন যে?” বিখ্যাত তাবেয়ী হাসান বসরী রহ. বললেন “আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি। এটা বরং আল্লাহ তায়ালা তার কুরআনে শিখিয়েছেন "। তারপর তিনি সুরা নুহ এর আয়াতটি তেলাওয়াত করলেন। (তাফসীরে কুরতুবী ১৮/৩০৩)فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
নুহ আ. বললেন “তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ( ক্ষমা চাও) নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বারিধারা বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।” (সুরা নূহ- ১০-১২)............
এই আয়াতের দ্বারা আমরা ইস্তিগফার এর যেসব উপকারিতা জানতে পারলাম। তার মধ্যে দুটি হচ্ছে ১- রিজক বৃদ্ধি ২- সন্তান লাভ। যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয়। সুতরাং এস্তেগফারের দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন।
এছাড়া অন্য আয়াতে বলেন, لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ .সালেহ আ. বলেন “তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করছ না, যাতে করে তোমরা রহমতপ্রাপ্ত হও।’’ (সুরা নমল-৪৬)
যারা পেরেশানি, হতাশা, ডিপ্রেশন, sadness, loneliness ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন, তারা ইস্তিগফারকে ‘লাযেম’ করে নিন। লাযেম মানে হচ্ছে, আপনি দিনে রাতে যথাসম্ভব ইস্তিগফার কে নিজের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। উঠতে বসতে ইস্তিগফার করতে থাকুন। আল্লাহ তায়ালা সকল পেরেশানি ও মানসিক কষ্ট দূর করে দিবেন ইনশা আল্লাহ।
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূল সা। বলেন “যে ব্যক্তি নিজের জন্যে ইস্তিগফারকে লাযেম করে নিল, আল্লাহ তায়ালা তাকে যে কোন সংকটে পথ দেখাবেন। যে কোন ধরনের পেরেশানী ও দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। এবং তাকে এমন উৎস থেকে রিযিক দান করবেন, যা সে কল্পনাও করতে পারবে না।"
লিখেছেনঃ শায়খ আব্দুল্লাহ্ আল মাহমুদ
ইস্তেগফারঃأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
আমি আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর নিকটই তাওবা করছি|
আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি
বুখারী (ফাতহুল বারীসহ) ১১/১০১, নং ৬৩০৭; মুসলিম ৪/২০৭৫, নং ২৭০২।
-সংগৃহিত

25/08/2022

দুনিয়ার চাপ মোকাবেলায় যে একটি কাজ করতে পারেন
— ড. ইয়াসির কাদি

রাসূলুল্লাহ (স) বলেন- مَنْ جَعَلَ الْهُمُومَ هَمًّا وَاحِدًا هَمَّ آخِرَتِهِ كَفَاهُ اللَّهُ هَمَّ دُنْيَاهُ وَمَنْ تَشَعَّبَتْ بِهِ الْهُمُومُ فِي أَحْوَالِ الدُّنْيَا لَمْ يُبَالِ اللَّهُ فِي أَىِّ أَوْدِيَتِهَا هَلَكَ - "যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একটি চিন্তায় কেন্দ্রীভূত করেছে, অর্থাৎ আখিরাতের চিন্তায়, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অপর দিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যেকোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক, তাতে আল্লাহ্‌র কিছু যায় আসে না।" (সুনান ইবনে মাজাহ ২৫৭)

কি চমৎকার এক হাদিস! যদি আপনি পরকালের চিন্তায় নিমগ্ন থাকেন...আল্লাহর কাছে আমি কী বলবো? শেষ বিচারের দিন আমি আল্লাহর কাছে কী উত্তর দিবো? কিভাবে আমি জান্নাত অর্জন করবো?

যদি এই চিন্তাগুলো আপনাকে উদ্বিগ্ন করে রাখে, আপনি যদি এভাবে আখেরাতের চিন্তায় আচ্ছন্ন থাকেন, আমাদের রাসূল (স) বলেছেন, كَفَاهُ اللَّهُ هَمَّ دُنْيَاهُ - দুনিয়াতে আপনার যত ধরণের উদ্বেগ, চিন্তা, উৎকণ্ঠা আছে আল্লাহ তার জন্য দায়িত্ব নিয়ে নিবেন। এরপর তিনি বলেন- আর যে ব্যক্তির সকল চিন্তা শুধু দুনিয়াবি বিষয় নিয়ে...অন্য কথায়, সে টাকা নিয়ে চিন্তিত, পরিবার নিয়ে চিন্তিত, ব্যবসা নিয়ে চিন্তিত, ভিসা নিয়ে চিন্তিত, মানুষের কথা নিয়ে চিন্তিত মোটকথা তার সকল মানসিক চাপ এই দুনিয়ার বিষয় নিয়ে। পরকাল নিয়ে তার কোনো ভাবনা নেই, চাপ নেই।

রাসূল (স) বলেন- এই লোক যে আখিরাত নিয়ে কোনো পরোয়া করে না, কিভাবে সে মরল আল্লাহ তার কোনো পরোয়া করেন না। কোন উপত্যকায় তার মৃত্যু হলো তাতে আল্লাহর কিছু যায় আসে না। অন্য কথায়, আল্লাহ এই লোকটাকে পরিত্যাগ করেছেন। কারণ, সে আল্লাহকে পরিত্যাগ করেছে।

এটি খুবই গভীর মনস্তাত্ত্বিক একটি হাদিস। যদি ভালোভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন এমনই তো হওয়ার কথা। এটা হলো অগ্রাধিকার ঠিক করা নিয়ে। যখন আন্তরিকভাবে এ বিষয়টা উপলব্ধি করবেন যে, যা আসলেই ম্যাটার করে তা হলো আখিরাত এবং আল্লাহর সন্তুষ্টি। তখন, এই দুনিয়া এবং এই দুনিয়ার সকল সমস্যা মেনেজ করা সহজ হয়ে যায়।

যখন বুঝবেন, এই দুনিয়া আর কত দিনের। দুঃখ-দুর্দশাও আর কতদিনের। শেষ ফলাফল কী হবে? তখন এটাও বুঝবেন আখেরাতের অনন্ত জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এরপর হঠাৎ করেই পার্থিব এই সমস্যাগুলো একেবারেই তুচ্ছ হয়ে যায়। একটি উদাহরণ দিচ্ছি।

ধরুন, ডাক্তার এক ব্যক্তিকে বলল, তার হার্ট ফেইল করবে। তাকে এখনি হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে হবে, কয়েক দিনের মধ্যে। নতুবা সে মারা যাবে। ঠিক সে সময় শেয়ার বাজারে পতন হওয়ায় তার কিছুটা আর্থিক ক্ষতি হলো। আপনার কি মনে হয় সে এখন শেয়ার বাজার নিয়ে কোনো পরোয়া করে? যখন সে তার হার্ট নিয়ে উদ্বিগ্ন, তার জীবন নিয়ে চিন্তিত।

তাহলে কেউ যদি দুনিয়ার সমস্যার সাথে পরকালের সমস্যার তুলনা করে পরকাল নিয়ে চিন্তিত থাকে, আমাদের রাসূল (স) বলেন, আল্লাহ তার দুনিয়ার সমস্যাগুলোর ভার নিয়ে নিবেন।

তাই, দুনিয়ার জীবনের চাপ মোকাবেলার অন্যতম শক্তিশালী একটি উপায় হলো, নিজেকে পরকালের চাপের কথা স্মরণ করিয়ে দেওয়া। পার্থিব চাপগুলো মোকাবেলার অন্যতম সেরা একটি উপায় হলো- মৃত্যু পরবর্তী জীবনের বিপদ-আপদগুলোর কথা নিজেকে বার বার স্মরণ করিয়ে দেওয়া।

তখন হঠাৎ করেই মনে হবে- এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিন্তায় নিজের ঘুম হারাম করার কোনো মানেই হয় না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিন্তায় অসুস্থ হওয়ার কোনো মানেই হয় না, ডিপ্রেশনে পড়ার কোনো অর্থ হয় না।

আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার সবকিছু আছে। আল্লাহর সাথে যদি আপনার একটি সুন্দর সম্পর্ক থাকে, এটাই যথেষ্ট। আর যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক না থাকে, তাহলে সমগ্র দুনিয়াও আপনার জন্য যথেষ্ট হবে না।

29/06/2022
29/06/2022

একদল জাহান্নামিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা
করা হবে,
কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হল?
তারা বলবে "আমরা 'নামাজ' পড়তাম না।"

[সূরা আল মুদ্দাসসির: ৪২-৪৩]

Address

Ramgati Kaca Bazar
Lakshmipur
3732

Telephone

+8801833432174

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোজন বিলাস রেস্তোরা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোজন বিলাস রেস্তোরা।:

Share