
05/07/2025
😥😥মাইক্রোবাসের ভেতরের চেয়ার উঠিয়ে দুই পাশে পাতা হয় বেঞ্চ, গায়ে বড় লেখা হয় অ্যাম্বুলেন্স আর রাস্তায় চলাচলের সময় বাজে সাইরেন। জরুরি মুহূর্তে রোগীকে পরিবহনের এই বাহনের বেশিরভাগের চিত্রই এমন। এতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা। রোগীর প্রাণ বাঁচাতে আইসিইউ অ্যাম্বুলেন্সের বিকল্প নেই, যাতে থাকে পোর্টেবল ভেন্টিলেটর, জরুরি ওষুধ, ইনকিউবেশন সেট, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, ক্যাথেটার, বিপি স্টেথোস্কোপ
, পালস অক্সিমিটারসহ নানা কিছু। কিন্তু এমন সুযোগসুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই সীমিত। ছবি: মাহমুদ জামান অভি
আরো ছবি দেখতে ক্লিক করুন কমেন্টের লিংকে...