As soulmate

As soulmate আপনার হৃদয়ের আবেগ/অনুভূতি জানতে এবং আপনার না বলা কথা-গল্প" অভিমান অভিযোগ প্রিয় মানুষের উদ্দেশ্যে গল্প আমাদের জানান ! আমরা আপনার হয়ে জানিয়ে দিবো

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী! তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি ...
21/02/2025

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী!
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না।
আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না..!😅❤️‍🩹

আমরা চার বোন, এক ভাই,বড় বোনদের বিয়ে হয়ে গেছে আগেই।বাবা-মা ভাবলো, আমারে  বিয়া দিয়া  দিলেই বাঁচবো।১২ বছর বয়সে আমিও বিয়ার প...
20/02/2025

আমরা চার বোন, এক ভাই,বড় বোনদের বিয়ে হয়ে গেছে আগেই।বাবা-মা ভাবলো, আমারে বিয়া দিয়া দিলেই বাঁচবো।১২ বছর বয়সে আমিও বিয়ার পিঁড়িতে বসলাম,
ছেলে বিদেশ ফেরত, বয়স কতো হবে বুঝতেই পারছেন
আমি তখনও বিয়ার মানে ঠিকমতো বুঝি না।
বিয়ার পর খালি কান্নাকাটি,স্বামীর কাছে যাইতে মন চায় না,
ওই বাসার সমবয়সী মেয়েদের সাথে খেলা কইরা দিন কাটাইতাম উনি কাছে টানলে কান্না কাটি করতাম।শেষমেশ মা-বাবা বুঝলো,ডিভোর্স কইরা বাড়িত নিয়ে আইলো।

আবার স্কুল শুরু হইলো,কিন্তু কপালে বেশি দিন ছিলো না সেই জীবন। ২০১৫ সালের জানুয়ারিতে মা আবার পাত্র খুঁজতে লাগলো,২৫ তারিখে বিয়া ঠিক করলো। ছেলের ব্যাবসা আছে, ভালো মানুষ বইলা মনে হইছিলো কিন্তু বিয়ার পর আসল চেহারা দেখাইতে শুরু করলো। দিনের পর দিন আমারে অবহেলা,রাত করে বাসায় আসে,কোন নে শা নাই যে করে না? সব থেকে বড় নে শা মেয়েগো নে শা। কত তার ইনবক্সে মেয়ে গো সাথে কথা বলতে দেখছি কিন্তু কিছু বলার সাহস পাই নাই। বাসায় আইসা কখনো আমারে ভালো চোখে দেখতো না,তার চোখে আমি কোনোদিন মায়া দেখি নাই।
বন্ধুবান্ধবের সামনে আমি যায় নাই কভুই,তাও আমারে নিয়া, আমার মা-বাপরে নিয়া কত খারাপ কথা কইতো! আমি কিছু কইতে পারতাম না,আমারে জারির উপর রাখত।

আমার পেটে তার সন্তান,কিন্তু সে কোনোদিন খোঁজও নেয় নাই।ডাক্তারের কাছে নিয়া যাওয়ার নাম নাই,শেষমেশ মা আইসা আমারে নিয়া গেলো। ১৫ সালের ১৫ অক্টোবর আমি মা হইলাম,ও শুনলো, তাও একবার আইসা দেখলো না।
অনেক দিন পর আইসা কয়,আমারে নিবো যদি বাবার বাড়ি না যাই,কোনদিন আর বোনদের সাথে তেমন যোগাযোগ না রাখি।বড় আপারা কইলো, ডিভোর্স দে,কিন্তু আমি ভাবলাম,
আগের সংসার ভাইঙ্গা গেছে,এইটাও ভাইঙ্গা গেলে মানুষ কী কইবো?সে কান্নাকাটি করলো, আমার বাড়িত আইলো,আমি ফিরা গেলাম, মা দিয়া আসলো।

৬ মাসের উপরে বাবার বাড়ি যাওয়া হয় নাই,কত নি র্যাতন, কত কষ্ট সহ্য করছি কাউরে কইতে পারি নাই।শুধু নিরবে কান্দন করসি।দ্বিতীয় সন্তান হইলো ২০২০ সালের জুনের ১০ তারিখে,তারপরও সেই একই অবহেলা। বড় ছেলে বাবার এইসব দেইখা ভিতু হইয়া গেছে,তার কাছে যাইতে চায় না,
মনে হয় স্বাভাবিক না। তারপরও সংসার করছি,বাচ্চাগুলার মুখের দিকে চাইয়া সহ্য কইরা যাইতেছি। ২০২১ সালের আগস্টে আমার তৃতীয় সন্তান আইলো,কিন্তু অবহেলা আগের মতোই আছে। আমারে ভালো কিছু খাওয়ানো তো দূরের কথা,একটু আদর কইরাও কয় নাই, ‘তুই কেমন আছিস?’

আজ আমার বয়স ২৬,কত কিছুইতো ইচ্ছে করে,একটু ভালো থাকতে মন চায়,একটু সুখ চাই, একটু মায়া চাই।
আমার চাওয়া বেশি কিছু না,শুধু চাই একটু আদর, একটু ভালোবাসা। সে একটু মন দিয়া আমার কথা শুনুক,আমার অনুভূতি বুঝুক।এতদিন অবহেলায় কাটাইছি,এখন যদি একটু আগলে রাখতো,একটু ভালোবাসতো,আমি কি খুব বেশি চাইছি?

পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু
Follow : As soulmate
( জীবনের যেকোনো সমস্যা,সুখ দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন সরাসরি আমাদের পেজে )

°_____অনেক টাকা হলে নিজেকে কিনে নিবো'প্রচুর বিলিয়ে ফেলেছি নিজেকে..!💔😅
20/02/2025

°_____অনেক টাকা হলে নিজেকে কিনে নিবো'প্রচুর বিলিয়ে ফেলেছি নিজেকে..!💔😅

20/02/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Anowar Hossen Asif

20/02/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Iasir Jaman, Nuzhat Ara Khan, Ruby Zaman, Sermin Sultana, Sharmin Akter Jhuma, Sadia Afrin Prema, Moon Moon, Benupriya Roy, Nasrin Banu, Shirmin Aktar Sweet, ইয়াকুব বিন কালাম, Md Jafor Hossen, Md Yousuf Md Yousuf, Umme Wasima Sara, Md Ziaur Rahman Zia, Maksudur Rahman Monju, Bithe Alam, Mst Wajifa, HM Faysal Ahmad

আমার কখনোই কেউ ছিল না, কেউ নেই কেউ থাকেনি। আমার আপন যেনো কেবলি একাকীত্ব আর প্রিয় মানুষদের স্মৃতি।ছেড়ে যাওয়া মানুষদের উপর...
17/02/2025

আমার কখনোই কেউ ছিল না, কেউ নেই কেউ থাকেনি। আমার আপন যেনো কেবলি একাকীত্ব আর প্রিয় মানুষদের স্মৃতি।
ছেড়ে যাওয়া মানুষদের উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই।
আমি মানুষটা ভীষণ সাধারন, আমাকে চাইলেই ছেড়ে যাওয়া যায়, ভুলে যাওয়া যায়।
আমি কারো জীবনেই আহামরি কোনো অধ্যায় নই।

অতীতে যারা ছিলো তারা আসলে আমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের ধরে রাখতে পারিনি।
আমি পারি না কারো আপন হতে, কাউকে ভালোবেসে জড়িয়ে রাখতে। আমি সব হারিয়েছি, সব হারিয়ে গেছে, নিতান্তই আমিও হারিয়ে যাবো।

চাঁদের আলো খুঁজতে গিয়ে গেলাম হারিয়ে,আঁধারে ফেরার পথ বন্ধ হলো ধ্বংস হলাম নিরবে"😅
15/02/2025

চাঁদের আলো খুঁজতে গিয়ে গেলাম হারিয়ে,আঁধারে ফেরার পথ বন্ধ হলো ধ্বংস হলাম নিরবে"😅

জীবনে একটি বার দেখা হওয়ার আশা নিয়ে অপেক্ষা করতে করতে গোটা একটি জীবন ফুরিয়ে যায়। জীবনের সাথে দেখা হয়ে যায় মৃত্যুর। তবুও আ...
15/02/2025

জীবনে একটি বার দেখা হওয়ার আশা নিয়ে অপেক্ষা করতে করতে গোটা একটি জীবন ফুরিয়ে যায়।
জীবনের সাথে দেখা হয়ে যায় মৃত্যুর।
তবুও আচমকা নিরুদ্দেশ হওয়া একটা মানুষের সাথে আরেকটা মানুষের দেখা হয় না, কোনো দিনও না।
পুরো পৃথিবী উলোট পালট করলেও না!💔

নিজেকে খুশি রাখতে আমি সর্বদাই কল্পনায় বসবাস করি!💔😅
14/02/2025

নিজেকে খুশি রাখতে আমি সর্বদাই কল্পনায় বসবাস করি!💔😅

°_____দুঃখ ফুরাইবার আগেই আমি ফুরিয়ে যাচ্ছি, জীবনে এতো কিছু ঘটে গেছে তবুও বোকা সেজে হাসছি..!😅💔
14/02/2025

°_____দুঃখ ফুরাইবার আগেই আমি ফুরিয়ে যাচ্ছি,
জীবনে এতো কিছু ঘটে গেছে তবুও বোকা সেজে হাসছি..!😅💔

মধ্য রাতে সবাই ঘুমিয়ে যায় না, কেউ কেউ হারিয়ে যাওয়া নিজেকে খোজে.!😅💔
13/02/2025

মধ্য রাতে সবাই ঘুমিয়ে যায় না, কেউ কেউ হারিয়ে যাওয়া নিজেকে খোজে.!😅💔

13/02/2025

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when As soulmate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As soulmate:

Share

Category