03/10/2023
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
✅কৃতজ্ঞতার ভাষা কেমন জানিনা, ভালোবাসা কি সেটা আমি হারে হারে বুঝতে পারছি,
✅আমার বিপদের সময় পারিবারিক সদস্যদের পাশাপাশি আমার এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা আন্তরিকতার, কোন কমতি ছিলো না। প্রথমে আলহামদুলিল্লাহ।
আমি কৃতজ্ঞতা জানাই, ছোটবেলা থেকে পরিবারের সাথে সম্পর্কে জড়িয়ে থাকা এ মানুষটাকে যে আমার দুঃসংবাদ পাওয়ার সাথে সাথে নিজের সব কিছু ফেলে রেখে সারাক্ষণ আমার বিষয়ে সময় দিয়েছে বাড়ি আসা পর্যন্ত মামা- রকি সওদাগর কে সেই সাথে আমার আত্মীয় স্বজনসহ বন্ধু বান্ধব আমার বাজার ব্যাবসায়ী পাড়াপ্রতিবেশি অগনিত ফেইসবুক বন্ধু সহ যারা আমার জন্য রাত জেগে নামাজ পড়ে চোখের পানি জড়াতে পারে তারাই তো আমার আপনজন আমি দেখেছি আমার প্রয়োজনে একজনের পকেটে যা ছিলো তাই দিয়ে দিছে এ ভালোবাসা আমি কিভাবে ফিরত দিবো জানিনা আমার জানামতে যে যেভাবে পেরেছে আমার জন্য, শারীরিক, মানসিক,আর্থিক, কোন কমতি রাখে নাই আমি কাউকে বলিনি কিন্তু যার যার নিজের ইচ্ছে থেকে ছুটে গিয়েছে, এসেছে আমার পাশে দাড়াতে চেষ্টা করছে আমার পরিবার কে হাজার হাজার মহিলা বাড়িতে এসে সান্ত্বনা দিয়েছে জানিনা কি করবো। তবে দোয়া করি আল্লাহ তাদের কে ও তাদের পরিবার কে সুস্থ রাখুক বিপদ মুক্ত রাখুক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারো জীবনে না ঘটে। ধন্যবাদ সাংবাদিক Yousuf Ali Mithu ভাইকে যিনি খবর পাওয়া মাত্র বাবুল মুন্সী থেকে সকল তথ্য নিয়ে রিপোর্ট করেছেন মানব জমিন পত্রিকায়।
ধন্যবাদ জানাই,পুলিশ প্রসাশন সহ ঐ এলাকার দুজন সচেতন ব্যাক্তি একজনের নাম- মামুন -আরেক ভাইর নাম আমার মনে নেই যারা আমাকে- জিম্মি কারিদের কাছ থেকে মুক্ত করে আবার আমার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করছেন। ✅ ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার জন্য অফুরন্ত ভালোবাসা দোয়া