Sanjida Sultana Shikha

Sanjida Sultana Shikha
AssaLamu AlaiKum!🖤
- I Hope 😘
—You Will RepLy my SaLaM 😊🥀

17/07/2025
13/11/2024

❤️🥀

18/07/2024

লক্ষীপুর কোটা সংস্কার আন্দোলন।

13/03/2024

ব্লাডি মেরির সত্য ঘটনা

আজ আমরা ব্লাডি মেরির সত্য ঘটনাটি কি সেটি বলবো। আপনি হয়ত কোনো না কোনো সময় ব্লাডি মেরি নামটি অবশ্যই শুনেছেন। হয়ত কোনো ফিল্মে বা কোথাও দেখেছেন যে, তিনবার নাকি ব্লাডি মেরি নামটা বললেই এই ভয়ানক ডাইনি এসে হাজির হয়ে যায়। চলুন আজ এরই পেছনের ভূতুড়ে কাহিনীটি জেনে আসি।
আমরা ব্লাডি মেরি নামে যাকে জানি সে আসলে ইংল্যান্ডের একজন রাণী ছিল। তিনি ছিলেন রাজা অষ্টম হেনরি এবং ক্যাথরিনের একমাত্র কন্যা। অষ্টম হেনরির দ্বিতীয় পক্ষের ছেলে পঞ্চম এডওয়ার্ড। রাজা হেনরির মৃত্যুর পড় এডওয়ার্ড ইংল্যন্ডের সিংহাসনে বসেন। কিন্তু তিনি এক বিরল রোগে মারা যান। মারা যাবার আগে তার পিসিকে ইংল্যান্ডের উত্তরাধিকারী মনোনীত করে যান।
এই ঘটনায় মেরি খুব রেগে যান। কারণ হিসেব মতে তার ভাইয়ের মৃত্যুর পড় ইংল্যান্ডের সিংহাসন তারই প্রাপ্য। এরপর তিনি একটি সৈন্যদল গঠন করেন এবং তার পিসি লেডি জেন গ্রে-কে পরাস্ত করেন। এরপর মেরি ইংল্যান্ডের সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই তিনি তার পিসির মৃত্যুদণ্ড কার্যকর করেন। এরপর মেরি স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ-কে বিবাহ করেন। সুতরাং একই সাথে তিনি স্পেনেরও রাণী হয়ে যান।

সে যাই হোক ইংল্যান্ডের রাণী হওয়ার পড় তিনি খ্রিস্ট ধর্মের প্রতিবাদী সম্প্রদায়কে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি প্রতিবাদী সম্প্রদায়ের সদস্যদের হত্যা করার পরিকল্পনা করেন। এরপর তিনি একে একে তাদের হত্যা করতে থাকেন। তিনি এক রাষ্ট্র এক দেশ –এই আদর্শে সমগ্র দেশকে পরিচালিত করতে চেয়েছিলেন।
একজন মহিলার এই আগ্রাসী মনোভাবের জন্য দেশের সবাই মেরিকে নীচ চোখে দেখতে শুরু করে, কিন্তু কেউই প্রতিবাদ করার সাহস পেত না। কারণ প্রতিবাদ করলেই মৃত্যু নিশ্চিত। আবার অনেকের মধ্যে একটি কথা প্রচলিত আছে,- মেরি নাকি যখন স্নান করতেন, তখন তিনি নাকি জলের পরিবর্তে রক্ত দিয়ে স্নান করতেন। তবে সে যাই হোক আমরা আসল আলোচনায় আসি।

মেরির কোনো সন্তান ছিল না। একদিন হঠাৎ করেই মেরির ভাবনায় আসে, তার মৃত্যুর পড় ইংল্যান্ডের সিংহাসনে যাতে তারই উত্তরাধিকারী বসতে পাড়ে সেই ব্যবস্থা কি ভাবে করা যায়! এরপর মেরি মা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এবার মেরির আগ্রাসী মনোভাব পাল্টে গিয়ে মানবদরদী মূর্তি দেখা দিতে শুরু করে।
যখন মেরির সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে এল, কাকতালীয় ভাবে মেরির গর্ভ থেকে সন্তান জন্ম হল না, এই ঘটনায় সবাই আশ্চর্য

18/02/2024

For me, My mother is the most innocent and sacrificing lady I have ever seen in my life♥️.

বোনটা চলে গেছে অনেক দূরে  আজ তার পুরস্কার দিয়ে গেল
12/02/2024

বোনটা চলে গেছে অনেক দূরে আজ তার পুরস্কার দিয়ে গেল

07/01/2024

🖤🖤

Address

Jockshin Bazar, Sadar
Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Sultana Shikha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share