05/08/2025
love marriage হোক কিনবা arrange marriage শ্বশুরবাড়িতে একটা মেয়ে তখনই সুখে থাকে যখন তার স্বামী,শশুর, শাশুড়ি, ননোদ, ননাশ, দেবর ভালো হয়। তখনই একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সুখী হয়। একটা মেয়ে যখন তার পরিচিত জায়গা ভালোবাসার মানুষ আহ্লাদে মানুষ হওয়া যে এই জায়গাটা ছেড়ে এসে একটা অপরিচিত জায়গা অপরিচিত মানুষ গুলোর সাথে থাকে। একটা মেয়ে তো প্রথমেই পরিকল্পনা করে আসে না যে সেই শ্বশুরবাড়িতে সবার সাথে খারাপ ব্যবহার করবে খারাপ ভাবে চলবে মেয়েরা হচ্ছে নরম কাদামাটি তাকে যেভাবে গড়বে সে সেভাবেই হবে। মেয়েদের জীবনের দুটো বাড়ি দেয়া হয় একটা বাবার বাড়ি আর একটা শ্বশুরবাড়ি হ্যাঁ কোনটাই তার নিজের নয় তারপরেও মেয়েরা চায় দুটোকেই আপন করে নিতে,মেয়েরা মানিয়ে নেয় মেনে নেয়,তারা চায় সবাইকে নিয়ে সুখে থাকতে। শ্বশুরবাড়িতে দুটো ইম্পর্টেন্ট পারসেন্ট থাকে একটা হচ্ছে হাজবেন্ড আরেকজন হচ্ছে শাশুড়ি। এই দুজন মানুষ যদি ভালো হয় তাহলে সুখের আর কোন কমতি থাকে না। শ্বশুরবাড়িতে মেয়েদের সবথেকে আপন তার হাজবেন্ড তাকে হতে হবে পারফেক্ট কারণ মেয়েটার বাবা-মায়ের পরে সেই একমাত্র তার ঢাল। তারপর হচ্ছে শাশুড়ি শাশুড়িকে হতে হবে মায়ের মত 🥺
তাকে মেয়ে মনে করতে হবে পরের মেয়ে বলে তাকে যাচ্ছে তাই করা যাবে না। কথায় কথায় খোটা দিবে না ভুল করলে শিখিয়ে দিবে, না খেলে খাইয়ে দিবে অসুস্থ হলে যত্ন নিবে বিশ্বাস করবে মেয়েটার ভরসার জায়গা হবে ঠিক মা যেমন হয়। তখন মেয়েটার মনে হবে যে না আমি দুই বাড়িতেই অনেক আদরের। এই দুইটা মানুষ ঠিক মানে সর্ব সুখ পাওয়া বললেও কম হয়ে যাবে। দিনশেষে এই মেয়েটা দম বন্ধ হয়ে আসবে না নিশ্বাস হবে প্রশান্তির। ☺️
আর এই দুজন ব্যক্তি যখন খারাপ হয় পৃথিবী হয়ে যায় জাহান্নাম। 🥺