Banglar Awaaz24.com বাংলার আওয়াজ

  • Home
  • Banglar Awaaz24.com বাংলার আওয়াজ

Banglar Awaaz24.com বাংলার আওয়াজ স্বাধীনতা ও সত্যের কথা বলে সত্যের সন্?

নোয়াখালীতে ই'ফার মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের রেজিষ্ট্রেশন করে না পড়িয়ে অর্থ আত্মসাত
22/03/2023

নোয়াখালীতে ই'ফার মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের রেজিষ্ট্রেশন করে না পড়িয়ে অর্থ আত্মসাত

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের মাটি উত্তোলনকারীদের অত্যাচারে রাস্তায় চলাচল কারি পথযাত্রীরা  অসহায়আর এই মাটি উত্ত...
16/03/2023

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের মাটি উত্তোলনকারীদের অত্যাচারে রাস্তায় চলাচল কারি পথযাত্রীরা অসহায়
আর এই মাটি উত্তোলন কারিদের মূল হোতা ইউপি সদস্য আবুল কাশেম তার নেত্রীত্তে ফসলী জমির কাচা ধান কেটে মাটি উত্তলন করছে, এছাড়া নেওয়াজ পুর ইউনিয়নের খাল থেকে উত্তোলনকৃত সরকারি মাটি ভিবিন্য প্রতিষ্ঠানের নমা ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে বিক্রি কোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেকু মেশিন ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে
এই বিষয়ে জানতে চাইলে আবুল কাশেম মেম্বার বলেন আপনি আমার সাথে দেখা করেন সাক্ষাতে বিস্তারিত বলবো
মাটি ব্যাবসায়ী রায়হান এর সাথে মুঠোফোন এ কথা হলে তিনি বলেন যাহাই করছি ইউপি চেয়ারম্যান এর পরামর্শ এ করছি ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন এ সংযোগ পাওয়া জায়নি
সহকারী ভূমি কমিশনার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ক'এক বার অভিযান চালিয়ে জরিমানা করেছি তবুও মাটি ব্যাবসায়ী দের দৌরাত্ম্য বন্ধ করতে পারছিনা এখন তারা দিনে না কেটে রাত্রেই বেসির ভাগ কাটছে।

অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন
27/02/2023

অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন

বেগমগঞ্জে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত। জুনায়েদ কামাল - বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী। নোয়াখালীর বেগম...
27/02/2023

বেগমগঞ্জে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত।

জুনায়েদ কামাল - বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি, চৌমুহনী বাজার ব্যবসায়ি সীমিতির সভাপতি হুমায়ন কবির, সহ বেগমগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ত।
উল্লেখ্য সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনায় হয় এর মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার তথ্য মতে গত এক মাসে বিভিন্ন অপরাধে থানায় ১৬টি মামলার হয়।
নির্বাহী কর্মকর্তা আইন শৃংখলা উন্নতির জন্য সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহয়তা কামনা করেন।

25/02/2023
কলেজে আসার পথে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র ইস্রাফিলের মৃত্যু:-_____________________________________________________________...
31/01/2023

কলেজে আসার পথে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র ইস্রাফিলের মৃত্যু:-
_________________________________________________________________
লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা নিজাম উদ্দিন এর তথ্য ও ছবিতে বিস্তারিত

কলেজ জীবন থেকে ঝরে পড়লো সদ্য এস এস সি পাশ করা ইস্রাফিল।সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়।সে তোরাবগন্জের পাশ্ববর্তী ভবানীগন্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের হেন্জু মিয়ার ছেলে।তার বয়স-১৭বছর।
বিগত ২২ই জানুয়ারি ০২৩ইং দুপুরে রামগতি-লক্ষীপুর সড়কের কমলনগর উপজেলার চর লরেন্সের দক্ষিণ পাশের মোড়ে মোটরবাইক ও শাহ সিমেন্টের কাভার্ডভ্যান গাড়িতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় লক্ষীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় হস্তান্তার করে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।আজ সকাল ১০:০০ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালীতে স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁস, ঘটনা জানাজানিতে নববধূর মৃত্যু।নোয়াখালী থেকে জুনায়েদ কামালের তথ...
26/01/2023

নোয়াখালীতে স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁস, ঘটনা জানাজানিতে নববধূর মৃত্যু।

নোয়াখালী থেকে জুনায়েদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে আমি আপনাদের সাথে আছি মিহিরুল মিরাজ

নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চরমটুয়ার শফিগঞ্জে, স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁসের ঘটনা জানা জানিতে নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আকলিমার পরিবার হতদরিদ্র হওয়ায় পশ্চিম চরমটুয়া রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির মাষ্টার আকলিমার পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

আকলিমার পরিবারের অর্থনৈতিক দূর্বলতাকে কাজে লাগিয়ে মনির মাষ্টার কিশোরী আকলিমার দিকে কুদৃষ্টি দেয়। আকলিমা সাবালিকা হওয়ার পর থেকে স্কুল শিক্ষক মনির প্রতিনিয়ত আকলিমাকে ভোগ করে আসছে । মনির মাষ্টারের সুবিধার্থে আকলিমাকে তার প্রতিবেশী হাজী বাড়ির শাহজাহানের ছেলে আমিরের নিকট বিয়ে দেন।

আকলিমার স্বামী আমির পেশায় একজন ইট ভাটার শ্রমিক। সে কুমিল্লার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। মাষ্টারের সাথে আকলিমার পরকীয়ার সম্পর্ক জানাজানি হওয়ার পর আমির বাড়ীতে এসে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সুকৌশলে স্ত্রীর ব্যবহৃত মুঠো ফোনে অটো কল রেকর্ড চালু করে ইট ভাটায় চলে যায়।

পরবর্তীতে আমির বাড়িতে এসে কল রেকর্ড শুনে মাষ্টারের সাথে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিশ্চিত হন।

আকলিমার স্বামী আমিরের পরিবার, মনির মাষ্টারের বিচারের দাবিতে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম মেম্বারকে কল রেকর্ডের বিষয়ে অবগত করেন । হালিম মেম্বার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বিষয়টি সইতে না পেরে নববধূ আকলিমা স্ট্রোক করে মারা যায়।

বক্তারা বলেন- আকলিমা গত ১৯ জানুয়ারীতে মৃত্যু বরণ করেন। তার মরদেহ দাফন করার পূর্বে হালিম মেম্বার রহমানিয়া স্কুল কক্ষে উল্টো আমিরের বিরুদ্ধে সালিশী বৈঠকের ব্যবস্থা করেন। বৈঠকে আকলিমার মাকে ৪০ হাজার টাকা দেওয়ার জন্য তার স্বামী আমিরের পরিবারকে নির্দেশ প্রদান করে।

এমতাবস্থায় খবর পেয়ে পুলিশ সালিশী বৈঠকের রায়কে পন্ড করে আকলিমার মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যায়।

বক্তারা আরো বলেন- শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, মনির মাস্টার একজন শিক্ষক হয়ে এমন জঘন্য আচরণ করায় জাতি এর কাছ থেকে কি শিখবে? আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কি এর কাছে নিরাপদ? আমরা আইনী বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, মনির আর আকলিমার মোবাইল কল রেকর্ড ফাঁস করার কারণে মনির মাস্টার আকলিমার স্বামী আমিরসহ তার মা আমেনা বেগম, মামা সেলিম ও তার বড় ভাই আনোয়ারের বিরুদ্ধে উল্টো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পূর্ব চরমটুয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-
আইন সবার জন্য সমান, যারাই অপরাধী, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক

হাতে হাতে নতুন বই, উল্লসিত মারকাজুত তা'লীম মাদরাসার শিক্ষার্থীরা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মারকাজুত তা'লীম মাদরাস...
25/01/2023

হাতে হাতে নতুন বই, উল্লসিত মারকাজুত তা'লীম মাদরাসার শিক্ষার্থীরা
সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মারকাজুত তা'লীম মাদরাসা-লক্ষ্মীপুর, তা বাস্তবায়নে প্রয়োজন সুশিক্ষা, দীক্ষা ও অভিভাবকের সচেতনতা। আর এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। বছরের প্রথমদিন থেকেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত হচ্ছে শিক্ষার্থীরা’।
বুধবার ২৪ জানুয়ারি ২০২৩ ইং দুপুরে লক্ষ্মীপুরে মারকাজুত তা'লীম মাদরাসার পৃথক বই উৎসবে অত্র মাদরাসার পরিচালক এসব কথা বলেন। এসময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত হতে দেখা যায়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় বই কম এসেছে। এতে প্রত্যেক শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। ৩-৫ টি করে বই পেয়েছে সবাই। বাকি বই না আসায় দেওয়া হয়নি। খুব শীগ্রই বই আসবে। তখন সকল শিক্ষার্থীকে বই দেওয়া হবে।
মারকাজুত তা'লীম মাদরাসা লক্ষ্মীপুরের উত্তর স্টেশন ওয়েলকাম কমিউনিটি সেন্টারের সামনে।
উক্ত প্রতিষ্ঠানের বিভাগ সমূহঃ নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ সহ পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং আবাসিক অনাবাসিক ডে-কেয়ার রয়েছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ বেফাকুল মাদারিস বোর্ড কর্তৃক নিবন্ধনিত।

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বেলা স...
28/12/2022

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করেন। তার আগে তিনি উদ্বোধনীস্থলে পৌঁছান। বেলা ১১টার দিকে উদ্বোধনী ফলকের প্রতিরূপ (রেপ্লিকা) জনসম্মুখে উন্মোচন করেন। তাঁর সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। প্রতিরূপ উন্মোচনের পর মোনাজাত করা হয়।

সুধী সমাবেশের সূচি অনুযায়ী, প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে, বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

দুপুর ১২টা ২৫ মিনিটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

উত্তরায় আনুষ্ঠানিকতা শেষে আজ বেলা দুইটার দিকে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে ছুটবে। প্রথম যাত্রার যাত্রী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। সাধারণ যাত্রীরা অবশ্য মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়েছে, আজ উদ্বোধনের পর মেট্রোরেল চলাচল করবে সীমিতভাবে। আগামী ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও পথে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা আগারগাঁও পথের জন্য ৬ কোচবিশিষ্ট ১০টি ট্রেন প্রস্তুত করা হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা হলো প্রথম তিন মাস মেট্রোরেল মাঝের কোনো স্টেশনে থামবে না। ১০ মিনিট পর পর ট্রেন যাত্রা শুরু করবে। দিনে চলবে ৪ ঘণ্টা—সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রতিটি ট্রেন সর্বোচ্চ ২০০ যাত্রী নিয়ে চলাচল করবে। সপ্তাহে এক দিন মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকবে। অবশ্য টিকিট কাটা, ওঠানামা ও চলাচলে মানুষের অভ্যস্ততা তৈরি হলে ঘন ঘন ট্রেন চলবে, সব স্টেশনে থামবে এবং যাত্রীও বেশি নেওয়া হবে।

27/12/2022

লক্ষ্মীপুরে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

26/12/2022

ঢাকার মেট্রোরেলে যে প্রযুক্তি তা দক্ষিণ এশিয়া এবং কি জাপানে ও নেই।

26/12/2022

লক্ষ্মীপুরে সমবায় সমিতির নির্বাচন: উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

Address


Alerts

Be the first to know and let us send you an email when Banglar Awaaz24.com বাংলার আওয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Awaaz24.com বাংলার আওয়াজ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share