৩নং দালাল বাজার ইউনিয়ন অনলাইন ফোরাম- লক্ষীপুর।

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • ৩নং দালাল বাজার ইউনিয়ন অনলাইন ফোরাম- লক্ষীপুর।

৩নং দালাল বাজার ইউনিয়ন অনলাইন ফোরাম- লক্ষীপুর। সত্য ও ন্যায়ের সন্ধানে আমরা আছি সবসময়?

📢 তীব্র নিন্দা ও প্রতিবাদআমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি, দালালবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক...
24/07/2025

📢 তীব্র নিন্দা ও প্রতিবাদ
আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি, দালালবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক শরীফ হোসাইন স্যার- এর সাথে ১০ম শ্রেণির ছাত্র "নির্ভীক" নামক এক বখাটে ছাত্রের অশালীন আচরণ এবং কাঠ দিয়ে আঘাতের চেষ্টা করার মতো গুরুতর ঘটনা ঘটেছে।

এ ধরনের আচরণ একজন শিক্ষকের প্রতি চরম অসম্মান এবং শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ভাঙার নগ্ন প্রকাশ।
এই জঘন্য ঘটনায় আমরা, দালালবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা এবং ৩নং দালাল বাজার ইউনিয়ন অনলাইন ফোরাম- লক্ষীপুর। তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ছাত্রের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধু মাঝির খালে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করা হয়।  উক্ত ...
23/06/2025

লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধু মাঝির খালে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করা হয়। উক্ত খালের বিভিন্ন পয়েন্টে জনৈক ব্যক্তিরা দীর্ঘদিন অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। অভিযানে উক্ত বাঁধ/ জাল/ অবকাঠামো অপসারণ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়।

18/06/2025

এই বেয়াদব পোস্টটি ডিলিট করে ফেলেছে, পোস্ট ডিলিট করে লাভ হবে না! ভবিষ্যতের জন্য এপ্রুভ রয়ে গেছে! অস্বীকার বা ভুলে যাওয়ার উপায় নাই।
এই বেয়াদবের বাড়ি - মহাদেবপুর গ্রামে মোল্লা বাড়ি।
দয়াকরে আপনারা এই বেয়াদবটার বিষয়ে কিছু বলে যাবেন।

পরিচয়টা জেনে উপকৃত হলাম!!বিষয়টি ভবিষ্যতের জন্য খতিয়ে দেখা হবে...আমাদের লক্ষীপুর - Beautiful Luxmipur. Md Jahirul Isla...
15/06/2025

পরিচয়টা জেনে উপকৃত হলাম!!
বিষয়টি ভবিষ্যতের জন্য খতিয়ে দেখা হবে...
আমাদের লক্ষীপুর - Beautiful Luxmipur.
Md Jahirul Islam Miraj Kamruj Jaman Kamrul

নিখোঁজ সংবাদ - নাম - শ্রাবণী মজুমদারস্বামী - লিজন মজুমদার বয়স - ২৪ পিতা - সন্জয় মজুমদার। মাতা - বীনা মজুমদার ঠিকানা - পৌ...
15/06/2025

নিখোঁজ সংবাদ -
নাম - শ্রাবণী মজুমদার
স্বামী - লিজন মজুমদার
বয়স - ২৪

পিতা - সন্জয় মজুমদার।
মাতা - বীনা মজুমদার
ঠিকানা - পৌরসভা ১৫ নং ওয়ার্ড, শেম্ভু ডাক্তার বাড়ি, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
নিখোঁজ হওয়ার তারিখ - ১১/০৬/২০২৫ আনুমানিক ১২.৩০ ঘটিকায়।

বিস্তারিত - শ্রাবণী মজুমদার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফিট ৩ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, তাহার পড়নে ছিলো জাম কালার শাড়ি ছিল, সে বাসা থেকে দালাল বাজার মহাপ্রভুর মন্দিরে যায় । এরপর আর তার কোনো খোজঁ পাওয়া যায় নি। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

যদি কোনো ব্যাক্তি উক্ত মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিমোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

লিজন মজুমদার ( স্বামী)- ০১৬২২৪৭৪২৬১- ০১৮৭৫৩০৪৫২৫.

27/05/2025

রায়পুর -ঢাকা যাওয়ার পথে লক্ষীপুর বেড়ির মাথায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে জোনাকি পরিবহনের একটি বাস!!.তবে কোনো হতাহতের ঘঠনা ঘঠেনি!!🥲

08/05/2025
27/04/2025

আলুর ব্যাপারীর গোজে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগার চিত্র।
৩ নং দালাল বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড।

লক্ষ্মীপুরের দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড়ে প্রকাশ্যে অ/শ্লী/ল অঙ্গভঙ্গি প্রদর্শন করে জনসম্মুখে মেয়েদেরকে ই/ভ/টি/জিং ক...
26/04/2025

লক্ষ্মীপুরের দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড়ে প্রকাশ্যে অ/শ্লী/ল অঙ্গভঙ্গি প্রদর্শন করে জনসম্মুখে মেয়েদেরকে ই/ভ/টি/জিং করছে ৩ বখাটে যুবক, প্রতিনিয়ত ই/ভ/টি/জিং এর স্বী"কার হচ্ছে নারীরা
১/ ফাহিম
বাড়ি কামান খোলা
২/ আরাফাত
বাড়ি দালাল বাজার
৩/ পারভেজ
বাড়ি টার্মিনাল।

নোয়াখালী না লক্ষীপুর!
25/04/2025

নোয়াখালী না লক্ষীপুর!

লক্ষীপুর❤️
25/04/2025

লক্ষীপুর❤️

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when ৩নং দালাল বাজার ইউনিয়ন অনলাইন ফোরাম- লক্ষীপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share