Mohammed Shuvo

Mohammed Shuvo পেজটা ফলো করার অনুরোধ রইলো...🥰
Please follow the page...🥰
(6)

😥😥মাইক্রোবাসের ভেতরের চেয়ার উঠিয়ে দুই পাশে পাতা হয় বেঞ্চ, গায়ে বড় লেখা হয় অ্যাম্বুলেন্স আর রাস্তায় চলাচলের সময় বাজে সাইর...
05/07/2025

😥😥মাইক্রোবাসের ভেতরের চেয়ার উঠিয়ে দুই পাশে পাতা হয় বেঞ্চ, গায়ে বড় লেখা হয় অ্যাম্বুলেন্স আর রাস্তায় চলাচলের সময় বাজে সাইরেন। জরুরি মুহূর্তে রোগীকে পরিবহনের এই বাহনের বেশিরভাগের চিত্রই এমন। এতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা। রোগীর প্রাণ বাঁচাতে আইসিইউ অ্যাম্বুলেন্সের বিকল্প নেই, যাতে থাকে পোর্টেবল ভেন্টিলেটর, জরুরি ওষুধ, ইনকিউবেশন সেট, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, ক্যাথেটার, বিপি স্টেথোস্কোপ
, পালস অক্সিমিটারসহ নানা কিছু। কিন্তু এমন সুযোগসুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই সীমিত। ছবি: মাহমুদ জামান অভি
আরো ছবি দেখতে ক্লিক করুন কমেন্টের লিংকে...

ইয়া আল্লাহ আর কতো দুর্ঘটনা 😭হবিগঞ্জ মাধবপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা...
05/07/2025

ইয়া আল্লাহ আর কতো দুর্ঘটনা 😭
হবিগঞ্জ মাধবপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

📷 ছবিঃ Mithun Click's

একটি শোক সংবাদ চর মেহার আজি জিয়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক জনাব মাওলানা ওবাইদুল হক সাহেব সড়ক দুর্ঘটনায় ইন্তেক...
05/07/2025

একটি শোক সংবাদ
চর মেহার আজি জিয়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক জনাব মাওলানা ওবাইদুল হক সাহেব সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"
04/07/2025

Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"

আজ সকাল নয়টার সময়,, (ফুলপুর,ময়মনসিংহ) ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন 🥲🥲🥲🥲🥲🥲 ,, সকালে পাখির বাচ্চার জন্য গা...
04/07/2025

আজ সকাল নয়টার সময়,, (ফুলপুর,ময়মনসিংহ) ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন 🥲🥲🥲🥲🥲🥲 ,, সকালে পাখির বাচ্চার জন্য গাছে উঠছিল,, পরে কারেন্ট শক করে মারা যায়!!! আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন (আমিন 🤲)

©️

নাম হুসনারা (৩৩) গলায় কলাগাছের ডগা জড়িত মৃ-ত দে-হ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নের কবিরাজ ...
04/07/2025

নাম হুসনারা (৩৩) গলায় কলাগাছের ডগা জড়িত মৃ-ত দে-হ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নের কবিরাজ বাড়ি গ্রামে। তার পিতার নাম মো:আব্দুল গণি মিয়া। বিস্তারিত পরে আসছে....

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় একটি হানিফ বাস খাদে পড়েছে। বাসটিতে এভাবে ঝুল...
04/07/2025

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় একটি হানিফ বাস খাদে পড়েছে। বাসটিতে এভাবে ঝুলে আছে মানুষের মৃতদেহ।

মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্রলীগ কর্মী  ইফতিফাক মাহিম—ফিরল রক্তাক্ত শরীরে। কেন্দ্রেই হামলার শিকার হলো, অথচ শাস্তি এ...
03/07/2025

এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্রলীগ কর্মী ইফতিফাক মাহিম—ফিরল রক্তাক্ত শরীরে।
কেন্দ্রেই হামলার শিকার হলো, অথচ শাস্তি এল তারই নামে। বহিষ্কার করা হলো পরীক্ষার বাকি দিনগুলো থেকে, কারণ সে "ছাত্রলীগ করে"।

লাইফ কতো আনপ্রেডিক্টেবল দেখেন! পর্তুগাল আর লিভারপুলের এই প্লেয়ার টা সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে। 😢দুই মাস আগে লিভ...
03/07/2025

লাইফ কতো আনপ্রেডিক্টেবল দেখেন! পর্তুগাল আর লিভারপুলের এই প্লেয়ার টা সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে। 😢
দুই মাস আগে লিভারপুলের হয়ে শিরোপা জিতেছিলো, এক মাস আগে পর্তুগালের হয়ে শিরোপা জিতেছিলো।
দুই সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিলো আর আজকে সে দুনিয়াতেই নাই!
Diogo Jota (1996-2025).

আজাদ নগর Malek Molla High School এর  সহকারী শিক্ষক আলী স্যারের এক মাত্র মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তার আজ পরীক্ষা ...
03/07/2025

আজাদ নগর Malek Molla High School এর সহকারী শিক্ষক আলী স্যারের এক মাত্র মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তার আজ পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।😭
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭😭

🚨 নীরব বিদায়…ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির এক কোণে দীর্ঘ সময় থেমে থাকা একটি রিকশা। পথচারীরা ভেবেছিলেন, হয়তো...
03/07/2025

🚨 নীরব বিদায়…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির এক কোণে দীর্ঘ সময় থেমে থাকা একটি রিকশা। পথচারীরা ভেবেছিলেন, হয়তো চালক সারাদিনের ক্লান্তি কাটিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন।
কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা, সময় পেরিয়ে গেলেও তিনি একইভাবে নিশ্চল বসে আছেন। এক পথচারীর সন্দেহ জাগে, এগিয়ে গিয়ে গায়ে হাত রাখতেই স্পষ্ট হয়—এটা আর ঘুম নয়, এটা চিরনিদ্রা।

সম্ভবত হার্ট অ্যাটাক বা স্ট্রোক। রিকশার ওপরেই নীরবে, একা জীবনটা থেমে গেল।
না কোনো আর্তনাদ, না কোনো শেষ কথা।
শুধু নিঃশব্দে চলে যাওয়া—অচেনা শহরের ব্যস্ত ভিড়ে হারিয়ে যাওয়া এক মানুষের গল্প।

📍 এখনো তার পরিচয় জানা যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মরদেহটি উদ্ধার করেছে।

🕊️ জীবন কতটা ক্ষণস্থায়ী! হয়তো শুধু একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা, অথচ সেই চেষ্টাই হয়ে উঠল শেষ বিশ্রাম।
সমুদ্রের ঢেউয়ের মতোই আমাদের জীবন—চলে আসে, ছুঁয়ে যায়, হারিয়েও যায় নিঃশব্দে...

🕋 আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
📢 দয়া করে পোস্টটি শেয়ার করুন, হয়তো কোনো হৃদয় তার আপনজনকে খুঁজে পাবে…

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share