
03/06/2025
এ কেমন সেনাবাহিনী?
ধিক্কার জানাই,😡
১৩ ব্যাটালিয়নের দেশপ্রেমিক, সাহসী সৈনিক নায়েক আব্দুল বারী সরকার৷ যিনি ফ্যা'সি'স্ট হাসিনার সাজানো রায়ে বর্তমানে যাবজ্জী'বন দ'ণ্ডপ্রাপ্ত হিসেবে কা'রাভোগ করছেন৷ গত চার দিন আগে কা'রাগা'রের অপরিচ্ছন্ন, পিচ্ছিল বাথরুমে পরে গিয়ে হাত গু'রুতর'ভাবে ভেঙে যায়৷ এরপর তাকে প'ঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রহস্যজনক কারনে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না৷ সবচেয়ে অ'মানবিক বিষয় হলো হাসপাতালের বিছানাতেও বারী সরকারের পায়ে ডাণ্ডা বেরি পরিয়ে রাখা হয়েছে,
কি চমৎকার স্বাধীনতা!!!!
সে'নাবহিনীর কাছে কোন মানবিক আচরন আর চাই না, কারন সে'নাবাহিনী এখনও অমা'নুষদের দ্বারাই পরিচালিত হচ্ছে৷ তবে মনে রেখেন আল্লাহর কাছে এর প্রাপ্য বুঝে পাবেন৷
বিডিআর পরিবারগুলোর এই দীর্ঘশ্বাসের ফল আপনাদেরকে একদিন ভোগ করতে হবে৷