Lakshmipur Prime News

Lakshmipur Prime News News

31/08/2025

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর সদর এর বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। এসময় উপস্থিত ছিলেন জনাব মো: মাহমুদুল ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর। এই কার্যক্রমের আওতায় ২৬ টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও রহমতখালী খালে ৪২৫ কেজি কার্পজাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

30/08/2025
30/08/2025

দোয়া ও শুভকামনা রইল ভি পি বেলাল ভাইয়ের জন্য।

চন্দ্রগঞ্জে একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারবিধি লঙ্ঘনের অভিযোগ, শিক্ষা মহলে সমালোচনালক্ষীপুর জেলা প্রতিন...
25/08/2025

চন্দ্রগঞ্জে একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রার

বিধি লঙ্ঘনের অভিযোগ, শিক্ষা মহলে সমালোচনা

লক্ষীপুর জেলা প্রতিনিধি::::
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের এক এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।

অভিযোগে জানা যায়, চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা কাজী এমরান হোসেন রামপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্মীয়) পদে কর্মরত। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করছেন। পাশাপাশি তিনি একই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার পদেও বহাল আছেন।

আইনের বিধান

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা ও এমপিও কাঠামো ২০২০ সালের সংশোধিত বিধি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একাধিক পদে চাকরি করতে পারবেন না। একসঙ্গে দুটি আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকলে তার এমপিও বাতিল ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নিয়ম রয়েছে।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের দাবি, নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে থেকেও কাজী এমরান হোসেন নিয়মিত কাজ করেন না। তিনি এ দায়িত্ব পালন করাচ্ছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বালুচরা হাছানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদের মাধ্যমে।

কাজী এমরানের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী এমরান হোসেন প্রথমে দাবি করেন, তার উভয় পদই বেসরকারি। পরে আবার বলেন, “এই দুটি প্রতিষ্ঠান আধা সরকারি।”

এছাড়া তিনি আরও দাবি করেন, “আমি একা নই, লক্ষ্মীপুর জেলায় প্রায় ২৫জন নিকাহ রেজিস্ট্রার আছেন যারা একই সঙ্গে দু’টি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এ বিষয়ে জেলা রেজিস্ট্রার (ডিআরও) অবগত আছেন।”

সবশেষে তিনি বলেন, “যদি সরকারি বিধিমালায় একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে চাকরি করা অবৈধ হয়, তবে আমি যেকোনো একটি পদ ছেড়ে দেব।”

23/08/2025

চন্দ্রগন্জ থানা বি এন পি সন্মেলন নিয়ে সভাপতি প্রার্থী শরীফ উদ্দিন পাটোয়ারী সুন্দর বক্তব্য ::: ::::::তৃনমূল থেকে বেড়ে উঠা সৎ ও নিষ্ঠাবান সংগঠক, লক্ষীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, লক্ষীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, লক্ষীপুর সদর উপজেলা বি এন পি সাবেক সাংগঠনিক সম্পাদক, চন্দ্রগন্জ থানা বি এন পি যুগ্ন আহবায়ক জনাব শরীফ উদ্দিন পাটোয়ারী চন্দ্রগন্জ থানাধীন সকল ইউনিয়ন বি এন পি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শরীফ উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের এক সাক্ষাৎ কারে জানান লক্ষীপুর জেলা বি এন পি যে কোন সিদ্বান্ত তিনি মেনে নিবেন।শরীফ উদ্দিন পাটোয়ারী আরও বলেন আমি ঐক্য হলেও আছি ভোট হলেও আছি।।

19/08/2025

Hello friends Today I came back to you with another video,This song is a "Nazrul Geeti" that modern artists have sung as their own, This song is sung in a d...

19/08/2025

go Sukumar

19/08/2025

E-Sound Music Presents Bengali Folk Song of Baul Sukumar “Manush Boroi Sharthopor” composed by "Rohan Raj" and the lyrics of this new song are penned by “Roh...

19/08/2025

Ataur bd

Address

Lakshmipur, Sadar, Bagbari, Sadar
Lakshmipur
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Prime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share