Mohammad Rafid

Mohammad Rafid I am RUBEL

03/08/2025
16/06/2025

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা) -very sad 😢

16/06/2025

কৃষকের সংগ্রামি জিবন

16/06/2025
16/06/2025

এত বড় আম এরচেয়ে কম দামে সিংগাপুরের কোথাও পাওয়া যাবে না,মাত্র 40¢ খুবই মিস্টি।

লোকেশন -409 AMK Market And Food Centre

19/04/2025

সিঙ্গাপুরে ই পাসপোর্ট রিনিউ করতে আপনার যা জানা থাকা জরুরি

১) পাসপোর্ট এর সাথে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকতে হবে
২) অথবা পাসপোর্ট এর সাথে মিল রেখে জন্ম নিবন্ধন ইংরেজিতে অনলাইন থাকতে হবে৷
৩) ওয়ার্ক পারমিট এর মেয়াদ অথবা পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস থাকতে রিনিউ করতে আবেদন করবেন।

আবেদন করার পর সিডিউল অনুযায়ী নিচের ঠিকানায় চলে যাবেন৷

বাংলাদেশ হাইকমিশনের ঠিকানা ;

Bangladesh High Commission, Singapore

Jit Poh Building #04-00 and 10-00

19, Keppel Road, Singapore 089058

Phone: (65) 3022 0075, Fax: (65) 6255 1824

Email: [email protected]

Website: singapore.mofa.gov.bd

ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করতে যোগাযোগ :+8801886897934

ারুকী_শিপন #প্রবাসী

RS Travel Agency সিঙ্গাপুর প্রবাসীদের এয়ারটিকেট ও বিএমইটি কার্ডের জন্য বিশ্বস্ত নাম

19/04/2025
11/12/2024
14/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় :
গতকাল (২৩/০৮/২০২৪) রাত ৮ টা পর্যন্ত টিএসসি বুথের কালেকশন অনলাইন আর অফলাইনে ৮৬ লক্ষ্য টাকা এবং বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

আমি এসব কারণেই আমার দেশ নিয়ে স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের🩷🇧🇩🩷

14/09/2024

Assalamualaikum

Address

Lakshmipur
3704

Telephone

+6583448917

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Rafid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Rafid:

Share