
24/07/2025
📢 তীব্র নিন্দা ও প্রতিবাদ
আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি, দালালবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক শরীফ হোসাইন স্যার- এর সাথে ১০ম শ্রেণির ছাত্র "নির্ভীক" নামক এক বখাটে ছাত্রের অশালীন আচরণ এবং কাঠ দিয়ে আঘাতের চেষ্টা করার মতো গুরুতর ঘটনা ঘটেছে।
এ ধরনের আচরণ একজন শিক্ষকের প্রতি চরম অসম্মান এবং শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ভাঙার নগ্ন প্রকাশ।
এই জঘন্য ঘটনায় আমরা, দালালবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা এবং ৩নং দালাল বাজার ইউনিয়ন অনলাইন ফোরাম- লক্ষীপুর। তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ছাত্রের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।