Daily Ramgati

  • Home
  • Daily Ramgati

Daily Ramgati সঠিক সংবাদের দৃঢ়প্রত্যয়

লক্ষ্মীপুর রামগতি  উপজেলার বয়ারচর মুহাম্মাদপুর (তেগাছিয়া) বাজার সংলগ্ন ব্রিজটির সাথে অবশেষে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ...
29/07/2025

লক্ষ্মীপুর রামগতি উপজেলার বয়ারচর মুহাম্মাদপুর (তেগাছিয়া) বাজার সংলগ্ন ব্রিজটির সাথে অবশেষে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্রিজটির দুই পাশে সড়ক ধসে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এই ব্রিজটি মুহাম্মাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের বাজারে যাতায়াত, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলের প্রধান মাধ্যম। কিন্তু বর্তমানে ব্রিজের দুই প্রান্তে সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয়দের চলাফেরায় মারাত্মক দুর্ভোগ নেমে এসেছে। বিকল্প কোনো সড়ক না থাকায় শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

একজন বাজার ব্যবসায়ী বলেন, “এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এখন হেঁটে যেতেও ভয় লাগে, গাড়ি তো চলেই না।”

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বহুবার আবেদন জানানো হলেও কোনো টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অবশেষে এমন বিপর্যয়ের মুখে পড়েছে এলাকাবাসী।

এখনই যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সম্পাদনা – [দৈনিক রামগতি ]

রামগতি (লক্ষ্মীপুর):মেঘনার অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকার ব্রিজঘাট। নদী ত...
28/07/2025

রামগতি (লক্ষ্মীপুর):
মেঘনার অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকার ব্রিজঘাট। নদী তীরবর্তী এই গুরুত্বপূর্ণ সংযোগস্থানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও, ভাঙনের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ব্রিজঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই নদীভাঙন চলছে। কিন্তু কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ব্রিজটির পাশে মাটি সরে গিয়ে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা যানবাহনের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

একজন চালক বলেন,
"প্রতিদিন ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়। ব্রিজের পাশে মাটি দেবে গেছে, একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা হতে পারে।"
এদিকে, এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ব্রিজঘাটটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে রামগতি উপজেলার দক্ষিণাঞ্চলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

লক্ষ্মীপুর: বাংলাদেশ শিক্ষক ফোরাম (BTF) লক্ষ্মীপুর জেলা শাখার নতুন সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আলেকজান্ডার পা...
27/07/2025

লক্ষ্মীপুর: বাংলাদেশ শিক্ষক ফোরাম (BTF) লক্ষ্মীপুর জেলা শাখার নতুন সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আরিফ হোসেন।

ফোরামের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই মনোনয়ন প্রদান করা হয়।

মোহাম্মদ আরিফ হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষা উন্নয়ন, শিক্ষক স্বার্থ ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নতুন দায়িত্ব পেয়ে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অতি বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি...
27/07/2025

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অতি বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের নির্দেশনায় রামগতি উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুলাই ) উপজেলার ৯নং চর গাজী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও যুবদলের সক্রিয় কর্মীরা।

নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকা বিএনপির দায়িত্ব ও নৈতিক কর্তব্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তাঁরা।

27/07/2025
অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত রামগতির বিভিন্ন এলাকারামগতি উপজেলার বিভিন্ন এলাকা অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।...
25/07/2025

অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত রামগতির বিভিন্ন এলাকা

রামগতি উপজেলার বিভিন্ন এলাকা অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে মেঘনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও ফসলি জমি পানির নিচে চলে যায়।

উপজেলার আলেকজান্ডার, বড়খেরী, চর আলগী ও চর গাজী ইউনিয়নের বহু এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার পরিবার। বিশেষ করে মাছচাষি ও কৃষকরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার জোয়ারের পানির উচ্চতা ছিল বেশি এবং পানি উঠতে সময়ও খুব বেশি লাগেনি। ফলে তারা প্রস্তুতির সুযোগ পাননি।

লক্ষ্মীপুর২৪-এর জনপ্রিয় আঞ্চলিক ভাষার সংবাদভিত্তিক অনুষ্ঠান  #হাতদিনের_লক্কুরা-এর উপস্থাপক ও ব্যবস্থাপনা সম্পাদক আলাউদ্দ...
22/07/2025

লক্ষ্মীপুর২৪-এর জনপ্রিয় আঞ্চলিক ভাষার সংবাদভিত্তিক অনুষ্ঠান #হাতদিনের_লক্কুরা-এর উপস্থাপক ও ব্যবস্থাপনা সম্পাদক আলাউদ্দিন সাজু এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন। তিনি লন্ডন ভিত্তিক জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল 'টিভিওয়ান'-এ অফিসিয়ালি নিয়োগ পেয়েছেন।

আঞ্চলিক সংবাদ পরিবেশনায় নতুন ধারা ও স্বতন্ত্র উপস্থাপনা স্টাইলের জন্য পরিচিত সাজু, ‘হাতদিনের লক্কুরা’ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমে দীর্ঘ সময়ের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এবার তার এই আন্তর্জাতিক অগ্রযাত্রা।

টিভিওয়ান-এ তিনি নিয়মিত প্রোগ্রাম ও সংবাদ বিভাগে কাজ করবেন বলে জানা গেছে।

স্থানীয় সাংবাদিক মহল ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই এটিকে লক্ষ্মীপুর মিডিয়া অঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।

উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আহতদের জন্য জামায়াতের ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণাঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুলে...
22/07/2025

উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আহতদের জন্য জামায়াতের ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন,
“আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।”

দুর্ঘটনার পর থেকেই দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আহতদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

প্রসঙ্গত, বিমান বিধ্বস্তের ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

আমরা শোকাহত
21/07/2025

আমরা শোকাহত

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত শতাধিকঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বি...
21/07/2025

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত শতাধিক

ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পাইলট ও বাকি সবাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে একটি F‑7 BGI প্রশিক্ষণ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্কুল কর্মী মারা যান। আহতদের মধ্যে অনেকে ৫০–৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

সংবাদ প্রতিবেদন:লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদী উপকূল প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদীগর্ভে। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠা...
21/07/2025

সংবাদ প্রতিবেদন:
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদী উপকূল প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদীগর্ভে। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি—সব হারিয়ে দিশেহারা মানুষ। অথচ উপকূল রক্ষায় নেয়া হয়েছে প্রায় ৩ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প। কিন্তু বাস্তব চিত্র বলছে, বরাদ্দকৃত এই বিপুল অর্থের সুফল এখনো দেখতে পাচ্ছে না রামগতির মানুষ।

প্রকল্পের আওতায় নদীতীর সংরক্ষণ, ব্লক স্থাপন ও মজবুত বাঁধ নির্মাণের কথা থাকলেও মাঠপর্যায়ে তেমন কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, কাজের অগ্রগতি ধীর এবং কিছু স্থানে শুধুমাত্র লোক দেখানো উদ্যোগই নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে রামগতির অধিকাংশ এলাকা আগামী কয়েক বছরের মধ্যেই নদীতে বিলীন হয়ে যাবে।

উল্লেখ্য, প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। এখন প্রশ্ন—এই অল্প সময়ের মধ্যে কীভাবে বাস্তবায়ন হবে এমন একটি বৃহৎ প্রকল্প?

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “বছরের পর বছর ধরে ভাঙনের সঙ্গে যুদ্ধ করছি। সরকার টাকা দিছে শুনি, কিন্তু কাজ দেখি না। এভাবে চলতে থাকলে আমাদের রামগতি মানচিত্র থেকেই হারিয়ে যাবে।”

দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই সংকট নিরসনের কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন এলাকাবাসী ও বিশেষজ্ঞ মহল।

- আব্দুর রহমান নাহিদ

21/07/2025

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক
পক্ষে - হ্যা
বিপক্ষে - না
আপনি কোনটির পক্ষে?

Address


Telephone

+8801860638362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Ramgati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Ramgati:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share