Newstv24

Newstv24 Newstv24 সত্যের সাথে পথ চলতে চায় ইনশাআল্লা?

21/12/2022

লক্ষ্মীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব প্রেক্ষীতে "আজকের বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা থেকে সরাসরি

18/12/2022
18/12/2022

লক্ষ্মীপুরে আলহাজ্ব আবু তাহের ভূঁইয়ার এক মানবিক উদ্যোগ। আপনিও হতে পারেন এর সহযোগী।

22/11/2022

লক্ষ্মীপুরে আওয়ামীলিগের সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পাঠ।

22/11/2022

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বক্তব্য রাখছেন মন্ত্রী ওবায়দুল কাদের

22/11/2022

আজ ২২/১১/২২ লক্ষ্মীপুর জেলা আওয়ামীলিগ
এর ত্রি-বার্ষিক সম্মেলন। সরাসরি Newstv24

21/11/2022

লক্ষ্মীপুরে মাদরাসা শিক্ষককে হয়রানির অভিযোগ।

21/11/2022

কাতার বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট দিচ্ছেন ?

17/11/2022

জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি) লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন পূর্বক জাতীয় সংগীত পাঠ ও পতাকা উত্তোলন।

14/11/2022

আজ সোমবার,
লক্ষ্মীপুরের মান্দারি বাজারের কাঁচাবাজার জমে উঠেছে।

10/11/2022

নোয়াখালী জেলার চৌমুহনী বাজারে দীর্ঘ যানজট। সরাসরি Newstv24

01/11/2022

ভালোবেসে ফেলেছি ফেনীকে। বিদায় লগ্নে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।

ভালোবেসে ফেলেছি ফেনীকে! বিদায় লগ্নে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়ার facebook পেজই থেকে-ভালোবেসে ফেলেছি ফেনীকেপ্রথমদিকে বক...
01/11/2022

ভালোবেসে ফেলেছি ফেনীকে! বিদায় লগ্নে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়ার facebook পেজই থেকে-

ভালোবেসে ফেলেছি ফেনীকে

প্রথমদিকে বক্তব্য দেয়ার সময় address করতে গেলে নাম বলতে পারতাম না, চিনতামইতো না তখন ঠিকমতো সবাইকে। এখন দূর থেকে দেখেও বলতে পারি অনুষ্ঠানে, মিটিং-এ কে কে প্রেজেন্ট আছে। অথচ আমার আর address করা লাগবে না।

রাস্তাগুলোও প্যাঁচ লেগে যেতো, এখন কোন রাস্তা কোথায় মিশেছে, কোথায় ট্রাফিক পুলিশকে তৎপর করতে হবে, সব মুখস্ত। কিন্তু আমাকে আর সকালে উঠেই বড় বাজারের কাভার্ড ভ্যান, ট্রাক, সিএনজি এগুলো সরানো নিয়ে ভাবতে হবে না। ব্যবসায়ী সমিতির একেকজনের একেক সমস্যা শুনতে হবে না।

কিশোর গ্যাং সব রাস্তায় নামা বন্ধ করে দিয়েছিল, কারণ বাধ্য হয়ে পিটাতে হয়েছে অনেককে। খারাপ লেগেছে আমারও। কিন্তু কিছুই করার ছিলো না, ওরা নিজেরা কাটাকাটি করে মরে যাওয়ার চাইতে, আমার কঠোর আচরণ ওদের ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবে এই ভেবেই করা, আর ওদের ঘুমন্ত অভিভাবকদের ঘুম ভাংগিয়েছে। ডিবি, থানার টীম ত্রাশ তৈরি করেছে গ্যাং কালচার এর বিরুদ্ধে। না, তার জন্য কোনো রাজনৈতিক ব্যাক্তিদের সাথে কোনো বৈরীতা তৈরি হয় নাই। কারণ এই একটা ইস্যুকে প্রশ্রয় দিলে কারো জনপ্রিয়তাই বাড়বে না বরং কমবে, রাজনৈতিক ব্যাক্তিরাও তা জানে। সবাই সহযোগিতা করেছে। আলোচনা হয়েছে সব স্টেকহোল্ডারদের সাথে। আশা করি এই ধারাবাহিকতা থাকবে যদি সবাই আপনারা আন্তরিক হোন। নিজেদের সন্তানদের খোঁজ খবর রাখবেন। নামাজ পড়ার কথা বলে সন্ধ্যার পর কৈ যায়, দেখবেন। যারা পিটুনি খেয়েছো, ইচ্ছামতো আমাকে বকো, I don't mind. কিন্তু আমি যে কথাগুলো বলেছিলাম তা যদি মনে রাখো, you'll love yourself someday.
পুলিশের কাছে সব ইনফো আছে, তাও আমি কেন মাদকের তথ্য চেয়েছি, অনেকে অনেকরকম ভাবতেই পারেন, i don't mind. একেকজন একেকরকম ভাববেন তাইতো বারো রকমের মানুষ। একেক অফিসার একেক strategy তে কাজ করে। ঐটা আমার strategy. কারণটা তো বলবো না।

খুব সকালে ঘুম থেকে উঠে রাজাঝির দীঘির উপর যখন কুয়াশাচ্ছন্ন দেখি, দীঘিতে ভাসমান কমলা রংএর ছোট্ট চাইনিজ ডিঙ্গিতে করে একজন মাছের খাবার ছিটাচ্ছে, আমার বাংলোর কাঠবিড়ালিগুলো ছুটোছুটি করছে সাথে দেয়ালের কোনায় কামিনী আর হাস্নাহেনা গাছের ঝরে পরা ফুলের মিষ্টি গন্ধ আর পাওয়া হবে না। কারণ আমার যাওয়ার সময় হলো।

ডিএমপির বাইরে বাংলাদেশে ফেনীই আমার প্রথম কর্মস্থল। ভালোবেসে ফেলেছি ফেনীকে।

[ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়ার ফারজানার ফেসবুক ওয়াল থেকে।]

18/10/2022

কাদাপানিযুক্ত ক্ষেতের আলপথই কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের একমাত্র পথ।

17/10/2022

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) প্রাপ্ত ফলাফল-

চেয়ারম্যান
★ ওচমান পাটোয়ারী (মোবাইল) =১০০
★ জাকির হোসেন (আনারস) =৮১

সাধারণত সদস্য
★ আলাউদ্দিন সরকার (তালা) =৭১
★ কাজী হাবিবুর রহমান ( বৈদ্যুতিক পাখা) =৬৫
★ ঈসা পাটোয়ারী ( টিউবওয়েল) = ২০
★ মিনহাজ উদ্দিন খাঁন ( হাতি) =২৫

সংরক্ষিত মহিলা সদস্য
★ তাসলিমা আক্তার আখিঁ (ফুটবল) =১০৬
★ আসমা আক্তার আখিঁ (দোয়াত কলম) =৩৮
★ রনক আরা (টেলিফোন) =২৯
★শামসুন্নাহার শান্তা ( টেবিল ঘড়ি) = ০৬

12/10/2022

লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সরাসরি। Newstv24

Address


Telephone

+8801874144238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newstv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share