20/02/2025
আমরা চার বোন, এক ভাই,বড় বোনদের বিয়ে হয়ে গেছে আগেই।বাবা-মা ভাবলো, আমারে বিয়া দিয়া দিলেই বাঁচবো।১২ বছর বয়সে আমিও বিয়ার পিঁড়িতে বসলাম,
ছেলে বিদেশ ফেরত, বয়স কতো হবে বুঝতেই পারছেন
আমি তখনও বিয়ার মানে ঠিকমতো বুঝি না।
বিয়ার পর খালি কান্নাকাটি,স্বামীর কাছে যাইতে মন চায় না,
ওই বাসার সমবয়সী মেয়েদের সাথে খেলা কইরা দিন কাটাইতাম উনি কাছে টানলে কান্না কাটি করতাম।শেষমেশ মা-বাবা বুঝলো,ডিভোর্স কইরা বাড়িত নিয়ে আইলো।
আবার স্কুল শুরু হইলো,কিন্তু কপালে বেশি দিন ছিলো না সেই জীবন। ২০১৫ সালের জানুয়ারিতে মা আবার পাত্র খুঁজতে লাগলো,২৫ তারিখে বিয়া ঠিক করলো। ছেলের ব্যাবসা আছে, ভালো মানুষ বইলা মনে হইছিলো কিন্তু বিয়ার পর আসল চেহারা দেখাইতে শুরু করলো। দিনের পর দিন আমারে অবহেলা,রাত করে বাসায় আসে,কোন নে শা নাই যে করে না? সব থেকে বড় নে শা মেয়েগো নে শা। কত তার ইনবক্সে মেয়ে গো সাথে কথা বলতে দেখছি কিন্তু কিছু বলার সাহস পাই নাই। বাসায় আইসা কখনো আমারে ভালো চোখে দেখতো না,তার চোখে আমি কোনোদিন মায়া দেখি নাই।
বন্ধুবান্ধবের সামনে আমি যায় নাই কভুই,তাও আমারে নিয়া, আমার মা-বাপরে নিয়া কত খারাপ কথা কইতো! আমি কিছু কইতে পারতাম না,আমারে জারির উপর রাখত।
আমার পেটে তার সন্তান,কিন্তু সে কোনোদিন খোঁজও নেয় নাই।ডাক্তারের কাছে নিয়া যাওয়ার নাম নাই,শেষমেশ মা আইসা আমারে নিয়া গেলো। ১৫ সালের ১৫ অক্টোবর আমি মা হইলাম,ও শুনলো, তাও একবার আইসা দেখলো না।
অনেক দিন পর আইসা কয়,আমারে নিবো যদি বাবার বাড়ি না যাই,কোনদিন আর বোনদের সাথে তেমন যোগাযোগ না রাখি।বড় আপারা কইলো, ডিভোর্স দে,কিন্তু আমি ভাবলাম,
আগের সংসার ভাইঙ্গা গেছে,এইটাও ভাইঙ্গা গেলে মানুষ কী কইবো?সে কান্নাকাটি করলো, আমার বাড়িত আইলো,আমি ফিরা গেলাম, মা দিয়া আসলো।
৬ মাসের উপরে বাবার বাড়ি যাওয়া হয় নাই,কত নি র্যাতন, কত কষ্ট সহ্য করছি কাউরে কইতে পারি নাই।শুধু নিরবে কান্দন করসি।দ্বিতীয় সন্তান হইলো ২০২০ সালের জুনের ১০ তারিখে,তারপরও সেই একই অবহেলা। বড় ছেলে বাবার এইসব দেইখা ভিতু হইয়া গেছে,তার কাছে যাইতে চায় না,
মনে হয় স্বাভাবিক না। তারপরও সংসার করছি,বাচ্চাগুলার মুখের দিকে চাইয়া সহ্য কইরা যাইতেছি। ২০২১ সালের আগস্টে আমার তৃতীয় সন্তান আইলো,কিন্তু অবহেলা আগের মতোই আছে। আমারে ভালো কিছু খাওয়ানো তো দূরের কথা,একটু আদর কইরাও কয় নাই, ‘তুই কেমন আছিস?’
আজ আমার বয়স ২৬,কত কিছুইতো ইচ্ছে করে,একটু ভালো থাকতে মন চায়,একটু সুখ চাই, একটু মায়া চাই।
আমার চাওয়া বেশি কিছু না,শুধু চাই একটু আদর, একটু ভালোবাসা। সে একটু মন দিয়া আমার কথা শুনুক,আমার অনুভূতি বুঝুক।এতদিন অবহেলায় কাটাইছি,এখন যদি একটু আগলে রাখতো,একটু ভালোবাসতো,আমি কি খুব বেশি চাইছি?
পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু
Follow : As soulmate
( জীবনের যেকোনো সমস্যা,সুখ দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন সরাসরি আমাদের পেজে )