Newsportalbd

Newsportalbd দেশ ও দশের প্রতিদিনকার তথ্যবহুল সংবাদ প্রকাশে আমাদের প্রচেষ্টা...

আগামী ৫জুলাই শনিবার ২০২৫ইং তারিখে রামগঞ্জ পৌর সাতারপাড়া-নন্দনপুর ওয়ার্ড বিএনপির নির্বাচন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন...
02/07/2025

আগামী ৫জুলাই শনিবার ২০২৫ইং তারিখে রামগঞ্জ পৌর সাতারপাড়া-নন্দনপুর ওয়ার্ড বিএনপির নির্বাচন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে...
উক্ত নির্বাচনে ত্যাগি ও পরিক্ষীত এবং তৃণমূল ভোটারদের পছন্দের প্রার্থী গোলাম রব্বানী দুলালকে মোরগ প্রতীকে আপনার মহা মূল্যবান ভোটখানা দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন সাতারপাড়া-নন্দনপুর ও রামগঞ্জ পৌর এলাকার জনগণ।

রামগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রব্বানী দুলাল ও তার কষ্টগাথা নিজস্ব প্রতিবেদক: গোলাম রব্বান...
24/06/2025

রামগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রব্বানী দুলাল ও তার কষ্টগাথা

নিজস্ব প্রতিবেদক:
গোলাম রব্বানী দুলাল, রামগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড সাতারপাড়া-নন্দনপুর গ্রামের বাসিন্দা। ওয়ালী পন্ডিত বাড়ীই যার বসত। সারাদেশে বিএনপিতে পুনর্জাগরণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতা নির্বাচন বা গোপন ব্যালটে ভোটগ্রহণ চলছে। এ ভোটের মাধ্যমে দলের নিবেদিত প্রান নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকা তার ব্যতিক্রম নয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডে গোপন ব্যালটে নির্বাচন শেষ পর্যায়ে। সাতারপাড়া-নন্দনপুর ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পতিত সরকারের মামলা, হামলা, শারিরীক ও আর্থিক নির্যাতনের শিকার রামগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী দুলাল।
ভোটের তারিখ ঘোষণা করা না হলেও এ ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন গোলাম রব্বানী দুলাল, ভোটারদের সাথে কথা বলছেন। দীর্ঘদিন ভোট দিতে না পারা ভোটারদের মাঝেও দেখা দিয়েছে উৎসাহের আমেজ। তারাও আগের মতো গোলাম রব্বানী দুলালকে নিজেদের মতো আপন করে নিচ্ছেন। ভোটাররাও একজন নিবেদিত প্রান কর্মীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ব্যপারে সংকল্পবদ্ধ।
উৎসাহঘন পরিবেশের মাঝেও ভারাক্রান্ত মনে গোলাম রব্বানী দুলাল জানান,
বিএনপি করার অপরাধে ২০০৭ইং সনে রামগঞ্জ সরকারি কলেজ ভাঙচুর মামলায় আসামী করা হয়। রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ফজলে এলাহী বাদী হয়ে ১৬-৯-২০০৭ইং সনে মামলাটি দায়ের করেন।
বিএনপি করার অপরাধে রামগঞ্জ উপজেলার হোটাটিয়া গ্রামের আলোচিত যুবলীগ নেতা তোফায়েল হত্যা মামলায় পুলিশি হয়রানির শিকার হতে হয়। ২৩-৯-২০০৯ইং সনে হত্যা মামলাটি দায়ের করেন তোফায়েল আহম্মেদের স্ত্রী রীনা বেগম। দীর্ঘদিন পালিয়ে বেড়ান।
বিএনপি করার অপরাধে রামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরান বাদী হয়ে ৪-৪-২০০৯ইং সনে রামগঞ্জ থানায় হামলা ভাঙচুরের দায়েরকৃত মিথ্যা মামলায় আসামী করে গোলাম রব্বানী দুলালকে।
বিএনপি করার অপরাধে পৌর কমরদিয়া গ্রামের আজম ফারুক বাদী হয়ে ২০১৪ইং সনে হামলা ভাঙচুরের দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ান দিনের পর দিন।
বিএনপি করার অপরাধে মঈন উদ্দিন আহম্মেদের ১/১১’র তত্বাবধায়ক সরকারের শাসনামলে হামলার শিকার হয়ে দীর্ঘদিন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি করার অপরাধে ২০১২ইং সনে বিএনপির বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশের উপর হামলার মিথ্যা অভিযোগে রামগঞ্জ থানার তৎকালীন এস আই আবুল কাশেম সরকারের দায়েরকৃত মামলায় গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হয়েছে মাসের পর মাস।
বিএনপি করার অপরাধে ২০১৮ইং সনে রমজান মাসে মসজিদে এতেকাফে থাকাবস্থায়ও মামলার আসামী হতে হয়েছে।
একই বছর রামগঞ্জ মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করার মিথ্যা অভিযোগে মামলায় আসামী করা হয়। রামগঞ্জ থানায় মামলাটি করেন বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মেদ।
অধিকাংশ মামলায় গোলাম রব্বানী দুলালের সাথে আসামী করা হয় রামগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ ও তৃণমূল নেতাকর্মীকে।
মামলা হামলায় গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক, নিরুদ্দেশ ও রামগঞ্জ সরকারি কলেজের নিজ কর্মস্থলে অনুপস্থিতির কারনে আওয়ামীলীগ সরকারের আজ্ঞাবহ কলেজ প্রশাসন ২০১৪ইং সনে গোলাম রব্বানী দুলালকে সরকারি চাকুরি ছাড়তে বাধ্য করে।
পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বার বার নির্যাতিত হয়ে লাখ লাখ টাকার ক্ষতি সাধিত হলেও ১৯দফা কর্মসূচির প্রবক্তা- বাংলাদেশ জাতীয়তাবাদীদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে মুহুর্তের জন্যও ভুলে যাননি। ঘরবাড়ী ছেড়ে গোপনে দলীয় সভা সেমিনারে অংশগ্রহণ ছিলো দৃশ্যমান। গভীর রাতে বাড়ী ফিরে আসলেও পুলিশি গ্রেফতার এড়াতে আবার রাতের আঁধারে চলে যেতেন অন্যত্রে।
২০২১ইং সনে আওয়ামীলীগের রক্তচক্ষু উপেক্ষা করে রামগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড সাতারপাড়া-নন্দনপুর থেকে কাউন্সিলর পদে পাঞ্জাবী প্রতীকে প্রার্থী হন গোলাম রব্বানী দুলাল। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি।
ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বিএনপি অধ্যুষিত এলাকা খ্যাত সাতারপাড়া ও নন্দনপুর ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন গোলাম রব্বানী দুলাল। জয় লাভ করেন আওয়ামীলীগসহ সর্বদলখেকো মাফিয়া দেলোয়ার হোসেন ওরফে দেলু এসপি। এলাকাবাসীর ভাষ্যমতে স্বাধীনতা পরবর্তী সময়ে যা ছিলো এ এলাকাবাসীর জন্য অভিশাপ।
কাউন্সিলর প্রার্থী হয়ে বিরাগভাজন হন কতিথ স্বার্থান্বেসী মহলের। আবারও শুরু হয় আর্থিক, শারিরীক ও মানসিক নির্যাতন। দিনের পর দিন নিজ গ্রাম ও বাড়ীতে তার অনুপস্থিতিতে নন্দনপুর ওয়ালী পন্ডিত বাড়ীর নিজ বসতঘরের সামনের ক্রয়কৃত সম্পত্তি দখল করে নেয় আওয়ামীলীগের প্রভাবশালীরা।
ছেলেরা প্রবাসে- মেয়েরা স্বামীর বাড়ীতে থাকার কারনে ঘরে মারাত্মক অসুস্থ্য স্ত্রী মাজুদা বেগম একপ্রকার বিনা চিকিৎসায় মারা যান। এত নির্যাতনের পরও থেমে থাকেনি গোলাম রব্বানী দুলালের দলীয় কার্যক্রম।
এবার নিজদলের নেতাকর্মীদের সম্মানে অত্র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন গোলাম রব্বানী দুলাল।
গোলাম রব্বানী দুলাল এলাকার বিএনপির কর্মী, সমর্থক ও ভোটারদের কাছে ভোট প্রার্থণা করে জানান, শেষ বয়সে আর কোন অভাব অভিযোগ বা চাহিদা থাকার কথা নয়। বিএনপি ক্ষমতায় ছিলো, কখনো লোভ করিনি। দল বিক্রি করিনি। দলের সিদ্ধান্তের বাহিরে যাইনি। দলীয় কার্যক্রমে অংশ নিতে গিয়ে নিজে পথের ভিখেরী হয়েছি। স্ত্রীকে আজীবনের জন্য হারিয়েছি। মামলা হামলায় লাখ লাখ টাকা খুইয়েছি। তারপরও শহীদ জিয়ার আদর্শের রাজনীতি ছেড়ে যাইনি। কোন অনৈতিক সুবিধা ভোগ করিনি।
আমি মুসলমান, বিএনপির রাজনীতি করি এটাই আমার বড় প্রাপ্তি। সকলের কাছে আমি তাদের প্রকৃত আমানত ভোট- দোয়া ও ভালোবাসা প্রত্যাশি।

অপহরন আশঙ্কায় ৪ দিন নিখোঁজ সাইমুনের মায়ের আহাজারিনিজস্ব প্রতিবেদক: নবম শ্রেণির শিক্ষার্থী ও রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশাল...
25/05/2025

অপহরন আশঙ্কায় ৪ দিন নিখোঁজ সাইমুনের মায়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক:
নবম শ্রেণির শিক্ষার্থী ও রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের নাজির আলী হাজী বাড়ীর সৌদি প্রবাসী বাবা শামসুল ইসলাম ভুট্টু ও মা মর্জিনা বেগম ছেলে সাইমুন ইসলাম (১৫) নিখোঁজের ৪দিন পার হতে চললেও অধ্যাবদি কোন খোঁজ না পেয়ে নাওয়া খাওয়া ছেড়ে এক প্রকার শয্যাশায়ী হয়ে পড়েছেন।
মা মর্জিনা বেগম ছেলের নিরুদ্দেশে কাঁদতে কাঁদতে পাগলপ্রায়। অপহরন ও বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মা স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কোন কুলকিনারা না পেয়ে পাগলের মতো দিগি¦দিক ছুটাছুটি করছেন।
নিখোঁজ সাইমুন ইসলাম পাশ্ববর্তী চাটখিল উপজেলার শোশালিয়া মোশারফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
মা মজির্না বেগম জানান, পড়ালেখা ও পারিবারিক বিষয় নিয়ে সাইমুন ইসলামকে বকাঝকা দিলে সাইমুন গত ২২ মে (বুধবার) সকাল ৮টায় স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে গিয়ে আজ ২৫ মে শনিবার ঘরে ফিরে আসেনি। এক শার্ট, এক প্যান্ট ও স্কুল ব্যাগ নিয়ে নিরুদ্দেশ রয়েছে আজ ৪দিন। তার হাতে থাকা মোবাইল ফোনটিও ঘটনার দিন থেকে বন্ধ রয়েছে।
মা মর্জিনা বেগম আরো জানান আমার ছেলেকে কেউ অপহরন করতে পারে। আমার ছেলে কখনো আমাকে ছাড়া থাকেনি। আজ ৪দিন আমার ছেলেকে আমি কোথাও খুঁজে পাইনি। আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি ধমকি দেয়া হচ্ছে। কেউ কেউ বলছে আমার ছেলে তার সহপাঠি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমাদের আত্মীয়স্বজনরা সাইমুনকে সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে অজানায় আশঙ্কায় দিনাতিপাত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক জানান, ঘটনার দিন সকাল ৯টার পর রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার এলাকায় সাইমুনকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। কিছুক্ষণ পরে অজ্ঞাত একটি সিএনজি অটোরিক্সায় করে সে স্থান ত্যাগ করে।
ছেলেকে সুস্থ্য ও স্বাভাবিকভাবে ফিরে পেতে মা মর্জিনা বেগম ২৩ মে শুক্রবার বিকালে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।
সাধারণ ডায়েরী করার দিন রাতে মধ্য শোশালিয়া গ্রামের দুলুপের বাড়ীর জনৈক আবুল কাশেম মোবাইল ফোনে সাইমুনের আত্মীয়স্বজনকে জানান, তার ছোট ভাই মোঃ আউয়ালের মেয়ে সুরাইয়া আফরিন লাইজু প্রকাশ প্রিয়ন (১৭) কে বিয়ে করেছে সাইমুন ইসলাম। সাইমুন ইসলামের বিষয়টি নিয়ে আমরা আগামীকাল (আজ শনিবার) সকাল ১০টায় বসতে চাই। এরপর থেকে আবারও সাইমুনের বিষয়টি নিয়ে ধোয়াসা সৃষ্টি করেন আবুল কাশেম। শুক্রবার ও শনিবার সুরাইয়া আফরিন লাইজু প্রকাশ প্রিয়নের মামা আশিকুল ইসলাম পুলিশ পরিচয়ে সাইমুনের মা মর্জিনা বেগমকে হুমকি ধমকি দিয়ে আতঙ্কিত করারও অভিযোগ করেন মর্জিনা বেগম।
সুরাইয়া আফরিন লাইজু প্রকাশ প্রিয়নের বাবা মোঃ আউয়াল হোসেন জানান, আমি পেশায় সিএনজি অটোরিক্সা চালক। আমার মেয়ে ও তার সহপাঠী সাইমুনকে উদ্ধার করতে হলে আমার স্ত্রী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করলেই হবে। আমার স্ত্রীর ভাই এ ঘটনায় আমাকেও কয়েকবার অপমানজনক কথা বলেছে।
সাধারণ ডায়েরী করার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ সাব্বির হোসেন জানান, নিখোঁজ সাইমুনের মায়ের নম্বরে কল দেয়া অজ্ঞাত কয়েকটি মোবাইল নম্বর ট্র্যাকিং করেছি। তবে সাইমুনের হাতের মোবাইলটি সর্বশেষ রামগঞ্জ উপজেলার সমিতির বাজার এলাকা থেকে বন্ধ হওয়ার পর থেকে চালু না করায় কোন সমাধানে আসতে পারিনি।

রামগঞ্জে বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের হাতে সর্বশ্রান্ত প্রবাসীর স্ত্রীনিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার...
20/05/2025

রামগঞ্জে বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের হাতে সর্বশ্রান্ত প্রবাসীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর গ্রামের সৌদি প্রবাসীর বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ঘরে কেউ না থাকার সুযোগে চোর বা চোরের দল পাকা বসতঘরের সিঁড়ির উপরের টিন কেটে বসত ঘরের ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবানসহ ৪০/৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন গৃহকর্তী জাহানারা আক্তার সাথী।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ জাহানারা আক্তার সাথী (২৫) গত ২০ মে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, তার স্বামী নূর হোসেন প্রবাসে থাকেন। তিনি ঢাকায় বসবাস করলেও মাঝে মাঝে গ্রামের বাড়ী দুধরাজপুরে আসেন।
লিখিত অভিযোগে জাহানারা উল্লেখ করেন, গত ৫ এপ্রিল তিনি সর্বশেষ গ্রামের বাড়িতে গিয়ে ফের ঢাকায় চলে যান। এরপর বেশ কয়েকদিন তিনি গ্রামের বাড়ীতে আসেননি।
এরই মাঝে কোন এক সময়ে চোর বা চোরের দল সুযোগ বুঝে পাকা বসতঘরের সিঁিড়র উপরের টিনের চালা কেটে ঘরের ভিতরে রক্ষিত ২২ ভরি স্বর্ণালঙ্কার, ১৬ হাজার সৌদি রিয়াল নগদ ও ২ লাখ টাকাসহ মুল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় সিরাজুল ইসলাম ও রাশেদ আলম জানান, গৃহকর্তী সাথীর মা আছিয়া বেগম লোকজন নিয়ে ১৯ মে ঘর পরিষ্কার করতে এসে দরজা খোলা দেখতে পান এবং ঘরের ভেতর আলমিরা ও বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে সবকিছু খতিয়ে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারপ্রাইজ স্পোর্টস এ আপনাদের স্বাগত......
18/05/2025

সারপ্রাইজ স্পোর্টস এ আপনাদের স্বাগত......

শীগ্রয় রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক স্ট্যান্ডার্ড ২ লেন এ উন্নীত হচ্ছেনিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চল তথা লক্ষ্মীপুর, রামগতি, কমলন...
27/04/2025

শীগ্রয় রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক স্ট্যান্ডার্ড ২ লেন এ উন্নীত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণাঞ্চল তথা লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জবাসীর বহু প্রতিক্ষীত রামগঞ্জ হাজীগঞ্জ সড়কটি (স্ট্যান্ডার্ড ২ লেন) প্রশস্বকরনের জন্য স্টেকহোল্ডার সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রাজনীতিবিদ, শিক্ষক, পরিবেশ ও সমাজকর্মীসহ সুধীজনদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে সভায় উক্ত সড়কের দুই কিলোমিটার অংশের (রামগঞ্জ জোড় কবর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত) ৩৪ কিলোমিটার পিচঢালাই বিষয়ে বিশদ আলোচনা করেন সড়ক ও জনপথ বিভাগের কনসালটেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্ট আয়োজিত লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর (জেড ১৪২২) সড়কটি স্ট্যান্ডার্ড ২ লেন প্রশস্বতকরনের জন্য এ সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, জেলা বিএনপি নেতা আবদুর রহিম ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা।
সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে লক্ষ্মীপুর, রামগঞ্জ, হাজীগঞ্জ ও গৌরিপুর পর্যন্ত পুরো সড়কটি স্ট্যান্ডার্ড ২ লেন এর আওতায় আসবে। প্রাথমিকভাবে ২কিলোমিটার অংশের (রামগঞ্জ জোড় কবর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত) সড়কটি ৩৪ফুট পিচঢালাই হবে। ৩৪ ফুটের মধ্যে ২৪ ফুট দ্রুত গতি ও দুরপাল্লার পরিবহনের জন্য এবং সড়কের দুই পাশে ১০ ফুট সিএনজি, রিক্সা ও পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তারা।

সারপ্রাইজ স্পোর্টসসারপ্রাইজ ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান...ফুটবল, ফুটবল বুট, ফুটবল নেট, ফুটবল গ্লাভস, ফুটবল ব্যান্ড...
20/04/2025

সারপ্রাইজ স্পোর্টস
সারপ্রাইজ ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান...
ফুটবল, ফুটবল বুট, ফুটবল নেট, ফুটবল গ্লাভস, ফুটবল ব্যান্ডেজ, সব ধরনের ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, ডিউজ বল, টেনিস বল, ক্রিকেট গ্লাভস, হ্যান্ড গ্লাভস, সব ধরনের জার্সি, ক্লাব জার্সি, জার্সি-মগ ও ক্রেস্টে প্রিন্ট, ট্রপি, মেডেল, ক্যানভাস, ব্যাডমিন্টন, শাটলকর্ক, ব্যাডমিন্টন নেট, ভলিবল, হ্যান্ডবল, হ্যান্ডবল ও ভলিবল নেটসহ খেলার সব ধরনের সামগ্রী পাইকারী ও খুচরা বিক্রেতা।
জনতা ইউনিটি টাওয়ার, দক্ষিণ গেইট, রামগঞ্জ থানা পুকুরের পুর্ব পাশের ঘাটলা সংলগ্ন, রামগঞ্জ লক্ষ্মীপুর।
01712-718020, 01711371720

রামগঞ্জ উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশন গঠিতনিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশন এর ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ...
19/04/2025

রামগঞ্জ উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশন গঠিত

নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশন এর ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি রামগঞ্জ থানা সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন ও অনুমোদনকল্পে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বাফুফে রেফারি ও গ্রাসরুট কোচ আবদুল মোতালেব জুয়েলকে সভাপতি, জেলা টিমের সাবেক ফুটবলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুর রহমান বেপারী, সহ-সভাপতি মুহাম্মদ কামাল হোসাইন ভূঁইয়া, সহ-সভাপতি জাফর জমদ্দার, সহ-সভাপতি মনির হোসেন বাবুল, জামিল হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, আকবর হোসেনকে কোষাধ্যক্ষ ও শাহিন আলম মুন্না, বাহার হোসেন বাবু, সফিকুর রহমান রাজু, আরিফ হোসেন মানিক, এমরান হোসেন, জাহিদ হোসেন রাব্বি, ইকবাল তপদার ও শিপন আহম্মেদকে সম্মানিত সদস্য করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক মজু, উপদেষ্টা তোফায়েল আহম্মেদ ও উপদেষ্টা মাহমুদ ফারুক।
প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক মজু জানান, এ কমিটির হাত ধরে এগিয়ে যাবে বাংলার দামাল ছেলেরা। ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ সব ধরনের ক্রীড়াতে তাদের পরিশ্রম স্বার্থক হোক এ কামনা করি।

আবারও বন্যার আশঙ্কায় রামগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষমাহমুদ ফারুক:লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহ...
19/04/2025

আবারও বন্যার আশঙ্কায় রামগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ

মাহমুদ ফারুক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী হাজীগঞ্জ-রামগঞ্জ বীরেন্দ্র খালটির দুই পাড় অবৈধ দখল ও দীর্ঘদিনের দূষণে আজ মৃতপ্রায়। এক সময়ের প্রাণবন্ত এই খালটি রূপ নিয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। খালের বেশির ভাগ অংশে বেহালজাল, গড়া জালসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে পানি প্রবাহ প্রায় বন্ধ।
বর্ষা এলেই রামগঞ্জে দেখা দিতে পারে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা।
স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর তথ্যমতে ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় এই খালের পানিপ্রবাহ থেমে গিয়ে রামগঞ্জ উপজেলায় সৃষ্টি হয়েছে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। দেড় মাসের বেশি সময় ধরে পানি জমে থাকায় চরম বিপর্যস্ত করে তোলে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, কৃষিকাজ ও শিক্ষার্থীদের পড়ালেখা।
উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, ভাদুর, করপাড়া, গাজীপুর, লামচর, চন্ডিপুর, ইছাপুর, লামচর, ভোলাকোট, টিউরী, আথাকরা, উদয়পুর, হাফানিয়া গ্রামসহ পুরো উপজেলাবাসী পড়েন চরম বিপাকে।
আবুল কালাম খোকা, দেলোয়ার হোসেনসহ বয়স্করা মনে করছেন, বীরেন্দ্র খালসহ সংযোগ খালগুলো নিয়মিত খনন না করা হলে এমন দুর্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে- বরং তার মাত্রা হবে আরও ভয়াবহ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রামগঞ্জ উপজেলার বেশিরভাগ খাল খননের কোনো উদ্যোগ নেই। উল্টো খালের বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা, দোকানপাট, এমনকি বাঁধ নির্মাণ করা হয়েছে, কোথাও কোথাও সংযোগ খালে মাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান। যা স্বাভাবিক পানি চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিবন্ধকতার কারনে একদিকে প্রবাহমান খালটিতে পানি জমে থাকে অন্যদিকে কোথাও কোথাও শুকিয়ে চৌচির হয়ে যায়। ফলে ব্যহত হয় চাষাবাদ।
২০২৪ এর বন্যায় পানি আটকে পানিবন্ধী মানুষকে দ্রুততম সময় উদ্ধারে গত বছর রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের উদ্যোগে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রায় ৪০ দিন পরিশ্রম করে খালের গুরুত্বপূর্ণ ২ কিলোমিটার (রামগঞ্জ-সোনাপুর বাজার) এলাকা পরিষ্কার করলে পানি দ্রুত নেমে যায়।
খাল পরিস্কারের উদ্যেক্তা ফারুক হোসেন বলেন, “আমরা দীর্ঘ ৪০-৪৫ বছরের জমে থাকা ময়লার স্তুপ পরিষ্কার করতে সক্ষম হয়েছি। কিন্তু প্রয়োজনীয় খনন ও সংস্কার না হলে এই খাল আবারও ভরে যাবে ময়লা আবর্জনায়। খনন প্রক্রিয়া দ্রুত গতিশীল না করলে ২০২৪ সালের মতো ভয়াবহ বন্যা আবারও দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে উপজেলার প্রায় সাড়ে চার লক্ষ মানুষের জীবনে-কৃষি- স্বাস্থ্য ও অর্থনীতিতে।”
আনোয়ার হোসেন বাবুল বলেন, “খালের অনেক অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছে। ফলে ফসলের জমিতে প্রয়োজনীয় পানি পৌঁছায় না। আবার কোথাও পানির অতিরিক্ত চাপে ঘরবাড়ি ভেসে যায়। একটু পরিকল্পিত ব্যবস্থা নিলেই স্থায়ী দুর্ভোগ থেকে রক্ষা পাবে এ উপজেলাবাসী।
রাইসুল ইসলাম জানান, বর্ষা এলে এক শ্রেণির জেলে মাছ ধরতে খালে বেড়া দেয়। খালে বাঁধ দিয়ে মাছ চাষ পানি প্রবাহে তীব্র প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কোথাও কোথাও এমনভাবে বাঁধ দেয়া হয় যার কারনে খাল সংলগ্ন জমি থেকে পানিও নামতে পারে না। এতে তৈরি হয় জলাবদ্ধতার। ডুবে যায় গ্রামীণ জনপদ।
একজন কলেজ শিক্ষক আশঙ্কা প্রকাশ করে জানান, বীরেন্দ্র খালের সংকট সমাধানে এখনই কার্যকর উদ্যোগ না নিলে বৃষ্টির পানিতে পুরো রামগঞ্জ উপজেলা পরিণত হতে পারে একটি দুর্যোগপূর্ণ অঞ্চলে। চাষাবাদ কমে যাবে, বাড়বে রোগবালাই- ক্ষতিগ্রস্থ হবে শিক্ষা ব্যবস্থা। ২০২৪ এর বন্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন মূলত নোয়াখালি, ফেনী, লক্ষ্মীপুর ও রামগঞ্জ উজানের পানিতে মানুষ পানিবন্ধী হয়নি। রামগঞ্জ-হাজীগঞ্জ খাল, পানি উন্নয়ন বোর্ডের খাল, সংযোগ খালগুলোর বেশিরভাগ বিভিন্নভাবে দখল হয়ে যাওয়ায় প্রবল বৃষ্টির কারনে এ এলাকা দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
সচেতন মহলের দাবি, রামগঞ্জ-হাজীগঞ্জ বীরেন্দ্র খালসহ উপজেলার বেশ কয়েকটি খাল দখলমুক্ত করে নিয়মিত খনন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই রামগঞ্জবাসী প্রতিবছরের এই বন্যা বা জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষ বলেন, বীরেন্দ্র খাল খনন সময়ের দাবীতে পরিনত হয়েছে। ২০২৪ এর বন্যা বা জলাবদ্ধতায় উপজেলা প্রশাসন শতাধীক বাঁধ কেটেছে। বেহাল জালসহ খালে প্রতিবন্ধকতা অপসারনে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা, রামগঞ্জ সোনাপুর ও মৌলভী বাজারের ব্যবসায়ীদের আর্থিক ব্যবস্থাপনায় দুই কিলোমিটার খালের ময়লার ভাগাড় পরিস্কার করা হয়েছে। খাল খননে ইতোমধ্যে বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বরে চাটখিল-রামগঞ্জ এবং কাটাখালি অংশের প্রায় ১৩ কিলোমিটার খাল খনন করা হবে।

সারপ্রাইজ স্পোর্টস এ আপনাকে স্বাগত....জনতা ইউনিটি টাওয়ার, দক্ষিণ গেইট, রামগঞ্জ থানার সামনে, রামগঞ্জ, লক্ষ্মীপুর।0171271...
15/04/2025

সারপ্রাইজ স্পোর্টস এ আপনাকে স্বাগত....

জনতা ইউনিটি টাওয়ার, দক্ষিণ গেইট, রামগঞ্জ থানার সামনে, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
01712718020, 01711371720

রামগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজননিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ উপজেলা জামায়াত...
16/03/2025

রামগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ উপজেলা জামায়াতের ইফতার আয়োজন আজ অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনীজ রেস্টুরেন্টে আয়োজিত এ আয়োজনে রাজনীতিবিদ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ইফতার পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন সোনাপুর বাজার বড় মিয়া সাহেব জামে মসজিদের খতীব ও হেফাজতে ইসলামী রামগঞ্জ শাখার আমীর মুফতি হারুন অর রশিদ।
উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য আবদুর রহিম ভিপি, বাংলাদেশ মুজাহিদ কমিটির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাজী রেজাউল করীম সেলিম আটিয়া, রামগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসানুল বান্না, ইসলামী ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক শহিদ উল্যাহ।
অনুষ্ঠানে এছাড়া অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, চিকিৎসক, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাত্র ২২০টাকায় ক্লাব জার্সি !!মূল্যহ্রাস নয়, সোজাসাপটা কথা সব ধরনের গোল গলা ও হাফহাতা ক্লাব জার্সি মাত্র ২২০ টাকায় প্র...
15/03/2025

মাত্র ২২০টাকায় ক্লাব জার্সি !!
মূল্যহ্রাস নয়, সোজাসাপটা কথা সব ধরনের গোল গলা ও হাফহাতা ক্লাব জার্সি মাত্র ২২০ টাকায় প্রতিটি....

সারপ্রাইজ স্পোর্টস
(সারপ্রাইজ ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান)
জনতা টাওয়ার, দক্ষিণ গেইট, রামগঞ্জ থানার সামনে, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
01712718020

Address


Telephone

+8801712718020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newsportalbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsportalbd:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share