উড়ালি

উড়ালি যে পায় সে সব পায়,যে পায়না সে কিছুই পায়না..!!��

11/08/2025

একটু বাবা মায়ের মুখের দিক চেয়ে দেখিস ভাই 😊

11/08/2025

Finally a kid without phone..😂

11/08/2025

না বলা কিছু কথা 😊❤️‍🩹

11/08/2025

বড় হয়ে সে status দিবে স্কুল জীবন টাকে খুব মিস করছে 😂

06/08/2025

বাংলাদেশ 💝

05/08/2025

Miss you Apa 🥱
1 year's

গোপনে সৃষ্টিকর্তার কাছে যা কিছু চেয়েছিলেন, তার সবকিছু আপনার হোক, আমীন।💝
03/08/2025

গোপনে সৃষ্টিকর্তার কাছে যা কিছু চেয়েছিলেন, তার সবকিছু আপনার হোক, আমীন।💝

1M views মানে আমি ভাইরাল🥱✌️
02/08/2025

1M views

মানে আমি ভাইরাল🥱✌️

01/08/2025

জা-পানে সু-নামি, লোকেরা বিমান থেকে ছবি তুলেছিল এবং এটি দেখতে ভয়-ঙ্কর ছিল😭




এটা সম্ভবত এ আই দিয়ে বানানো তবে বাস্তবে আরো কঠিন ছিল!

01/08/2025

Don't miss the end.🥱😂

01/08/2025

A man's life. 😥💔

"জানালার ওপারের জলপ্রপাত"রোজকার মতোই ভোরে ঘুম ভাঙে আরিফের। কাঠের জানালাটা খুলতেই বুকভরা ঠান্ডা হাওয়া আর কুয়াশায় মোড়া...
31/07/2025

"জানালার ওপারের জলপ্রপাত"

রোজকার মতোই ভোরে ঘুম ভাঙে আরিফের। কাঠের জানালাটা খুলতেই বুকভরা ঠান্ডা হাওয়া আর কুয়াশায় মোড়া সবুজ মাঠের অপার্থিব দৃশ্যটা তাকে এক মুহূর্তের জন্য থমকে দেয়। তবে আজ কিছু আলাদা। আজ সেই দূরের পাহাড়ের কোলে, কুয়াশার মাঝে একফালি জলপ্রপাত দেখা যাচ্ছে—যেটা আগে কখনোই সে খেয়াল করেনি।

"এটা আগে কোথা থেকে এল?" —আরিফ ফিসফিস করে।

মাঠের সরু পথ বেয়ে চোখ চলে যায় জলপ্রপাতের দিকে। মন বলছে, ওই জলপ্রপাতের পেছনে লুকিয়ে আছে কোনো এক রহস্য, কোনো এক ভুলে যাওয়া গল্প। দাদার মুখে শোনা পুরোনো এক কাহিনী মনে পড়ে যায়—"যেখানে ভোরের প্রথম আলোয় জল গড়ায়, সেখানেই ঘুমিয়ে আছে এক হারিয়ে যাওয়া গ্রাম, যেটা শুধু নির্দিষ্ট চোখেই ধরা পড়ে।"

আরিফ স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলল। আজই সে রওনা দেবে ওই দিকটায়, সরু মেঠোপথ ধরে, কুয়াশার ভিতর দিয়ে, জানালার ওপারে হারিয়ে যাওয়া কোনো গল্পের খোঁজে।

কারণ কিছু দৃশ্য স্বপ্ন নয়, শুধু অপেক্ষা করে একটা সাহসী চোখের।

Address

Ramganj

Alerts

Be the first to know and let us send you an email when উড়ালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উড়ালি:

Share

Category