26/01/2023
নোয়াখালীতে স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁস, ঘটনা জানাজানিতে নববধূর মৃত্যু।
নোয়াখালী থেকে জুনায়েদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে আমি আপনাদের সাথে আছি মিহিরুল মিরাজ
নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চরমটুয়ার শফিগঞ্জে, স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁসের ঘটনা জানা জানিতে নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আকলিমার পরিবার হতদরিদ্র হওয়ায় পশ্চিম চরমটুয়া রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির মাষ্টার আকলিমার পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
আকলিমার পরিবারের অর্থনৈতিক দূর্বলতাকে কাজে লাগিয়ে মনির মাষ্টার কিশোরী আকলিমার দিকে কুদৃষ্টি দেয়। আকলিমা সাবালিকা হওয়ার পর থেকে স্কুল শিক্ষক মনির প্রতিনিয়ত আকলিমাকে ভোগ করে আসছে । মনির মাষ্টারের সুবিধার্থে আকলিমাকে তার প্রতিবেশী হাজী বাড়ির শাহজাহানের ছেলে আমিরের নিকট বিয়ে দেন।
আকলিমার স্বামী আমির পেশায় একজন ইট ভাটার শ্রমিক। সে কুমিল্লার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। মাষ্টারের সাথে আকলিমার পরকীয়ার সম্পর্ক জানাজানি হওয়ার পর আমির বাড়ীতে এসে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সুকৌশলে স্ত্রীর ব্যবহৃত মুঠো ফোনে অটো কল রেকর্ড চালু করে ইট ভাটায় চলে যায়।
পরবর্তীতে আমির বাড়িতে এসে কল রেকর্ড শুনে মাষ্টারের সাথে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিশ্চিত হন।
আকলিমার স্বামী আমিরের পরিবার, মনির মাষ্টারের বিচারের দাবিতে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম মেম্বারকে কল রেকর্ডের বিষয়ে অবগত করেন । হালিম মেম্বার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বিষয়টি সইতে না পেরে নববধূ আকলিমা স্ট্রোক করে মারা যায়।
বক্তারা বলেন- আকলিমা গত ১৯ জানুয়ারীতে মৃত্যু বরণ করেন। তার মরদেহ দাফন করার পূর্বে হালিম মেম্বার রহমানিয়া স্কুল কক্ষে উল্টো আমিরের বিরুদ্ধে সালিশী বৈঠকের ব্যবস্থা করেন। বৈঠকে আকলিমার মাকে ৪০ হাজার টাকা দেওয়ার জন্য তার স্বামী আমিরের পরিবারকে নির্দেশ প্রদান করে।
এমতাবস্থায় খবর পেয়ে পুলিশ সালিশী বৈঠকের রায়কে পন্ড করে আকলিমার মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যায়।
বক্তারা আরো বলেন- শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, মনির মাস্টার একজন শিক্ষক হয়ে এমন জঘন্য আচরণ করায় জাতি এর কাছ থেকে কি শিখবে? আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কি এর কাছে নিরাপদ? আমরা আইনী বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
স্থানীয় সুত্রে আরো জানা যায়, মনির আর আকলিমার মোবাইল কল রেকর্ড ফাঁস করার কারণে মনির মাস্টার আকলিমার স্বামী আমিরসহ তার মা আমেনা বেগম, মামা সেলিম ও তার বড় ভাই আনোয়ারের বিরুদ্ধে উল্টো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পূর্ব চরমটুয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-
আইন সবার জন্য সমান, যারাই অপরাধী, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক