29/04/2025
এক লোক একজন রং মিস্ত্রিকে তাদের নৌকার কাছে নিয়ে এসে বললেন, ভাই এই নৌকাটিকে একটু ভালো করে রং করে দিন..!
এই কথা বলে চলে গেলেন..!
রং মিস্ত্রী কাজ শুরু করলেন।
নৌকাটি রং করতে গিয়ে তিনি দেখলেন—নৌকার তলায় ছোট একটা ফুটো আছে।
তিনি নৌকাটি ভালো করে রং করলেন।
তারপর সেই ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিলেন।
এরপরে লোকটি এসে মজুরি দিলে রং মিস্ত্রি চলে গেলেন।
পরদিন, নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে অনেকগুলো টাকা দিলেন।
রং মিস্ত্রী অবাক হয়ে বললেন—“আপনি তো আমার প্রাপ্য মজুরি গতকালকেই দিয়ে দিয়েছেন।
তবে, এই বাড়তি এতোগুলো টাকা আবার কেন দিচ্ছেন?”
নৌকার মালিক বললেন— ভাই “বাড়তি না, খুব কমই দিচ্ছি।
আপনি আমার যে উপকার করেছেন—এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।”
রং মিস্ত্রী বললেন—“ ভাই আপনার কথা কিছুই বুঝতে পারছি না৷ আমি কি এমন উপকার করলাম?
নৌকার মালিক বললে, তাহলে শুনেন, কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম—নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।”
রং মিস্ত্রী বললেন—“সেটা তো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতোগুলো টাকা?”
নৌকার মালিক তখন বললেন—“ ভাই এটা সামান্য ফুটো নয়।
আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি—ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে।
আমি ওদেরকে বলিনি—ওরাও জানে না নৌকার নিচে ছোট একটা ফুটো আছে।”
এবার তো “বুঝতেই পারছেন, আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা হয়েছিলো।
সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না।
আমার অস্থিরতা ক্রমেই বাড়ছেই।
আমি নদীর দিকে চেয়ে বসে আছি।
কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি—এই বুঝি ছেলেরা ফিরে এসেছে।”
“অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি।
দেখি—আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি—ছেলেরা নৌকা নিয়ে ফিরছে।”
“ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি।
ওরাও বুঝতে পারছে না, আজ কি এমন হয়েছে! এরপর নৌকা চেক করে দেখি—আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন।
হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন—তবে আমার আদরের সন্তান দুটি আজ হয়তো নৌকা ডুবিতে মারা যেতো।
আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন।”