কবিতার ভুবন 0.2

কবিতার ভুবন 0.2 মোটিভেশন গল্প,বাংলা গল্প, কাটুন, ইসলামিক শিক্ষা,হাসির কোতুক, কবিতা, গান, চড়া,নিঝুম রাতের পাখি,

18/07/2025
19/05/2025

সুখেই থাকি পাখি

যে পাখিটির বসত ছিল
বুকের গহিন কোণে,
জানি না তো হঠাৎ করেই
কি হলো তার মনে।

নীড় ভেঙে সে উড়াল দিলো
গাইলো অন্য সুরে,
হৃদয় জমিন চিড়ে ফুঁড়ে
উড়ে গেল দূরে।

আর কখনো করব না রে
মিছা ডাকাডাকি,
যে ডালেতেই বাঁধিস বাসা
সুখেই থাকিস পাখি।

এক লোক একজন রং মিস্ত্রিকে তাদের নৌকার কাছে নিয়ে এসে বললেন, ভাই এই নৌকাটিকে একটু ভালো করে রং করে দিন..!এই কথা বলে চলে গেল...
29/04/2025

এক লোক একজন রং মিস্ত্রিকে তাদের নৌকার কাছে নিয়ে এসে বললেন, ভাই এই নৌকাটিকে একটু ভালো করে রং করে দিন..!

এই কথা বলে চলে গেলেন..!

রং মিস্ত্রী কাজ শুরু করলেন।

নৌকাটি রং করতে গিয়ে তিনি দেখলেন—নৌকার তলায় ছোট একটা ফুটো আছে।

তিনি নৌকাটি ভালো করে রং করলেন।

তারপর সেই ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিলেন।

এরপরে লোকটি এসে মজুরি দিলে রং মিস্ত্রি চলে গেলেন।

পরদিন, নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে অনেকগুলো টাকা দিলেন।

রং মিস্ত্রী অবাক হয়ে বললেন—“আপনি তো আমার প্রাপ্য মজুরি গতকালকেই দিয়ে দিয়েছেন।

তবে, এই বাড়তি এতোগুলো টাকা আবার কেন দিচ্ছেন?”

নৌকার মালিক বললেন— ভাই “বাড়তি না, খুব কমই দিচ্ছি।

আপনি আমার যে উপকার করেছেন—এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।”

রং মিস্ত্রী বললেন—“ ভাই আপনার কথা কিছুই বুঝতে পারছি না৷ আমি কি এমন উপকার করলাম?

নৌকার মালিক বললে, তাহলে শুনেন, কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম—নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।”

রং মিস্ত্রী বললেন—“সেটা তো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতোগুলো টাকা?”

নৌকার মালিক তখন বললেন—“ ভাই এটা সামান্য ফুটো নয়।

আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি—ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে।

আমি ওদেরকে বলিনি—ওরাও জানে না নৌকার নিচে ছোট একটা ফুটো আছে।”

এবার তো “বুঝতেই পারছেন, আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা হয়েছিলো।

সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না।

আমার অস্থিরতা ক্রমেই বাড়ছেই।

আমি নদীর দিকে চেয়ে বসে আছি।

কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি—এই বুঝি ছেলেরা ফিরে এসেছে।”

“অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি।

দেখি—আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি—ছেলেরা নৌকা নিয়ে ফিরছে।”

“ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি।

ওরাও বুঝতে পারছে না, আজ কি এমন হয়েছে! এরপর নৌকা চেক করে দেখি—আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন।

হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন—তবে আমার আদরের সন্তান দুটি আজ হয়তো নৌকা ডুবিতে মারা যেতো।

আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন।”

Shout out to my newest followers! Excited to have you onboard! Hridoy Ahammad, অবুঝ মন শাহীন, Rimon Ahmed, Md Sumon
26/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Hridoy Ahammad, অবুঝ মন শাহীন, Rimon Ahmed, Md Sumon

16/03/2025

Alhamdulillah!!
Iftar Party-2025

Had a great time at our Department Iftar Party! It was a wonderful evening with good food, great people and lots of smiles.

Grateful to be part of such a fantastic team. Wishing everyone a blessed Ramadan!

16/03/2025

সফলতা পেতে হলে.....

With Brain Message 001 – I just got recognized as one of their top fans! 🎉
12/03/2025

With Brain Message 001 – I just got recognized as one of their top fans! 🎉

07/03/2025

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when কবিতার ভুবন 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতার ভুবন 0.2:

Share