29/09/2025
কেউ এগ্রেসিভ কথা বললে যে তার জবাব দিতে পারিনা, তেমনটা নয়। আমি চুপ থাকি। কথার পিঠে কথা বলিনা।
এটা আমার বিনয়। আমার শিক্ষা। আমার জীবনযাপনকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার একটা ব্যক্তিগত পদ্ধতি।
যার এগ্রেসিভ কথাতে, আমার জবাব আসেনা; আমি আসলে তাকে কেয়ারও করিনা। আপনাকে বুঝতে হবে- কোন চুপ থাকার মানে পরাজয় আর কোন চুপ থাকার মানে একটা উটকো ঝামেলা এড়িয়ে যাওয়া এবং কোন চুপ থাকা মানে- আমি আপনাকে গুরুত্ব দিচ্ছিনা।
নৈশব্দ সবসময় দূর্বলতা নয়; কখনো কখনো এরচেয়ে শক্তিশালী আর কিছু হয়না।🤍