
12/07/2025
জীবন সুন্দর,
পাহাড়ের বুকে ঝরে পড়া ঝর্ণার মতো সুন্দর।
জীবন সুন্দর,
পাহাড়ে উপর ভেসে বেড়ানো মেঘেদের মতো সুন্দর।
জীবন সুন্দর,
ঝিরিপথের নিস্তব্দতায় পানির কলকল ধ্বনির মতো সুন্দর।
জীবন সুন্দর শুধু সৌন্দর্যতা উপভোগ করতে জানতে হয়।