27/09/2024
আপনাকে গালি দিয়েছে, কিছুই করতে পারিনি।🥹 আপনার স্ত্রীগণের সম্মানহানি করেছে নিস্তব্ধ ছিলাম৷
আপনার প্রিয় সহোদর সাহাবী আজমাইনদের শানে অকথ্য ভাষা বলেছে, আপনার এই জালিম উম্মত কেবল চেয়ে চেয়ে দেখেছে।🥹
মাফ করে দিয়েন রাসূলুল্লাহ্। আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে খুব। আপনার মদীনায় ছুট্টে গিয়ে আকুতি মিনতি করে বলতে ইচ্ছে হচ্ছে, "আমি অপারগ।" আমি আপনার বিলালের মতো অপারগ রাসূলুল্লাহ। আমাকে একটু জড়িয়ে ধরুন না, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)।"
|| সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ||