30/10/2025
নদীর মাঝখানে ঝড়ের মুখে ঈগল–৩ লঞ্চ।
রায়পুর নিউজ ২৪| ডেস্ক:
চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ঈগল–৩ লঞ্চ আজ নদীর মাঝপথে পড়েছে ভয়াবহ ঝড় ও প্রবল বাতাসের কবলে। হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তের মধ্যেই নদীর বুকে সৃষ্টি হয়েছে উত্তাল ঢেউ, চারদিক অন্ধকারে ঢেকে গেছে। প্রচণ্ড বেগে বাতাস বইছে, পুরো আকাশ ঢেকে গেছে কালো মেঘে। একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঝরছে প্রবল বৃষ্টি। ঢেউয়ের আঘাতে লঞ্চটি দুলছে টালমাটালভাবে, মনে হচ্ছে যেন নদী নিজেই ক্রুদ্ধ হয়ে উঠেছে।
যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকে প্রার্থনায় মগ্ন হয়ে পড়েছেন।
তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। লঞ্চে থাকা যাত্রীরা ধৈর্য ও সাহস নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। এদিকে, নদীপথে চলাচলকারী সব নৌযানকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। হে আল্লাহ, আপনি সকল যাত্রী ও নৌযানকে নিরাপদে রাখুন, হেফাজত করুন আপনার রহমতের ছায়ায়।