04/08/2024
🚨নির্দেশনা 🚨
লংমার্চ টু ঢাকা - ঢাকার সকল উপজেলা ও জেলা সমূহের জন্য ।
🚨দোহার-নবাবগঞ্জ : আপনারা বাস না পেলে সি এন জি -অটোরিক্সা , বাইকে করে মোহাম্মদপুর বছিলা দিয়ে ঢাকায় ঢুকার চেস্টা করবেন । এখানে আমাদের শক্ত অবস্থান থাকবে ।
🚨কেরানীগঞ্জ বাসী আপনারা যেই ভাবে পারেন দরকার হলে পায়ে হেটে বাবু বাজার ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ করবেন । এবং শাহাবাগ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাবেন
🚨 নারায়ণগঞ্জ বাসী এইবার আপনাদের পালা , আপনারা হচ্ছেন আরেক ঢাকাইয়া । আশা করি আপনাদের সবচেয়ে কাছে পাবো । এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হবেন।
রূপগঞ্জ বাসীকে অনুরোধ করবো ৩০০ফিট দিয়ে বসুন্ধরা গেটে শিক্ষার্থীদের সাথে মিলিত হবেন।
🚨মুন্সিগঞ্জ সদর : মুন্সিগঞ্জ বাসী আপনাদের আজকের রক্তের প্রতিশোধ নিতেই হবে । বিশেষ করে হরগঙ্গা কলেজের প্রতি অনুরোধ , আপনারা নদী পার হয়ে নারায়ণগঞ্জ বাসীর সাথে একসাথে ঢাকায় প্রবেশ করুন কিংবা লঞ্চ ট্রলারে করে সদরঘাট চলে আসুন । একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় - শাহাবাগে আসবেন।
🚨 মুন্সিগঞ্জের শ্রীনগর সিরাজদিখান : আপনারা ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে বাস , সি এন জি , বাইক কিংবা পায়ে হেটে পোস্তগোলা পয়েন্ট দিয়ে প্রবেশ করুন । এবং শাহাবাগের দিকে অগ্রসর হবেন।
🚨 মানিকগঞ্জ : আপনারা সাভার - নবীনগর বাসীর সাথে মিলিত হয়ে আমিন বাজার ব্রিজ দিয়ে প্রবেশ করবেন। গাবতলী তে জাহাঙ্গীর নগর এর শিক্ষার্থীদের সাথে মিলিত হবেন।
🚨 গাজীপুর : আপনারা আব্দুল্লাহপুর দিয়ে প্রবেশ করে ১১ টায় উত্তরায় শিক্ষার্থী দের সাথে মিলিত হবেন। টংগী জয়দেবপুর বাসীকে বিশেষ অনুরোধ থাকবে ।
🚨 নরসিংদী : আপনারা রিক্সা , সি এন জি ভেঙ্গে ভেঙে টংগী স্টেশন রোড অথবা কেউ ডেমরা দিয়ে প্রবেশ করুন।
সাভার-নবীনগর, ধামরাই আপনারা গাবতলী তে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিত হবেন ।
আপনারা ঢাকা আসেন , পরবর্তী গন্তব্য আমরা জানি ।
এই বার্তা শুধু শিক্ষার্থীদের প্রতি নয়, সকল দেশবাসীর প্রতি , আপনারা বেরিয়ে পড়ুন , জনস্রোত আপনাদেরকে গন্তব্যে নিয়ে যাবে ।
"চলো সবাই ঢাকা চলো , বাংলাদেশ রক্ষা করো"